
পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানসহ দলটির ৬০০ নেতার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাকিস্তানের জিও নিউজ অসমর্থিত সূত্রে এ তথ্য জানিয়েছে।
সূত্র অনুযায়ী, ৯ মের সহিংসতা ও শহীদদের স্মৃতিসৌধ অবমাননার তদন্ত করছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন অথোরিটি (এফআইএ)। এই তদন্তের স্বার্থেই তাঁদের নাম সংস্থাটির প্রভিশনাল ন্যাশনাল আইডেনটিফিকেশন লিস্টের (পিএনআইএল) অন্তর্ভুক্ত করা হয়েছে। কেউ এই লিস্টের অন্তর্ভুক্ত হলে তিনি আর দেশ ত্যাগ করতে পারেন না।
এই তালিকায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির নামও রয়েছে। এ ছাড়া মুরাদ সাঈদ, মালেকা বোখারি, ফাওয়াদ চৌধুরী, হাম্মাদ চৌধুরী, কাসিম সুরী, আসাদ কায়সার, ইয়াসমিন রশিদ ও মিয়ান ইকবালও রয়েছেন এই তালিকায়।
সূত্র আরও জানিয়েছে, পিটিআই নেতা ও কর্মকর্তারা গত তিন দিন ধরে দেশত্যাগের চেষ্টা করছেন। কিন্তু তাঁদের এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ, কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) ও গোয়েন্দা সংস্থাগুলো তাঁদের নাম এয়ারপোর্টকে আগেই জানিয়েছিল বলে জানা গেছে।
৯ মের সহিংসতার ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত তেহরিক-ই-পাকিস্তানের হাজারো নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই সহিংসতায় অন্তত আটজন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছিলেন।
এদিকে ৯ মে প্রকাশ্যে রাষ্ট্রীয় স্থাপনায় হামলার নিন্দা জানান পিটিআইয়ের বেশ কয়েকজন নেতা ও আইনপ্রণেতা। এরপর তাঁরা দল থেকে পদত্যাগও করেছেন। তাঁদের মধ্য রয়েছেন শিরেন মাজারি, আসাদ উমার, ফাওয়াদ চৌধুরী, আমির মাহমুদ খান, মালিক আমিন আসলাম, মাহমুদ মৌলভি, আফতাব সিদ্দিকি, ফায়াজুল হাসান চোহান।

পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানসহ দলটির ৬০০ নেতার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাকিস্তানের জিও নিউজ অসমর্থিত সূত্রে এ তথ্য জানিয়েছে।
সূত্র অনুযায়ী, ৯ মের সহিংসতা ও শহীদদের স্মৃতিসৌধ অবমাননার তদন্ত করছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন অথোরিটি (এফআইএ)। এই তদন্তের স্বার্থেই তাঁদের নাম সংস্থাটির প্রভিশনাল ন্যাশনাল আইডেনটিফিকেশন লিস্টের (পিএনআইএল) অন্তর্ভুক্ত করা হয়েছে। কেউ এই লিস্টের অন্তর্ভুক্ত হলে তিনি আর দেশ ত্যাগ করতে পারেন না।
এই তালিকায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির নামও রয়েছে। এ ছাড়া মুরাদ সাঈদ, মালেকা বোখারি, ফাওয়াদ চৌধুরী, হাম্মাদ চৌধুরী, কাসিম সুরী, আসাদ কায়সার, ইয়াসমিন রশিদ ও মিয়ান ইকবালও রয়েছেন এই তালিকায়।
সূত্র আরও জানিয়েছে, পিটিআই নেতা ও কর্মকর্তারা গত তিন দিন ধরে দেশত্যাগের চেষ্টা করছেন। কিন্তু তাঁদের এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ, কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) ও গোয়েন্দা সংস্থাগুলো তাঁদের নাম এয়ারপোর্টকে আগেই জানিয়েছিল বলে জানা গেছে।
৯ মের সহিংসতার ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত তেহরিক-ই-পাকিস্তানের হাজারো নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই সহিংসতায় অন্তত আটজন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছিলেন।
এদিকে ৯ মে প্রকাশ্যে রাষ্ট্রীয় স্থাপনায় হামলার নিন্দা জানান পিটিআইয়ের বেশ কয়েকজন নেতা ও আইনপ্রণেতা। এরপর তাঁরা দল থেকে পদত্যাগও করেছেন। তাঁদের মধ্য রয়েছেন শিরেন মাজারি, আসাদ উমার, ফাওয়াদ চৌধুরী, আমির মাহমুদ খান, মালিক আমিন আসলাম, মাহমুদ মৌলভি, আফতাব সিদ্দিকি, ফায়াজুল হাসান চোহান।

ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৩১ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
২ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৩ ঘণ্টা আগে
ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
৪ ঘণ্টা আগে