Ajker Patrika

প্রিন্স অ্যান্ডুর বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা

প্রিন্স অ্যান্ডুর বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের দ্বিতীয় সন্তান প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা হয়েছে। সোমবার ভার্জিনিয়া জিউফ্রে নামের যুক্তরাষ্ট্রের এক নারী ম্যানহাটনের ডিস্ট্রিক্ট কোর্টে নারী শিশু নির্যাতন বিরোধী আইনে এ মামলা করেছেন।

তবে প্রিন্স অ্যান্ডু বরাবরের মতো এবারও যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন।

ভার্জিনিয়া জিউফ্রে বলেন, 'দুই দশক আগে মাত্র ১৭ বছরে বয়সে প্রিন্স অ্যান্ডুর সঙ্গে যৌন সম্পর্ক করার জন্য আমাকে লন্ডনে পাচার করে আনা হয়। শুধু লন্ডনে নয়, নিউইয়র্কেও অ্যান্ড্রু আমাকে যৌন নির্যাতন করেছেন। আমি এ ঘটনার ন্যায় বিচার চাই।'

প্রসঙ্গত, সাজাপ্রাপ্ত যৌন অপরাধী এপস্টেইনের বিরুদ্ধেও যৌন হয়রানির অভিযোগ করেন ভার্জিনিয়া জিউফ্রে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...