
নয়াদিল্লি: করোনা বিপর্যয়ের মধ্যেই নতুন জীবাণু ‘ব্ল্যাক ফাঙ্গাস’ আতঙ্কে কাঁপছে ভারত। দেশটির মহারাষ্ট্র রাজ্যে এ পর্যন্ত ছত্রাকটিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫০০ জন, এর মধ্যে মারা গেছেন ৯০ জন। এটি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। রয়েছে ওষুধের সঙ্কটও। এমন পরিস্থিতিতে ভারতের প্রত্যেকটি রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণকে মহামারি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণকে ‘মহামারি রোগ আইন’ অনুযায়ী মহামারি ঘোষণা করার জন্য চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। চিঠিতে ব্ল্যাক ফাঙ্গাস রোগে আক্রান্তের খবর পাওয়া গেলে সেটি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাৎক্ষণিক জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব লব আগরওয়াল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, মিউকরমাইকোসিসের (ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ) শনাক্তকরণ, নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশিকা সব সরকারি, বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজকে মেনে চলতে হবে। এই ব্ল্যাক ফাঙ্গাস কোভিড রোগীদের দীর্ঘস্থায়ী অসুস্থতা ও মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে।
ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন, কোভিড পজিটিভ রোগীদের মধ্যে যাদের ডায়াবেটিস রয়েছে তাঁদের এ রোগে সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি। করোনা রোগীর সেরে ওঠার পরে অনেকের দেহেই এই মিউকরমাইসিসিস বা ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ দেখা দিয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, ব্ল্যাক ফাঙ্গাস মুখে আক্রমণ করতে পারে। নাক, চোখ ও মস্তিষ্কেও সংক্রমণ ঘটতে পারে। এ সংক্রমণে মাথাব্যথা, এক নাক বন্ধ হয়ে যাওয়া, কাশির সাথে রক্ত, শ্বাসকষ্ট, মাথার এক পাশে ব্যথা, ফুলে যাওয়া, দাঁতে ব্যথাসহ নানা উপসর্গ দেখা দেয়। সংক্রমণে রোগী দৃষ্টিশক্তি হারাতে পারেন। এটি ফুসফুসেও ছড়িয়ে পড়তে পারে।
যারা ডায়াবেটিসে আক্রান্ত ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাঁদের কারো যদি সাইনাসের সমস্যা, এক নাক বন্ধ হয়ে যাওয়া, দাঁতে ব্যথা ও দাঁত ফাঁকা হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয় তাঁদের অবশ্যই চিকিৎসের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের নির্দেশের আগেই রাজস্থান ও তেলেঙ্গানা রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণকে মহামারি ঘোষণা করা হয়েছে।

নয়াদিল্লি: করোনা বিপর্যয়ের মধ্যেই নতুন জীবাণু ‘ব্ল্যাক ফাঙ্গাস’ আতঙ্কে কাঁপছে ভারত। দেশটির মহারাষ্ট্র রাজ্যে এ পর্যন্ত ছত্রাকটিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫০০ জন, এর মধ্যে মারা গেছেন ৯০ জন। এটি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। রয়েছে ওষুধের সঙ্কটও। এমন পরিস্থিতিতে ভারতের প্রত্যেকটি রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণকে মহামারি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণকে ‘মহামারি রোগ আইন’ অনুযায়ী মহামারি ঘোষণা করার জন্য চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। চিঠিতে ব্ল্যাক ফাঙ্গাস রোগে আক্রান্তের খবর পাওয়া গেলে সেটি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাৎক্ষণিক জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব লব আগরওয়াল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, মিউকরমাইকোসিসের (ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ) শনাক্তকরণ, নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশিকা সব সরকারি, বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজকে মেনে চলতে হবে। এই ব্ল্যাক ফাঙ্গাস কোভিড রোগীদের দীর্ঘস্থায়ী অসুস্থতা ও মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে।
ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন, কোভিড পজিটিভ রোগীদের মধ্যে যাদের ডায়াবেটিস রয়েছে তাঁদের এ রোগে সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি। করোনা রোগীর সেরে ওঠার পরে অনেকের দেহেই এই মিউকরমাইসিসিস বা ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ দেখা দিয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, ব্ল্যাক ফাঙ্গাস মুখে আক্রমণ করতে পারে। নাক, চোখ ও মস্তিষ্কেও সংক্রমণ ঘটতে পারে। এ সংক্রমণে মাথাব্যথা, এক নাক বন্ধ হয়ে যাওয়া, কাশির সাথে রক্ত, শ্বাসকষ্ট, মাথার এক পাশে ব্যথা, ফুলে যাওয়া, দাঁতে ব্যথাসহ নানা উপসর্গ দেখা দেয়। সংক্রমণে রোগী দৃষ্টিশক্তি হারাতে পারেন। এটি ফুসফুসেও ছড়িয়ে পড়তে পারে।
যারা ডায়াবেটিসে আক্রান্ত ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাঁদের কারো যদি সাইনাসের সমস্যা, এক নাক বন্ধ হয়ে যাওয়া, দাঁতে ব্যথা ও দাঁত ফাঁকা হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয় তাঁদের অবশ্যই চিকিৎসের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের নির্দেশের আগেই রাজস্থান ও তেলেঙ্গানা রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণকে মহামারি ঘোষণা করা হয়েছে।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
৪ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
৫ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
৫ ঘণ্টা আগে