প্রতিনিধি, কলকাতা

ভারতের চীন সীমান্তবর্তী রাজ্য অরুণাচল প্রদেশে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রবল বর্ষণের ফলে রাজধানী ইটানগরের বিস্তীর্ণ এলাকা পানির তলায়। রাজ্যটির পাহাড়ি এলাকায় প্রবল বর্ষণের ফলে নিম্নাঞ্চলের রাজ্য আসামেও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
ভয়াবহ বন্যার কবলে অরুণাচল প্রদেশ। ইটানগরে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। পাশের জেলা পাপুম পারেও বন্যা কবলিত। তবে সিয়াং নদীর পানি কিছুটা কমায় পূর্ব সিয়াং জেলার পরিস্থিতির উন্নতি হয়েছে।
ইটানগরের নীরজুলি থানা এখন পুরোপুরি জলমগ্ন। থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরেন্দর সিং সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশ কর্মীরা এখন ব্যস্ত থানার জরুরি কাগজপত্র উদ্ধারে। বাকি কাজ লাটে উঠেছে।
এদিকে, অরুণাচলে বন্যার কারণে আসামে পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। এমনিতেই রাজ্যটির ২১টি জেলা বন্যা কবলিত। বৃহস্পতিবার ২ শিশু-সহ ৪ জনের মৃত্যুতে রাজ্যে চলতি মৌসুমে বন্যায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮।
আসামের ১২৩০টি গ্রাম বন্যা কবলিত। ১০৫টি ত্রাণ শিবিরে ৪ হাজার ১৬৯ জন মানুষ আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এদের মধ্যে ৮১ জন গর্ভবতী ও ৯৩৫ জন শিশুও রয়েছে।
বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিলির বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। তবে ত্রাণ নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগও রয়েছে।
আসামের বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজ নিতে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে সূত্র।

ভারতের চীন সীমান্তবর্তী রাজ্য অরুণাচল প্রদেশে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রবল বর্ষণের ফলে রাজধানী ইটানগরের বিস্তীর্ণ এলাকা পানির তলায়। রাজ্যটির পাহাড়ি এলাকায় প্রবল বর্ষণের ফলে নিম্নাঞ্চলের রাজ্য আসামেও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
ভয়াবহ বন্যার কবলে অরুণাচল প্রদেশ। ইটানগরে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। পাশের জেলা পাপুম পারেও বন্যা কবলিত। তবে সিয়াং নদীর পানি কিছুটা কমায় পূর্ব সিয়াং জেলার পরিস্থিতির উন্নতি হয়েছে।
ইটানগরের নীরজুলি থানা এখন পুরোপুরি জলমগ্ন। থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরেন্দর সিং সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশ কর্মীরা এখন ব্যস্ত থানার জরুরি কাগজপত্র উদ্ধারে। বাকি কাজ লাটে উঠেছে।
এদিকে, অরুণাচলে বন্যার কারণে আসামে পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। এমনিতেই রাজ্যটির ২১টি জেলা বন্যা কবলিত। বৃহস্পতিবার ২ শিশু-সহ ৪ জনের মৃত্যুতে রাজ্যে চলতি মৌসুমে বন্যায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮।
আসামের ১২৩০টি গ্রাম বন্যা কবলিত। ১০৫টি ত্রাণ শিবিরে ৪ হাজার ১৬৯ জন মানুষ আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এদের মধ্যে ৮১ জন গর্ভবতী ও ৯৩৫ জন শিশুও রয়েছে।
বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিলির বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। তবে ত্রাণ নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগও রয়েছে।
আসামের বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজ নিতে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে সূত্র।

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
৫ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
৮ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
৮ ঘণ্টা আগে