
আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালের রিমান্ডের মেয়াদ প্রথম দফায় আরও চার দিন বাড়িয়েছেন ভারতের একটি আদালত। আজ বৃহস্পতিবার দিল্লির একটি আদালত তাঁর রিমান্ডের মেয়াদ আগামী ১ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গত শুক্রবার কেজরিওয়ালকে আবগারি নীতি সম্পর্কিত দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছিল। পরে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ২৮ মার্চ পর্যন্ত তাঁর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে ইডি হেফাজতে পাঠিয়ে দেয়।
তবে ইডির তলব ও গ্রেপ্তার করা বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন কেজরিওয়াল। তাঁর সুর ধরে একই কথা জানিয়েছেন এএপি এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিরোধী জোট ‘ইন্ডিয়ার’ নেতারা। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ও তার রাজনৈতিক দল বিজেপি এই মামলার সঙ্গে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে বলেছে, আইন প্রয়োগকারী সংস্থাগুলো স্বাধীনভাবে তাদের কাজ করছে।
কেজরিওয়ালকে গ্রেপ্তারের আগে থেকেই আম আদমি পার্টির প্রথম সারির বেশির ভাগ নেতাই আছেন কারাগারে।
আজ আদালতের বাইরে সাংবাদিকদের কাছে ইডির হাতে গ্রেপ্তার হওয়া নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। মানুষ এর জবাব দেবে।’
ইডির আইনজীবীরা আদালতকে বলেন, কেজরিওয়াল ইচ্ছাকৃতভাবেই তদন্তে অসহযোগিতা করছেন। তাই তাঁকে আরও সাত দিন রিমান্ডে রাখা প্রয়োজন।
কেজরিওয়ালের মুক্তির দাবিতে গত মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করতে যান আম আদমি পার্টির সমর্থকেরা। সে সময় কয়েক ডজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। আজও দিল্লির একটি মেট্রোস্টেশনের বাইরে যাত্রীদের কাছে লিফলেট বিতরণের সময় কয়েকজন এএপি কর্মীকে আটক করে পুলিশ।
ভারতের বার্তা সংস্থা এএনআইকে আম আদমি পার্টির এক বিক্ষোভকারী বলেছেন, ‘এখন আমাদের নির্বাচনী প্রচারণা চালানোর সময়। আর এ সময়ে আমাদের নেতাদের গ্রেপ্তার করে জেলে পাঠানো হচ্ছে। আমাদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তবে কেউই আমাদের বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না।’
দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামী রোববার রাজধানী নয়াদিল্লিতে এএপিসহ দুই ডজনেরও বেশি রাজনৈতিক দলের সমন্বয়ে গড়া বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের একটি যৌথ সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালের রিমান্ডের মেয়াদ প্রথম দফায় আরও চার দিন বাড়িয়েছেন ভারতের একটি আদালত। আজ বৃহস্পতিবার দিল্লির একটি আদালত তাঁর রিমান্ডের মেয়াদ আগামী ১ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গত শুক্রবার কেজরিওয়ালকে আবগারি নীতি সম্পর্কিত দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছিল। পরে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ২৮ মার্চ পর্যন্ত তাঁর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে ইডি হেফাজতে পাঠিয়ে দেয়।
তবে ইডির তলব ও গ্রেপ্তার করা বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন কেজরিওয়াল। তাঁর সুর ধরে একই কথা জানিয়েছেন এএপি এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিরোধী জোট ‘ইন্ডিয়ার’ নেতারা। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ও তার রাজনৈতিক দল বিজেপি এই মামলার সঙ্গে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে বলেছে, আইন প্রয়োগকারী সংস্থাগুলো স্বাধীনভাবে তাদের কাজ করছে।
কেজরিওয়ালকে গ্রেপ্তারের আগে থেকেই আম আদমি পার্টির প্রথম সারির বেশির ভাগ নেতাই আছেন কারাগারে।
আজ আদালতের বাইরে সাংবাদিকদের কাছে ইডির হাতে গ্রেপ্তার হওয়া নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। মানুষ এর জবাব দেবে।’
ইডির আইনজীবীরা আদালতকে বলেন, কেজরিওয়াল ইচ্ছাকৃতভাবেই তদন্তে অসহযোগিতা করছেন। তাই তাঁকে আরও সাত দিন রিমান্ডে রাখা প্রয়োজন।
কেজরিওয়ালের মুক্তির দাবিতে গত মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করতে যান আম আদমি পার্টির সমর্থকেরা। সে সময় কয়েক ডজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। আজও দিল্লির একটি মেট্রোস্টেশনের বাইরে যাত্রীদের কাছে লিফলেট বিতরণের সময় কয়েকজন এএপি কর্মীকে আটক করে পুলিশ।
ভারতের বার্তা সংস্থা এএনআইকে আম আদমি পার্টির এক বিক্ষোভকারী বলেছেন, ‘এখন আমাদের নির্বাচনী প্রচারণা চালানোর সময়। আর এ সময়ে আমাদের নেতাদের গ্রেপ্তার করে জেলে পাঠানো হচ্ছে। আমাদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তবে কেউই আমাদের বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না।’
দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামী রোববার রাজধানী নয়াদিল্লিতে এএপিসহ দুই ডজনেরও বেশি রাজনৈতিক দলের সমন্বয়ে গড়া বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের একটি যৌথ সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৯ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৩৭ মিনিট আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে