Ajker Patrika

এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে করোনায় লক্ষাধিক মৃত্যু ইন্দোনেশিয়ায়

এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে করোনায় লক্ষাধিক মৃত্যু ইন্দোনেশিয়ায়

করোনায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা লাখ ছাড়িয়েছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটিতে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৬৩৬ জনের। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩৫ লাখ ৩২ হাজার ৫৬৭ জন। 

এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়ায় করোনায় লক্ষাধিক প্রাণহানির ঘটনা ঘটল। এর আগে এশিয়ার প্রথম দেশ হিসেবে ভারতে করোনায় লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে। 

গত কয়েক সপ্তাহ ধরেই বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। গত ১৬ জুলাই থেকে দেশটিতে করোনায় প্রতিদিনই করোনায় হাজারের ওপর মানুষের মৃত্যু হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭৪৭ জন। আর আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৮৬৭ জন। 

প্রসঙ্গত, করোনা মহামারি শুরুর পর থেকে বিশ্বে এ পর্যন্ত ১২টি দেশে করোনায় লক্ষাধিক মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশগুলো হলো-যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, কলম্বিয়া, ইতালি, প্যারাগুয়ে ও মেক্সিকো। 

উল্লেখ্য, ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্ত হয়েছেন ২০ কোটি ৫ লাখ ৫ হাজার ১৪৪ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪২ লাখ ৬৩ হাজার ৮০০ জন। এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১৮ কোটি ৭ লাখ ১৩ হাজার ৪৮৬ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত