আজকের পত্রিকা ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল বুধবার ইসরায়েল-ইরানের মধ্যকার চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, মস্কো এমন একটি সমাধানের পথ খুঁজে পেতে সাহায্য করতে পারে, যাতে তেহরান শান্তিপূর্ণভাবে পারমাণবিক কর্মসূচি চালাতে পারে এবং সেই সঙ্গে ইসরায়েলের নিরাপত্তার উদ্বেগও দূর করা যায়।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, ‘এটা খুবই সংবেদনশীল বিষয়।’ তবে তিনি আরও বলেন, ‘আমার দৃষ্টিতে এর একটা সমাধান অবশ্যই খুঁজে বের করা সম্ভব।’
যখন পুতিনকে জিজ্ঞেস করা হয়, যদি ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করে, তখন রাশিয়া কী প্রতিক্রিয়া দেখাবে—তখন পুতিন এমন প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘আমি এমন সম্ভাবনা নিয়েও আলোচনা করতে চাই না।’
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সংঘাত থামানোর আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েলের হামলা চলতে থাকলে এবং আমেরিকা সামরিকভাবে জড়িয়ে পড়লে তাদের জন্য ‘চরম ক্ষতির কারণ’ হবে।
পুতিন বলেন, রাশিয়া তার প্রস্তাবগুলো ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র—তিন পক্ষকেই জানিয়েছে। তিনি বলেন, ‘আমরা কাউকে কিছু চাপিয়ে দিচ্ছি না। আমরা শুধু বলছি, আমরা কীভাবে একটি সম্ভাব্য সমাধান দেখি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই ওই দেশগুলোর রাজনৈতিক নেতৃত্বের, বিশেষ করে ইরান ও ইসরায়েলের।’
গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে রাশিয়া একধরনের সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখে চলেছে। একদিকে ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক রেখেছে, অন্যদিকে ইরানের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করেছে। এই নীতিই এখন মস্কোকে মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ার সুযোগ এনে দিতে পারে।
পুতিনের মন্তব্য এমন এক সময়ে এল, যখন তিনি গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে এই মধ্যস্থতার প্রস্তাব দেন। তবে ট্রাম্প বুধবার পুতিনকে বলেন, আগে যেন রাশিয়া নিজ দেশের সমস্যা নিয়ে চিন্তা করে। ট্রাম্প বলেন, ‘আমি বলেছি, আমার একটা উপকার করো, তোমার নিজেরটা আগে মধ্যস্থতা করো। আমি বলেছি, ভ্লাদিমির, আগে রাশিয়ার বিষয়টা মেটাও। এরপর অন্য কিছু নিয়ে ভাবো।’
এই মন্তব্য ট্রাম্পের অবস্থানে একধরনের পরিবর্তন বোঝায়। এর আগে তিনি বলেছিলেন, মধ্যপ্রাচ্যে পুতিনের মধ্যস্থতা প্রস্তাবের ব্যাপারে তিনি ‘খোলা মনে’ আগ্রহী।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল বুধবার ইসরায়েল-ইরানের মধ্যকার চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, মস্কো এমন একটি সমাধানের পথ খুঁজে পেতে সাহায্য করতে পারে, যাতে তেহরান শান্তিপূর্ণভাবে পারমাণবিক কর্মসূচি চালাতে পারে এবং সেই সঙ্গে ইসরায়েলের নিরাপত্তার উদ্বেগও দূর করা যায়।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, ‘এটা খুবই সংবেদনশীল বিষয়।’ তবে তিনি আরও বলেন, ‘আমার দৃষ্টিতে এর একটা সমাধান অবশ্যই খুঁজে বের করা সম্ভব।’
যখন পুতিনকে জিজ্ঞেস করা হয়, যদি ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করে, তখন রাশিয়া কী প্রতিক্রিয়া দেখাবে—তখন পুতিন এমন প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘আমি এমন সম্ভাবনা নিয়েও আলোচনা করতে চাই না।’
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সংঘাত থামানোর আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েলের হামলা চলতে থাকলে এবং আমেরিকা সামরিকভাবে জড়িয়ে পড়লে তাদের জন্য ‘চরম ক্ষতির কারণ’ হবে।
পুতিন বলেন, রাশিয়া তার প্রস্তাবগুলো ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র—তিন পক্ষকেই জানিয়েছে। তিনি বলেন, ‘আমরা কাউকে কিছু চাপিয়ে দিচ্ছি না। আমরা শুধু বলছি, আমরা কীভাবে একটি সম্ভাব্য সমাধান দেখি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই ওই দেশগুলোর রাজনৈতিক নেতৃত্বের, বিশেষ করে ইরান ও ইসরায়েলের।’
গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে রাশিয়া একধরনের সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখে চলেছে। একদিকে ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক রেখেছে, অন্যদিকে ইরানের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করেছে। এই নীতিই এখন মস্কোকে মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ার সুযোগ এনে দিতে পারে।
পুতিনের মন্তব্য এমন এক সময়ে এল, যখন তিনি গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে এই মধ্যস্থতার প্রস্তাব দেন। তবে ট্রাম্প বুধবার পুতিনকে বলেন, আগে যেন রাশিয়া নিজ দেশের সমস্যা নিয়ে চিন্তা করে। ট্রাম্প বলেন, ‘আমি বলেছি, আমার একটা উপকার করো, তোমার নিজেরটা আগে মধ্যস্থতা করো। আমি বলেছি, ভ্লাদিমির, আগে রাশিয়ার বিষয়টা মেটাও। এরপর অন্য কিছু নিয়ে ভাবো।’
এই মন্তব্য ট্রাম্পের অবস্থানে একধরনের পরিবর্তন বোঝায়। এর আগে তিনি বলেছিলেন, মধ্যপ্রাচ্যে পুতিনের মধ্যস্থতা প্রস্তাবের ব্যাপারে তিনি ‘খোলা মনে’ আগ্রহী।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
২ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৪ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৬ ঘণ্টা আগে