
‘আব্রাহাম অ্যাকর্ডস’ বা ইব্রাহিম চুক্তিভুক্ত দেশগুলো নিয়ে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করছে ইসরায়েল। আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া এই সম্মেলনকে ‘ঐতিহাসিক সম্মেলন’ বলে আখ্যা দিয়েছে। এই সম্মেলনে যুক্তরাষ্ট্র ছাড়াও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকা আরও তিনটি আরব রাষ্ট্রের শীর্ষ কূটনীতিকদের অংশগ্রহণের কথা রয়েছে। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী যাইর লাপিদের আমন্ত্রণে আগামী রোববার এবং সোমবার ইসরায়েলে একটি ‘ঐতিহাসিক কূটনৈতিক সম্মেলন’ অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীসহ আরও একাধিক কূটনৈতিক বৈঠকে অংশ নেবেন।
২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে একটি চুক্তির আওতায় সম্পর্ক স্বাভাবিক করে যা ইতিহাসে ‘আব্রাহাম অ্যাকর্ডস’ নামে পরিচিত। তিন আব্রাহামিক বা ইব্রাহিমি ধর্ম—ইহুদি-খ্রিষ্টান-ইসলাম—ভিত্তিক রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণে এই উদ্যোগ বলে এর নামকরণ করা হয়েছে আব্রাহাম অ্যাকর্ড। আরব আমিরাত ছাড়াও বাহরাইন ও মরক্কো এই চুক্তি মেনে চলার ঘোষণা দিয়েছে। সুদানও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে, যদিও দেশটি এখনো চুক্তিতে সাক্ষর করেনি।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে হওয়া ‘আব্রাহাম অ্যাকর্ডস’ কয়েক দশকের আরব ঐকমত্যকে ভেঙে দিয়েছে। এর ফলে ফিলিস্তিন বিষয়ে অমীমাংসিত থাকা বিষয়গুলো ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্বে জড়াবে না চুক্তিভুক্ত দেশগুলো। তবে, আব্রাহাম অ্যাকর্ডসভুক্ত আরব দেশগুলো বলছে—ইসরায়েল ফিলিস্তিনিদের বিরোধিতা করলেও ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের ফলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার চিন্তা দ্বারা অনুপ্রাণিত হয়েছে।
এ দিকে, জর্ডানের রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার জানিয়েছে—দেশটির শাসক বাদশাহ আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদিমি এবং আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে জর্ডানের আকাবায় আমন্ত্রণ জানাবেন।

‘আব্রাহাম অ্যাকর্ডস’ বা ইব্রাহিম চুক্তিভুক্ত দেশগুলো নিয়ে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করছে ইসরায়েল। আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া এই সম্মেলনকে ‘ঐতিহাসিক সম্মেলন’ বলে আখ্যা দিয়েছে। এই সম্মেলনে যুক্তরাষ্ট্র ছাড়াও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকা আরও তিনটি আরব রাষ্ট্রের শীর্ষ কূটনীতিকদের অংশগ্রহণের কথা রয়েছে। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী যাইর লাপিদের আমন্ত্রণে আগামী রোববার এবং সোমবার ইসরায়েলে একটি ‘ঐতিহাসিক কূটনৈতিক সম্মেলন’ অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীসহ আরও একাধিক কূটনৈতিক বৈঠকে অংশ নেবেন।
২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে একটি চুক্তির আওতায় সম্পর্ক স্বাভাবিক করে যা ইতিহাসে ‘আব্রাহাম অ্যাকর্ডস’ নামে পরিচিত। তিন আব্রাহামিক বা ইব্রাহিমি ধর্ম—ইহুদি-খ্রিষ্টান-ইসলাম—ভিত্তিক রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণে এই উদ্যোগ বলে এর নামকরণ করা হয়েছে আব্রাহাম অ্যাকর্ড। আরব আমিরাত ছাড়াও বাহরাইন ও মরক্কো এই চুক্তি মেনে চলার ঘোষণা দিয়েছে। সুদানও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে, যদিও দেশটি এখনো চুক্তিতে সাক্ষর করেনি।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে হওয়া ‘আব্রাহাম অ্যাকর্ডস’ কয়েক দশকের আরব ঐকমত্যকে ভেঙে দিয়েছে। এর ফলে ফিলিস্তিন বিষয়ে অমীমাংসিত থাকা বিষয়গুলো ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্বে জড়াবে না চুক্তিভুক্ত দেশগুলো। তবে, আব্রাহাম অ্যাকর্ডসভুক্ত আরব দেশগুলো বলছে—ইসরায়েল ফিলিস্তিনিদের বিরোধিতা করলেও ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের ফলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার চিন্তা দ্বারা অনুপ্রাণিত হয়েছে।
এ দিকে, জর্ডানের রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার জানিয়েছে—দেশটির শাসক বাদশাহ আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদিমি এবং আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে জর্ডানের আকাবায় আমন্ত্রণ জানাবেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে নিজের আগ্রহ প্রকাশ করে আসছেন। তাঁর মতে, কৌশলগত অবস্থান এবং বিপুল খনিজ সম্পদের কারণে দ্বীপটি যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের তাড়া খাওয়া তেলবাহী ট্যাংকারকে পাহারা দিতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে জানা যায়, আটলান্টিক মহাসাগরে অবস্থানরত ওই ট্যাংকারটিকে এসকর্ট বা পাহারা দেবে রুশ যুদ্ধজাহাজ।
১ ঘণ্টা আগে
১৯ বছরের বিবাহিত জীবনে ১০ কন্যাসন্তানের পর এক পুত্রসন্তানের জন্ম দিলেন ভারতের হরিয়ানার ৩৭ বছর বয়সী এক নারী। এই ঘটনায় দেশটির কিছু অঞ্চলে এখনো ছেলেসন্তানের প্রতি ঝোঁক আছে বলে মনে করা হচ্ছে এবং মাতৃস্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
নিকোলা মাদুরোর শাসনামলের শুরুর দিকে ভেনেজুয়েলা থেকে সুইজারল্যান্ডে বিপুল পরিমাণ সোনা পাচার করা হয়েছিল। সুইজারল্যান্ডের শুল্ক দপ্তরের সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ওই সময়ে প্রায় ৫২০ কোটি ডলার মূল্যের সোনা সুইজারল্যান্ডে পাঠিয়েছিল দক্ষিণ আমেরিকার এই দেশটি।
৩ ঘণ্টা আগে