আজকের পত্রিকা ডেস্ক

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় এইচ-১বি ভিসা ইস্যু ও বাণিজ্যিক টানাপোড়েন প্রধানত গুরুত্ব পেয়েছে।
চলতি বছরের জুলাইয়ে ওয়াশিংটনে দশম কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সময় দুজনের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল। এর আগে জানুয়ারিতেও তাঁরা বৈঠক করেছিলেন।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময়ে ভারতের ওপর শুল্ক আরোপ ও এইচ-১বি ভিসা ফি ১ লাখ ডলার বাড়ানোর পদক্ষেপ দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছে; বিশেষ করে জুলাই মাসে ট্রাম্প ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন, পাশাপাশি রাশিয়ার তেল কেনার কারণে অতিরিক্ত ২৫ শতাংশ কর আরোপ করা হয়।
এই প্রেক্ষাপটে নয়াদিল্লি এবং ওয়াশিংটন একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে পুনরায় আলোচনা শুরু করেছে। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইতিমধ্যে ওয়াশিংটনে আলোচনায় অংশ নিয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুই দেশের মধ্যে চুক্তি করতে কোনো সমস্যা হবে না। ট্রুথ সোশালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশংসা করে ইউক্রেন শান্তি প্রচেষ্টায় সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। জবাবে মোদি ভারত-মার্কিন সম্পর্ক আরও মজবুত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ও জানিয়েছে, ১৬ সেপ্টেম্বর ভারতে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সফরে ‘ইতিবাচক আলোচনা’ হয়েছে।
ট্রাম্প প্রশাসনের ঘোষণায় এইচ-১বি ভিসার নতুন আবেদন ফি ১ লাখ ডলার হওয়ায় হাজারো দক্ষ কর্মী, বিশেষত ভারতীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অবশ্য পরে হোয়াইট হাউস জানায়, এই ফি বৃদ্ধি কেবল নতুন আবেদনকারীদের জন্য প্রযোজ্য, বর্তমান ভিসাধারীদের জন্য নয়।
সম্প্রতি সিনেট শুনানিতে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গরকে ঘিরে আলোচনার সময় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ‘বর্তমানে বিশ্বে যে কয়টি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের গভীর সম্পর্ক রয়েছে, ভারত তাদের মধ্যে অন্যতম প্রধান।’

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় এইচ-১বি ভিসা ইস্যু ও বাণিজ্যিক টানাপোড়েন প্রধানত গুরুত্ব পেয়েছে।
চলতি বছরের জুলাইয়ে ওয়াশিংটনে দশম কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সময় দুজনের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল। এর আগে জানুয়ারিতেও তাঁরা বৈঠক করেছিলেন।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময়ে ভারতের ওপর শুল্ক আরোপ ও এইচ-১বি ভিসা ফি ১ লাখ ডলার বাড়ানোর পদক্ষেপ দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছে; বিশেষ করে জুলাই মাসে ট্রাম্প ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন, পাশাপাশি রাশিয়ার তেল কেনার কারণে অতিরিক্ত ২৫ শতাংশ কর আরোপ করা হয়।
এই প্রেক্ষাপটে নয়াদিল্লি এবং ওয়াশিংটন একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে পুনরায় আলোচনা শুরু করেছে। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইতিমধ্যে ওয়াশিংটনে আলোচনায় অংশ নিয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুই দেশের মধ্যে চুক্তি করতে কোনো সমস্যা হবে না। ট্রুথ সোশালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশংসা করে ইউক্রেন শান্তি প্রচেষ্টায় সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। জবাবে মোদি ভারত-মার্কিন সম্পর্ক আরও মজবুত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ও জানিয়েছে, ১৬ সেপ্টেম্বর ভারতে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সফরে ‘ইতিবাচক আলোচনা’ হয়েছে।
ট্রাম্প প্রশাসনের ঘোষণায় এইচ-১বি ভিসার নতুন আবেদন ফি ১ লাখ ডলার হওয়ায় হাজারো দক্ষ কর্মী, বিশেষত ভারতীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অবশ্য পরে হোয়াইট হাউস জানায়, এই ফি বৃদ্ধি কেবল নতুন আবেদনকারীদের জন্য প্রযোজ্য, বর্তমান ভিসাধারীদের জন্য নয়।
সম্প্রতি সিনেট শুনানিতে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গরকে ঘিরে আলোচনার সময় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ‘বর্তমানে বিশ্বে যে কয়টি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের গভীর সম্পর্ক রয়েছে, ভারত তাদের মধ্যে অন্যতম প্রধান।’

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
৩ মিনিট আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
১৩ মিনিট আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
৪ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
৬ ঘণ্টা আগে