
তুরস্কের পরবর্তী সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, ‘আগামী ১৪ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।’ কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত শনিবার বুরসা প্রদেশের যুব সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় এরদোয়ান এ তারিখ ঘোষণা করেন। পরদিন রোববার ওই অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশিত হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, এরদোয়ান যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে বলছেন, ‘আপনারা আমাদের মূল্যবান সম্পদ। আপনারা আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেবেন।’
ওই দিনের নির্বাচনে কোনো প্রার্থী যদি ৫০ শতাংশের বেশি ভোট না পান, তবে ২৮ মে দ্বিতীয় দফার ভোট হবে।
এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও দেশটির ছয় দলের বিরোধী জোট এখনো প্রেসিডেন্ট পদে প্রার্থী দিতে পারেনি। তবে কুর্দিপন্থী একটি দল জোট থেকে বাদ পড়েছে। তারা সংসদের তৃতীয় বৃহত্তম দল। দলটি নিজেরাই প্রার্থী দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রিসেফ তাইয়েপ এরদোয়ান ২০০৩ সাল থেকে তুরস্কের রাষ্ট্রক্ষমতায় রয়েছেন। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে, এরপর ২০১৪ সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও তাঁর সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। তুর্কি জনগণ মনে করে, তুরস্কের অর্থনৈতিক মন্দা, নাগরিক অধিকার ও স্বাধীনতা খর্ব হওয়ার জন্য এরদোয়ান দায়ী।
২০১৮ সালে শাসন ব্যবস্থা সংস্কার করে প্রধানমন্ত্রীর কার্যালয়কে বিলুপ্ত করেন এরদোয়ান এবং প্রেসিডেন্টের হাতে বেশির ভাগ ক্ষমতা কেন্দ্রীভূত করেন। এর আগে প্রেসিডেন্ট মূলত একটি আনুষ্ঠানিক পদ ছিল। নতুন ব্যবস্থায় প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে।
তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আগামী ১৮ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এরদোয়ান এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে নির্বাচনের তারিখ এগিয়ে আনা হতে পারে। গতকাল সেই তারিখ জানা গেল।

তুরস্কের পরবর্তী সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, ‘আগামী ১৪ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।’ কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত শনিবার বুরসা প্রদেশের যুব সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় এরদোয়ান এ তারিখ ঘোষণা করেন। পরদিন রোববার ওই অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশিত হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, এরদোয়ান যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে বলছেন, ‘আপনারা আমাদের মূল্যবান সম্পদ। আপনারা আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেবেন।’
ওই দিনের নির্বাচনে কোনো প্রার্থী যদি ৫০ শতাংশের বেশি ভোট না পান, তবে ২৮ মে দ্বিতীয় দফার ভোট হবে।
এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও দেশটির ছয় দলের বিরোধী জোট এখনো প্রেসিডেন্ট পদে প্রার্থী দিতে পারেনি। তবে কুর্দিপন্থী একটি দল জোট থেকে বাদ পড়েছে। তারা সংসদের তৃতীয় বৃহত্তম দল। দলটি নিজেরাই প্রার্থী দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রিসেফ তাইয়েপ এরদোয়ান ২০০৩ সাল থেকে তুরস্কের রাষ্ট্রক্ষমতায় রয়েছেন। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে, এরপর ২০১৪ সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও তাঁর সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। তুর্কি জনগণ মনে করে, তুরস্কের অর্থনৈতিক মন্দা, নাগরিক অধিকার ও স্বাধীনতা খর্ব হওয়ার জন্য এরদোয়ান দায়ী।
২০১৮ সালে শাসন ব্যবস্থা সংস্কার করে প্রধানমন্ত্রীর কার্যালয়কে বিলুপ্ত করেন এরদোয়ান এবং প্রেসিডেন্টের হাতে বেশির ভাগ ক্ষমতা কেন্দ্রীভূত করেন। এর আগে প্রেসিডেন্ট মূলত একটি আনুষ্ঠানিক পদ ছিল। নতুন ব্যবস্থায় প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে।
তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আগামী ১৮ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এরদোয়ান এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে নির্বাচনের তারিখ এগিয়ে আনা হতে পারে। গতকাল সেই তারিখ জানা গেল।

ইরানে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে অনলাইন পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। দেশটিতে চলমান তীব্র অর্থনৈতিক সংকটকে ঘিরে বিক্ষোভ ছড়িয়ে পড়ার মধ্যেই এই ইন্টারনেট ব্ল্যাকআউট দেখা গেল। খবর আল–জাজিরার।
৪২ মিনিট আগে
ইসরায়েল গতকাল বৃহস্পতিবার গাজাজুড়ে হামলা চালিয়ে অন্তত ১৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে; এমনটি জানিয়েছে চিকিৎসা সূত্রগুলো। অক্টোবর মাসে ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও উপকূলীয় এই ভূখণ্ডে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডবাসীদের বড় অংকের অর্থ প্রদানের বিনিময়ে দ্বীপটি দখলের পরিকল্পনা করছে বলে জানা গেছে। চারটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গ্রিনল্যান্ডকে ডেনমার্ক থেকে বিচ্ছিন্ন হতে এবং সম্ভাব্যভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে যোগ দিতে প্ররোচিত করার জন্য মার্কিন কর্মকর্
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে ডেনিশ সেনাবাহিনীর যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সৈন্যরা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে। গত বুধবার ডেনিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে