Ajker Patrika

রাশিয়ায় মার্কিন সাংবাদিকের আটকাদেশের মেয়াদ বাড়ল

ডয়চে ভেলে
রাশিয়ায় মার্কিন সাংবাদিকের আটকাদেশের মেয়াদ বাড়ল

রাশিয়ায় চলতি বছরের মার্চে গোয়েন্দাগিরির অভিযোগে আটক করা হয় যুক্তরাষ্ট্রের সাংবাদিক ইভান গের্শকোভিচকে৷ মার্কিন এই সাংবাদিকের আটকাদেশর মেয়াদ আরও তিনমাস বাড়িয়েছে মস্কোর এক আদালত।

তবে ৩১ বছর বয়সি গের্শকোভিচকের এখনো বিচার শুরু হয়নি৷ মার্চে ইয়েকাতেরিনবুর্গ শহরে আটক হবার পর থেকেই তিনি কারাবন্দি৷ 

পুলিশের অভিযোগ, তিনি গোয়েন্দাগিরি করছিলেন৷ গের্শকোভিচ এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন৷ তার কর্মস্থল ওয়ালস্ট্রিট জার্নাল কর্তৃপক্ষও দাবি করেছে, তাদের হয়ে সাংবাদিকতা করতেই সেই শহরে গিয়েছিলেন গের্শকোভিচ৷

গতকাল বৃহস্পতিবার সাদা প্রিজন ভ্যানে করে মস্কোর লেফোটোভস্কি আদালতে নেওয়া হয় ইভান গের্শকোভিচকে৷ হাতকড়া পরানো হলেও জিন্সের প্যান্ট আর স্নিকার পরা অবস্থায় স্বাভাবিকই মনে হচ্ছিল তাকে৷ আদালত আটকাদেশের মেয়াদ আরও তিনমাস বাড়ানোয় আবার লেফোরটোভো কারাগারে নেওয়া হয়েছে গের্শকোভিচকে৷

লেফোরতোভো কারাগারে কয়েদিদের সঙ্গে অতি ‘রুক্ষ’ আচরণের কুখ্যাতি রয়েছে৷ সাবেক সোভিয়েত ইউনিয়ন আমলে গোয়েন্দা সংস্থা কেজিবি যাদের আটক করত, তাদের নেওয়া হতো এই কারাগারে৷

গের্শকোভিচের সঙ্গে অবশ্য এ পর্যন্ত কোনো অন্যায় আচরণের অভিযোগ ওঠেনি৷

এ মাসের শুরুতে রাশিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন ট্রেসি কারাগারে তার সঙ্গে দেখা করেন৷ আগের দুবারের মতো তৃতীয়বারের সাক্ষাৎ শেষেও তিনি জানান, গের্শকোভিচকে দেখে মনে হয়েছে স্বাস্থ্যের দিক থেকে তিনি ভালোই আছেন৷

গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে লেফোতোভস্কি আদালতের এক মুখপাত্র জানান, ইভান গের্শকোভিচের আটকাদেশ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে৷ তারপর রাশিয়ায় গোয়েন্দাগিরির অভিযোগ সত্যি কি না তা যাচাইয়ের জন্য শুনানি শুরু হতে পারে৷

যুক্তরাষ্ট্র মনে করে, গের্শকোভিচের বিরুদ্ধে গোয়েন্দাগিরির অভিযোগ তোলা মস্কোর ‘জিম্মি কূটনীতি'-র আরেক উদাহরণ৷ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক পেশাদার সাংবাদিককে এভাবে গোয়েন্দাগিরির অভিযোগে আটক করাকে শুরু থেকেই ‘পুরোপুরি অবৈধ’ বলছেন৷

রাশিয়ায় যুক্তরাষ্ট্রের কোনো সাংবাদিক আটক হওয়ার ঘটনা সর্বশেষ ঘটেছিল ১৯৮৬ সালে৷ তখন ইউএস নিউজের মস্কো প্রতিনিধি নিকোলাস ড্যানিলফকে আটক করেছিল কেজিবি৷ ড্যানিলফের বিরুদ্ধেও তোলা হয়েছিল গোয়েন্দাগিরির অভিযোগ৷

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত