Ajker Patrika

যুদ্ধ এখন রাশিয়ার দিকে ফিরছে, মস্কোয় ড্রোন হামলার পর জেলেনস্কি 

আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১১: ৪০
যুদ্ধ এখন রাশিয়ার দিকে ফিরছে, মস্কোয় ড্রোন হামলার পর জেলেনস্কি 

রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধ রাশিয়ার ভূমিতে যাচ্ছে। দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে রাশিয়ার ভূমিতে হামলাকে ‘অবশ্যম্ভাবী, স্বাভাবিক ও ন্যায়সংগত’ বলেও আখ্যা দিয়েছেন তিনি। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তারা মস্কোর আকাশসীমায় ইউক্রেনের তিনটি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে দুটি ড্রোন অফিস ভবনে আঘাত হানে। 

মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন জানান, রাতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছিল। হামলায় দুটি অফিস ভবনের সামনের দিক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। 

ড্রোন হামলার পর মস্কোর ভিনুকোভা বিমানবন্দর বন্ধ রাখা হয়। সর্বশেষ এই ড্রোন হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে রাশিয়া। 

প্রসঙ্গত, রাশিয়ার রাজধানী মস্কোর অবস্থান ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে। ইউক্রেনে সংঘাত চলাকালে মস্কোতে হামলার ঘটনা খুবই বিরল, তবে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার শহরটিতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। 

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর ইভানো-ফ্রানকিভিস্ক থেকে রোববার এক ভিডিও বক্তব্যে জেলেনস্কি বলেন, ইউক্রেন ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। 

তিনি বলেন, ‘রাশিয়ার তথাকথিত ‘বিশেষ সামরিক অভিযানের’ আজ ৫২২ তম দিন। রাশিয়ার নেতৃত্ব ভেবেছিল তাদের সামরিক অভিযান কয়েক সপ্তাহেই সমাপ্ত হবে। তবে ধীরে ধীরে যুদ্ধ রাশিয়ার ভূমিতে যাচ্ছে। আর এটি অবশ্যম্ভাবী, স্বাভাবিক ও অত্যন্ত ন্যায়সংগত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

ট্রাম্পের বেপরোয়া ক্ষমতায় ওলট-পালট বিশ্ব, বন্ধু থেকে শত্রু আতঙ্কিত সবাই

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত