Ajker Patrika

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল রাশিয়া

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল রাশিয়া

রাশিয়ায় করোনায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৮১৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছেন ২২ হাজার ২৭৭ জন। এ নিয়ে রাশিয়ায় করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৮৬৪ জনে। যা ইউরোপে সর্বোচ্চ। মোট আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ৫৭ হাজার ৬৭৮। রাশিয়ার সংবাদমাধ্যম মস্কো টাইমস এ তথ্য জানিয়েছে। 

রাশিয়ায় করোনার ডেলটা ধরন ছড়িয়ে পড়ার পর অবস্থা আরও বেশি খারাপ হয়েছে। রাজধানী মস্কোসহ প্রায় পুরো দেশেই ডেলটার প্রকোপ বেড়েছে। রাশিয়ার পরিসংখ্যান সংস্থা রোস্টাটের ধারণা, গত জুন পর্যন্ত রাশিয়ায় করোনাভাইরাসের কারণে তিন লক্ষাধিক প্রাণহানি হয়েছে। 

উল্লেখ্য, করোনায় বিশ্বে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশের তালিকার চতুর্থস্থানে রয়েছে রাশিয়া। গত জুন থেকে দেশটিতে করোনার তৃতীয় ঢেউ শুরুর পর শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। 

দেশটির সরকারি তথ্য অনুয়ায়ী, গত শুক্রবার পর্যন্ত রাশিয়ার ১৪ কোটি ৬০ লাখ জনসংখ্যার মধ্যে ৩ কোটি জনগণকে পূর্ণ ডোজ টিকা দেওয়া হয়েছে। 

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৬৭৪ জন। এ পর্যন্ত মারা গেছেন ৪৩ লাখ ৫৩ হাজার ৮৩১ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮ কোটি ৫৩ লাখ ৮৮ হাজার ৫৯৪ জন।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত