কলকাতা প্রতিনিধি

উত্তর প্রদেশে গাড়িচাপায় আটজনের মৃত্যুকে ঘিরে গোটা ভারত উত্তাল হলেও ঔদ্ধত্য কমেনি শাসক দল বিজেপির। এবার হরিয়ানায় কৃষকদের অবরোধ চলাকালে তার ওপর দিয়েই গাড়িবহর চালিয়ে নিয়ে গেছেন বিজেপির সাংসদ নায়েব সাইনি। এ ঘটনায় একজন গুরুতর আহতও হয়েছেন।
এদিকে উত্তর প্রদেশে গাড়িচাপার ঘটনা নিয়ে সামাজিক গণমাধ্যমে দলের বিরুদ্ধে মুখ খোলায় বিজেপির সাংসদ বরুণ গান্ধী ও তাঁর মা সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিজেপি। তবে বিজেপির এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিপরীতে কড়া অবস্থান নিচ্ছেন ভারতের সুপ্রিম কোর্ট।
গতকাল প্রধান বিচারপতি এনভি রামানার ডিভিশন বেঞ্চ উত্তর প্রদেশ সরকারের কাছে জানতে চেয়েছেন, লখিমপুর-খেরির ঘটনায় এখনো পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? শুক্রবারের (আজ) মধ্যে উত্তর প্রদেশ সরকারকে হলফনামা দিয়ে এই তথ্য জানানোর নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে ৪ কৃষক ও এক সাংবাদিকসহ ৮ জনের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার কী ব্যবস্থা নিয়েছে সেটাও জানতে চেয়েছেন আদালত।
কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি তুলে দেওয়া থেকে শুরু করে কৃষক স্বার্থবিরোধী তিনটি কৃষি আইনের প্রতিবাদে ভারতে দশ মাস ধরে চলছে কৃষক আন্দোলন। গত রোববার উত্তর প্রদেশের লখিমপুর-খেরিতে কৃষকদের অবরোধের ওপর দিয়ে গাড়িবহর চালিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র। ৪ কৃষক, এক সাংবাদিকসহ ৮ জন মারা যান। অভিযোগ, ঘাতক গাড়িটি চালাচ্ছিলেন তাঁর ছেলে আশিস। প্রতিমন্ত্রী এ অভিযোগ অস্বীকার করেছেন।
এ ঘটনার মধ্য দিয়ে উত্তর প্রদেশে বিধানসভা ভোটের আগে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি আইনি ঝামেলাতেও জড়িয়ে পড়ল বিজেপি। ইতিমধ্যেই ভারতের বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল গাড়িচাপা কাণ্ড নিয়ে পথে নেমেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদরা প্রতিমন্ত্রীর ছেলের গ্রেপ্তারের দাবি তুলে আন্দোলনে নেমেছেন। প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার করায় বাড়তি প্রচার পায় কংগ্রেস। বিজেপির চিন্তা আরও বাড়িয়ে দেন রাহুল-প্রিয়াঙ্কার চাচাতো ভাই, বিজেপি সাংসদ বরুণ গান্ধী।

উত্তর প্রদেশে গাড়িচাপায় আটজনের মৃত্যুকে ঘিরে গোটা ভারত উত্তাল হলেও ঔদ্ধত্য কমেনি শাসক দল বিজেপির। এবার হরিয়ানায় কৃষকদের অবরোধ চলাকালে তার ওপর দিয়েই গাড়িবহর চালিয়ে নিয়ে গেছেন বিজেপির সাংসদ নায়েব সাইনি। এ ঘটনায় একজন গুরুতর আহতও হয়েছেন।
এদিকে উত্তর প্রদেশে গাড়িচাপার ঘটনা নিয়ে সামাজিক গণমাধ্যমে দলের বিরুদ্ধে মুখ খোলায় বিজেপির সাংসদ বরুণ গান্ধী ও তাঁর মা সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিজেপি। তবে বিজেপির এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিপরীতে কড়া অবস্থান নিচ্ছেন ভারতের সুপ্রিম কোর্ট।
গতকাল প্রধান বিচারপতি এনভি রামানার ডিভিশন বেঞ্চ উত্তর প্রদেশ সরকারের কাছে জানতে চেয়েছেন, লখিমপুর-খেরির ঘটনায় এখনো পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? শুক্রবারের (আজ) মধ্যে উত্তর প্রদেশ সরকারকে হলফনামা দিয়ে এই তথ্য জানানোর নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে ৪ কৃষক ও এক সাংবাদিকসহ ৮ জনের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার কী ব্যবস্থা নিয়েছে সেটাও জানতে চেয়েছেন আদালত।
কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি তুলে দেওয়া থেকে শুরু করে কৃষক স্বার্থবিরোধী তিনটি কৃষি আইনের প্রতিবাদে ভারতে দশ মাস ধরে চলছে কৃষক আন্দোলন। গত রোববার উত্তর প্রদেশের লখিমপুর-খেরিতে কৃষকদের অবরোধের ওপর দিয়ে গাড়িবহর চালিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র। ৪ কৃষক, এক সাংবাদিকসহ ৮ জন মারা যান। অভিযোগ, ঘাতক গাড়িটি চালাচ্ছিলেন তাঁর ছেলে আশিস। প্রতিমন্ত্রী এ অভিযোগ অস্বীকার করেছেন।
এ ঘটনার মধ্য দিয়ে উত্তর প্রদেশে বিধানসভা ভোটের আগে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি আইনি ঝামেলাতেও জড়িয়ে পড়ল বিজেপি। ইতিমধ্যেই ভারতের বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল গাড়িচাপা কাণ্ড নিয়ে পথে নেমেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদরা প্রতিমন্ত্রীর ছেলের গ্রেপ্তারের দাবি তুলে আন্দোলনে নেমেছেন। প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার করায় বাড়তি প্রচার পায় কংগ্রেস। বিজেপির চিন্তা আরও বাড়িয়ে দেন রাহুল-প্রিয়াঙ্কার চাচাতো ভাই, বিজেপি সাংসদ বরুণ গান্ধী।

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
২ ঘণ্টা আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে