
কৃষ্ণ নদের পানি নিয়ে ভারতের তেলেঙ্গানা ও অন্ধ্র প্রদেশ রাজ্যের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। বেআইনি সেচ প্রকল্প ও জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে এই বিরোধ। উভয় পক্ষ কৃষ্ণ নদে জলবিদ্যুৎ কেন্দ্রের নিজ নিজ অংশে কয়েক শ পুলিশ সদস্য মোতায়েন করেছে।
উত্তেজনার শুরু মূলত গত বুধবার। এদিন তেলেঙ্গানা রাজ্য সরকার পুলিচিন্তলা, শ্রীসাইলাম ও নাগার্জুন সাগরের প্রকল্পে বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করে। প্রকল্প এলাকায় সাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এরপর দুই রাজ্যই নিরাপত্তার কথা বলে নিজ নিজ সীমানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। নিজেদের কর্মী ছাড়া রাজ্যের বাইরের কাউকে এলাকায় ঢুকতে দিচ্ছে না তেলেঙ্গানার পুলিশ। তারা নাগার্জুন সাগর সেতুতে কঠোর পাহারা বসিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছে। পুলিশের দেড় শতাধিক কর্মীকে নাগার্জুন সাগরে মোতায়েন করা হয়েছে। পুলিচিন্তলায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত শতাধিক পুলিশ। অন্ধ্র প্রদেশও তাদের সীমানায় শতাধিক পুলিশ মোতায়েন করেছে।
তেলেঙ্গানা পুলিশ অন্ধ্র প্রদেশের কয়েকজন কর্মকর্তাকে প্রবেশেও বাধা দেয়। অন্ধ্র প্রদেশের গান্টুরের রাজস্ব এবং সেচ কর্মকর্তাদের সীমান্তবর্তী মাচেরলাতে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাঁরা পুলিচিন্তলা ও নাগার্জুন সাগরে জলবিদ্যুৎ ইউনিট বন্ধের আহ্বান জানিয়ে একটি চিঠি দিতে তেলেঙ্গানার গেনকো যাওয়ার অনুমতি চেয়েছিলেন। পরে কড়া নিরাপত্তার মধ্যে অন্ধ্র প্রদেশের পুলিচিন্তলার প্রধান প্রকৌশলী রমেশ বাবু ওপারে গিয়ে একটি স্মারকলিপি দিয়ে আসেন।
কৃষ্ণ নদের পানির অধিকার নিয়ে এই দুই রাজ্যের বিরোধ বেশ পুরোনো। এ নিয়ে তৃতীয়বারের মতো দুই রাজ্যের মধ্যে বিরোধ তীব্র হলো। এর আগে ২০১৫ ও ২০১৭ সালেও নদের পানি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষ পুলিশ মোতায়েন করেছিল। ২০১৭ সালে দুই রাজ্যই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিল।
অন্ধ্র প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে লেখা এক চিঠিতে বিষয়টি সমাধানের অনুরোধ জানিয়েছেন। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, তেলেঙ্গানা বেআইনিভাবে কৃষ্ণ নদের পানি দখলে নিতে চাইছে।

কৃষ্ণ নদের পানি নিয়ে ভারতের তেলেঙ্গানা ও অন্ধ্র প্রদেশ রাজ্যের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। বেআইনি সেচ প্রকল্প ও জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে এই বিরোধ। উভয় পক্ষ কৃষ্ণ নদে জলবিদ্যুৎ কেন্দ্রের নিজ নিজ অংশে কয়েক শ পুলিশ সদস্য মোতায়েন করেছে।
উত্তেজনার শুরু মূলত গত বুধবার। এদিন তেলেঙ্গানা রাজ্য সরকার পুলিচিন্তলা, শ্রীসাইলাম ও নাগার্জুন সাগরের প্রকল্পে বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করে। প্রকল্প এলাকায় সাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এরপর দুই রাজ্যই নিরাপত্তার কথা বলে নিজ নিজ সীমানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। নিজেদের কর্মী ছাড়া রাজ্যের বাইরের কাউকে এলাকায় ঢুকতে দিচ্ছে না তেলেঙ্গানার পুলিশ। তারা নাগার্জুন সাগর সেতুতে কঠোর পাহারা বসিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছে। পুলিশের দেড় শতাধিক কর্মীকে নাগার্জুন সাগরে মোতায়েন করা হয়েছে। পুলিচিন্তলায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত শতাধিক পুলিশ। অন্ধ্র প্রদেশও তাদের সীমানায় শতাধিক পুলিশ মোতায়েন করেছে।
তেলেঙ্গানা পুলিশ অন্ধ্র প্রদেশের কয়েকজন কর্মকর্তাকে প্রবেশেও বাধা দেয়। অন্ধ্র প্রদেশের গান্টুরের রাজস্ব এবং সেচ কর্মকর্তাদের সীমান্তবর্তী মাচেরলাতে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাঁরা পুলিচিন্তলা ও নাগার্জুন সাগরে জলবিদ্যুৎ ইউনিট বন্ধের আহ্বান জানিয়ে একটি চিঠি দিতে তেলেঙ্গানার গেনকো যাওয়ার অনুমতি চেয়েছিলেন। পরে কড়া নিরাপত্তার মধ্যে অন্ধ্র প্রদেশের পুলিচিন্তলার প্রধান প্রকৌশলী রমেশ বাবু ওপারে গিয়ে একটি স্মারকলিপি দিয়ে আসেন।
কৃষ্ণ নদের পানির অধিকার নিয়ে এই দুই রাজ্যের বিরোধ বেশ পুরোনো। এ নিয়ে তৃতীয়বারের মতো দুই রাজ্যের মধ্যে বিরোধ তীব্র হলো। এর আগে ২০১৫ ও ২০১৭ সালেও নদের পানি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষ পুলিশ মোতায়েন করেছিল। ২০১৭ সালে দুই রাজ্যই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিল।
অন্ধ্র প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে লেখা এক চিঠিতে বিষয়টি সমাধানের অনুরোধ জানিয়েছেন। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, তেলেঙ্গানা বেআইনিভাবে কৃষ্ণ নদের পানি দখলে নিতে চাইছে।

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
৬ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
৯ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
১০ ঘণ্টা আগে