
বিল গেটস ও মেলিন্ডার দীর্ঘ ২৭ বছরের সংসারজীবনের ইতি ঘটল। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে তাঁদের বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। ওয়াশিংটনের কিং কাউন্টি সুপিরিয়র কোর্টের এক আইনজীবী তাঁদের ডিভোর্স পেপারে স্বাক্ষর করেছেন।
আদালত বিচ্ছেদের চুক্তি অনুযায়ী বিল গেটস ও মেলিন্ডাকে সম্পত্তি ভাগ করে নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে বিচ্ছেদের চুক্তিতে সম্পদ কীভাবে ভাগ করা হয়েছে তা এখনো গোপন রয়েছে।
গত মে মাসের ৩ তারিখ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। পরে একসঙ্গে তাঁরা দুজন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানান। ওই ঘোষণার তিন মাস পর তাঁদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হলো।
১৯৮০-এর দশকের শেষ দিকে মেলিন্ডা বিল গেটসের মাইক্রোসফট কোম্পানিতে যোগ দিলে দুজনের পরিচয় হয়। পরে তাঁরা প্রণয়ে জড়ান। সেই প্রণয় ১৯৯৪ সালে বিয়েতে গড়ায়। তাঁদের এই ২৭ বছরের দীর্ঘ সংসারে ঘর আলো করে আসে তিন সন্তান।
এই যুগল ২০০০ সালে গঠন করেন দাতব্য সংস্থা ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’। তাঁরা দুজনই এর যৌথ পরিচালক। বিবাহবিচ্ছেদ হলেও তাঁরা বিশ্বাস করেন একসঙ্গে এই ফাউন্ডেশন চালিয়ে নিতে পারবেন।
সংস্থাটি বিশ্বজুড়ে সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াই এবং শিশুদের টিকার আওতায় আনতে সহায়তা করে আসছে। বিশ্বব্যাপী স্বাস্থ্য, দারিদ্র্য দূরীকরণসহ বিভিন্ন কাজে ৫৩.৮ বিলিয়ন ডলার খরচ করে এই সংগঠন।
বিল গেটস ও মেলিন্ডা জানিয়েছেন, যদি দুই বছর পর তাঁরা মনে করেন যে নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছেন না, তাহলে মেলিন্ডা ফাউন্ডেশন থেকে সরে দাঁড়াবেন। বিল গেটস মেলিন্ডা থেকে সেই ফাউন্ডেশন কিনে নেবেন এবং সেই অর্থ দিয়ে মেলিন্ডা আলাদা দাতব্য সংস্থা গড়ে তুলবেন ।
উল্লেখ্য, বর্তমানে বিল গেটস বিশ্বের সেরা ধনীদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত তথ্য অনুযায়ী তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৫২ বিলিয়ন মার্কিন ডলার।

বিল গেটস ও মেলিন্ডার দীর্ঘ ২৭ বছরের সংসারজীবনের ইতি ঘটল। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে তাঁদের বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। ওয়াশিংটনের কিং কাউন্টি সুপিরিয়র কোর্টের এক আইনজীবী তাঁদের ডিভোর্স পেপারে স্বাক্ষর করেছেন।
আদালত বিচ্ছেদের চুক্তি অনুযায়ী বিল গেটস ও মেলিন্ডাকে সম্পত্তি ভাগ করে নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে বিচ্ছেদের চুক্তিতে সম্পদ কীভাবে ভাগ করা হয়েছে তা এখনো গোপন রয়েছে।
গত মে মাসের ৩ তারিখ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। পরে একসঙ্গে তাঁরা দুজন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানান। ওই ঘোষণার তিন মাস পর তাঁদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হলো।
১৯৮০-এর দশকের শেষ দিকে মেলিন্ডা বিল গেটসের মাইক্রোসফট কোম্পানিতে যোগ দিলে দুজনের পরিচয় হয়। পরে তাঁরা প্রণয়ে জড়ান। সেই প্রণয় ১৯৯৪ সালে বিয়েতে গড়ায়। তাঁদের এই ২৭ বছরের দীর্ঘ সংসারে ঘর আলো করে আসে তিন সন্তান।
এই যুগল ২০০০ সালে গঠন করেন দাতব্য সংস্থা ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’। তাঁরা দুজনই এর যৌথ পরিচালক। বিবাহবিচ্ছেদ হলেও তাঁরা বিশ্বাস করেন একসঙ্গে এই ফাউন্ডেশন চালিয়ে নিতে পারবেন।
সংস্থাটি বিশ্বজুড়ে সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াই এবং শিশুদের টিকার আওতায় আনতে সহায়তা করে আসছে। বিশ্বব্যাপী স্বাস্থ্য, দারিদ্র্য দূরীকরণসহ বিভিন্ন কাজে ৫৩.৮ বিলিয়ন ডলার খরচ করে এই সংগঠন।
বিল গেটস ও মেলিন্ডা জানিয়েছেন, যদি দুই বছর পর তাঁরা মনে করেন যে নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছেন না, তাহলে মেলিন্ডা ফাউন্ডেশন থেকে সরে দাঁড়াবেন। বিল গেটস মেলিন্ডা থেকে সেই ফাউন্ডেশন কিনে নেবেন এবং সেই অর্থ দিয়ে মেলিন্ডা আলাদা দাতব্য সংস্থা গড়ে তুলবেন ।
উল্লেখ্য, বর্তমানে বিল গেটস বিশ্বের সেরা ধনীদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত তথ্য অনুযায়ী তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৫২ বিলিয়ন মার্কিন ডলার।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
১ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
১ ঘণ্টা আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
৫ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
৭ ঘণ্টা আগে