Ajker Patrika

স্যাটেলাইটে ধরা পড়ল ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের ক্ষয়ক্ষতি

আজকের পত্রিকা ডেস্ক­
স্যাটেলাইটে ধরা পড়ল ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের ক্ষয়ক্ষতি

ইসরায়েলি হামলায় ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে। ম্যাক্সার টেকনোলজিস কর্তৃক প্রকাশিত স্যাটেলাইট ছবিগুলোতে স্পষ্টভাবে দেখা যায়, নাতাঞ্জের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় বিস্ফোরণের চিহ্ন এবং ক্ষতিগ্রস্ত ভবন।

এই হামলাটি গতকাল সংঘটিত হয়, যেখানে ইসরায়েল অভিযোগ করে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে অগ্রসর হচ্ছে, এবং এই হামলা সেই প্রচেষ্টাকে প্রতিহত করতেই চালানো হয়েছে।

নাতাঞ্জ হচ্ছে ইরানের অন্যতম প্রধান এবং সংবেদনশীল পারমাণবিক স্থাপনা, যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চলে। এই স্থাপনাটি আগেও সাইবার আক্রমণ ও বিস্ফোরণের লক্ষ্য হয়েছে। তবে এবারের ক্ষয়ক্ষতি স্যাটেলাইটে পরিষ্কারভাবে চিহ্নিত হওয়ায় আন্তর্জাতিক মহলে এই হামলার পরিণতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রটি ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অংশ বলে দাবি করে আসছে তেহরান। তবে পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে এই কেন্দ্রে পারমাণবিক অস্ত্র তৈরির আশঙ্কা প্রকাশ করে আসছে।

গত শুক্রবার ইসরায়েল ইরানের একাধিক স্থানে আকস্মিক বিমান হামলা চালায়, যার মধ্যে নাতাঞ্জ অন্যতম। এই হামলায় বহু সামরিক এবং প্রযুক্তিগত স্থাপনা টার্গেট করা হয়, যা ইরান মনে করছে তার সার্বভৌমত্ব ও নিরাপত্তার উপর সরাসরি আঘাত।

হামলার পর ইরান কড়া প্রতিক্রিয়া জানায় এবং পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের সামরিক স্থাপনায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত