Ajker Patrika

ইউরোপ–আমেরিকা রাশিয়ার সম্পদ ‘চুরি’ করতে চাচ্ছে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ৪৫
ইউরোপ–আমেরিকা রাশিয়ার সম্পদ ‘চুরি’ করতে চাচ্ছে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

রাশিয়ার শত শত কোটি ডলারের সম্পদ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজেয়াপ্ত করলে অত্যন্ত কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আজ মঙ্গলবার রাশিয়া এ হুঁশিয়ারি দিয়েছে।

২০২২ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এতে পশ্চিমে রাশিয়ার প্রায় ৩০ হাজার কোটি ডলার মূল্যের সম্পদ আটকা পড়ে আছে।

গতকাল সোমবার ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের জব্দ করা সম্পদের ওপর অর্জিত মুনাফা আলাদা করতে একটি আইন করে। এ আইনের মাধ্যমে ইউক্রেন পুনর্গঠনে এ অর্থ ব্যবহার করার লক্ষ্যের দিকে প্রথম দৃঢ় পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘এটা চুরি: এটি এমন কিছুর আত্মসাৎ করা যা আপনার নয়।’

জাখারোভা বলেন, ‘যদি মস্কোর মনে হয়, তারা চোরের মোকাবিলা করছে তবে এর প্রতিক্রিয়া “অত্যন্ত কঠোর” হবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের দেশ এটিকে (রাশিয়ার অর্থ আত্মসাৎ) চুরি হিসেবে চিহ্নিত করেছে। এ বিবেচনায় আমাদের ব্যবহারও চোরদের প্রতি যেমন হওয়ার তেমন হবে।’

রাশিয়া বলছে, দেশের সম্পত্তি বাজেয়াপ্ত করা হলে প্রতিক্রিয়া হিসেবে মার্কিন, ইউরোপীয় এবং অন্যান্য দেশের সম্পদ বাজেয়াপ্ত করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত