
আটলান্টিক মহাসাগরের তীরবর্তী দেশগুলোর সামরিক জোট ন্যাটোর পরামর্শ অনুসারে সামরিক বাজেট বাড়ানোর কথা ভাবছিল জার্মানি। এ লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবকে চূড়ান্ত করার কথা ভাবছিল দেশটি। কিন্তু শেষ মুহূর্তে এসে ন্যাটোর পরামর্শকে আমলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ন্যাটোর পরামর্শ অনুসারে দেশের সামরিক বাজেট প্রতিবছর জিডিপির ২ শতাংশ করার কথা ভাবছিল বার্লিন। এ লক্ষ্যে বিষয়টিকে আইনগত বৈধতা দিতে আইন পাশের কথাও ভাবছিলেন জার্মানির আইনপ্রণেতারা। কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে সেই অবস্থান থেকে পিছিয়ে গেছে দেশটি।
জার্মানির এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, জার্মানির অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডার এ বিষয়ে একটি খসড়া আইন প্রস্তুত করেছিলেন। কিন্তু খসড়াটি পার্লামেন্টে পেশ করার ঠিক আগে মন্ত্রিসভা সেই খসড়া আইন থেকে সামরিক বাজেট বাড়ানোর ধারাটি বাতিল করে। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, প্রতিবছর ২ শতাংশ ব্যয় করার বদলে প্রতি পাঁচ বছরে গড়ে সামরিক খাতে জিডিপির ২ শতাংশ ব্যয় করা হবে, যা সম্প্রতি প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে নির্ধারণ করা হয়েছে।
মূলত জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক ও তাঁর মন্ত্রণালয় প্রতিবছর জিডিপির ২ শতাংশ হারে ব্যয়ের বিষয়টিকে আইনে পরিণতের বিরোধিতা করেন। তবে জার্মান সরকার এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
উল্লেখ্য, রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন পর নতুন জাতীয় নিরাপত্তা কৌশলপত্র ‘যাইতেনভেন্দে’ ঘোষণা করেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ। সে সময় তিনি বলেছিলেন, এখন থেকে বছরের পর বছর ধরে জার্মানি প্রতিবছর জিডিপির ২ শতাংশ হারে প্রতিরক্ষা খাতে ব্যয় করবে।

আটলান্টিক মহাসাগরের তীরবর্তী দেশগুলোর সামরিক জোট ন্যাটোর পরামর্শ অনুসারে সামরিক বাজেট বাড়ানোর কথা ভাবছিল জার্মানি। এ লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবকে চূড়ান্ত করার কথা ভাবছিল দেশটি। কিন্তু শেষ মুহূর্তে এসে ন্যাটোর পরামর্শকে আমলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ন্যাটোর পরামর্শ অনুসারে দেশের সামরিক বাজেট প্রতিবছর জিডিপির ২ শতাংশ করার কথা ভাবছিল বার্লিন। এ লক্ষ্যে বিষয়টিকে আইনগত বৈধতা দিতে আইন পাশের কথাও ভাবছিলেন জার্মানির আইনপ্রণেতারা। কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে সেই অবস্থান থেকে পিছিয়ে গেছে দেশটি।
জার্মানির এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, জার্মানির অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডার এ বিষয়ে একটি খসড়া আইন প্রস্তুত করেছিলেন। কিন্তু খসড়াটি পার্লামেন্টে পেশ করার ঠিক আগে মন্ত্রিসভা সেই খসড়া আইন থেকে সামরিক বাজেট বাড়ানোর ধারাটি বাতিল করে। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, প্রতিবছর ২ শতাংশ ব্যয় করার বদলে প্রতি পাঁচ বছরে গড়ে সামরিক খাতে জিডিপির ২ শতাংশ ব্যয় করা হবে, যা সম্প্রতি প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে নির্ধারণ করা হয়েছে।
মূলত জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক ও তাঁর মন্ত্রণালয় প্রতিবছর জিডিপির ২ শতাংশ হারে ব্যয়ের বিষয়টিকে আইনে পরিণতের বিরোধিতা করেন। তবে জার্মান সরকার এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
উল্লেখ্য, রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন পর নতুন জাতীয় নিরাপত্তা কৌশলপত্র ‘যাইতেনভেন্দে’ ঘোষণা করেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ। সে সময় তিনি বলেছিলেন, এখন থেকে বছরের পর বছর ধরে জার্মানি প্রতিবছর জিডিপির ২ শতাংশ হারে প্রতিরক্ষা খাতে ব্যয় করবে।

গাজায় ভয়াবহ শীতকালীন ঝড়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসে পড়ে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া, প্রচন্ড ঠান্ডায় প্রাণ হারিয়েছে আরও অন্তত ৬ শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা ও তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন। একই সঙ্গে তেহরানের দমনপীড়নের মুখে বিক্ষোভকারীদের ‘আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নিন’ বলে আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের ‘আশ্বাস দিয়ে’ বলেছেন, ‘সাহায্য আসছে।’
১ ঘণ্টা আগে
মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
১০ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে