অনলাইন ডেস্ক
ইউক্রেনে অবস্থিত ‘কুসুম ফার্মাসিউটিক্যালস’ নামে একটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে কিছু ভিডিও ও ছবি শেয়ার করে এমন অভিযোগ করে ভারতে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাস। ইউক্রেনীয় দূতাবাসের অভিযোগ, রাশিয়া ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ ভারতীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দূতাবাস এক বিবৃতিতে বলেছে, আজ একটি রুশ ক্ষেপণাস্ত্র ইউক্রেনে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি ‘কুসুম ফার্মাসিউটিক্যালস’-এর গুদামে আঘাত হেনেছে। ভারতের সঙ্গে ‘বিশেষ বন্ধুত্ব’ রয়েছে, মস্কো এমন দাবি করলেও ইচ্ছাকৃতভাবে তারা ভারতীয় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। যার ফলে শিশু ও বয়স্কদের জন্য প্রয়োজনীয় ওষুধ ধ্বংস হয়ে গেছে।
অন্যদিকে ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিসও এ অভিযোগ করেছেন। তিনি জানান, রুশ হামলায় একটি বড় ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস হয়েছে। তবে তিনি বলেছেন, এই হামলা মিসাইল নয়, রাশিয়ান ড্রোন দ্বারা পরিচালিত হয়েছে।
এক্সের এক পোস্টে মার্টিন হ্যারিস বলেছেন, ‘আজ সকালে রুশ ড্রোন কিয়েভের একটি প্রধান ওষুধ কোম্পানির গুদাম সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। এখানে থাকা বয়স্ক ও শিশুদের প্রয়োজনীয় ওষুধের মজুত পুড়ে ছাই হয়ে গেছে। ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।’
মার্টিন হ্যারিস একটি ছবিও পোস্ট করেছেন, যেখানে গুদাম বলে মনে হওয়া কাঠামো থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে এবং পাশে একটি অগ্নিনির্বাপক গাড়িও দেখা গেছে।
ইউক্রেনে অবস্থিত ‘কুসুম ফার্মাসিউটিক্যালস’ নামে একটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে কিছু ভিডিও ও ছবি শেয়ার করে এমন অভিযোগ করে ভারতে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাস। ইউক্রেনীয় দূতাবাসের অভিযোগ, রাশিয়া ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ ভারতীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দূতাবাস এক বিবৃতিতে বলেছে, আজ একটি রুশ ক্ষেপণাস্ত্র ইউক্রেনে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি ‘কুসুম ফার্মাসিউটিক্যালস’-এর গুদামে আঘাত হেনেছে। ভারতের সঙ্গে ‘বিশেষ বন্ধুত্ব’ রয়েছে, মস্কো এমন দাবি করলেও ইচ্ছাকৃতভাবে তারা ভারতীয় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। যার ফলে শিশু ও বয়স্কদের জন্য প্রয়োজনীয় ওষুধ ধ্বংস হয়ে গেছে।
অন্যদিকে ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিসও এ অভিযোগ করেছেন। তিনি জানান, রুশ হামলায় একটি বড় ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস হয়েছে। তবে তিনি বলেছেন, এই হামলা মিসাইল নয়, রাশিয়ান ড্রোন দ্বারা পরিচালিত হয়েছে।
এক্সের এক পোস্টে মার্টিন হ্যারিস বলেছেন, ‘আজ সকালে রুশ ড্রোন কিয়েভের একটি প্রধান ওষুধ কোম্পানির গুদাম সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। এখানে থাকা বয়স্ক ও শিশুদের প্রয়োজনীয় ওষুধের মজুত পুড়ে ছাই হয়ে গেছে। ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।’
মার্টিন হ্যারিস একটি ছবিও পোস্ট করেছেন, যেখানে গুদাম বলে মনে হওয়া কাঠামো থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে এবং পাশে একটি অগ্নিনির্বাপক গাড়িও দেখা গেছে।
ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সতর্ক করেছেন, ভারত-যুক্তরাষ্ট্র একত্রে কাজ না করলে ২১ শতক হতে পারে ‘মানবজাতির জন্য চরম অন্ধকারময়’। জয়পুরে এক বক্তৃতায় তিনি বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি এবং প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা কর
৩ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অসংখ্য। হতাহতের শিকার পর্যটকেরা কাশ্মীরের পহেলগামে ভ্রমণ করছিলেন।
৩ ঘণ্টা আগেক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং লেবাননের রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লাহ। দুই সংগঠনই তাঁর আন্তধর্মীয় সংলাপ ও মানবিক মূল্যবোধ রক্ষার প্রচেষ্টার প্রশংসা করে বিবৃতি দিয়েছে।
৪ ঘণ্টা আগেইকুয়েডরের একটি প্রত্যন্ত আমাজনীয় গ্রামে এক ব্রিটিশ নাগরিককে গণপিটুনি দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহত ওই ব্যক্তি স্থানীয় একজনকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের হেফাজতে ছিলেন।
৪ ঘণ্টা আগে