
বিশ্বে টার্কি পাখি বহুল পরিচিত। কিন্তু এই পাখিই এবার একটি দেশের নাম পরিবর্তনের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন থেকে টার্কি (Turkey) নয় বরং ‘তুর্কিয়ে’ ((Türkiye)) নামে জাতিসংঘে পরিচিতি পাবে দেশটি। তুরস্ক সরকারের পক্ষ থেকে জাতিসংঘে এই বিষয়ে অনুরোধ করা হলে জাতিসংঘ তুরস্কের এই নাম পরিবর্তনে সম্মত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।
তুরস্ককে বিশ্বের সামনে নতুন করে পরিচিত করাতে গত বছর দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান একটি ক্যাম্পেইন চালু করেছিলেন। সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে এই নাম পরিবর্তন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই জানিয়েছেন, জাতিসংঘের পর এবার অন্যান্য বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোকেও একই অনুরোধ করা হবে।
গত বছরের ডিসেম্বরে এক ভাষণে রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছিলেন, ‘তুর্কিয়ে শব্দটি দিয়েই তুরস্কবাসীর সংস্কৃতি, সভ্যতা এবং মূল্যবোধ প্রকাশিত হয় সবচেয়ে ভালোভাবে।’
এদিকে, জাতিসংঘ জানিয়েছে—তারা এই সপ্তাহেই তুরস্কের কাছ থেকে আনুষ্ঠানিক চিঠি পেয়েছে। শিগগিরই নাম পরিবর্তনের বিষয়ে উদ্যোগ নেবে।
তুরস্কের নাম পরিবর্তনের বিষয়ে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি গত বছরের শেষদিকে বিভিন্ন সময় বিষয়টি ব্যাখ্যা করেছে, কেন এই নাম পরিবর্তন জরুরি। সম্প্রচারমাধ্যমটি জানিয়েছে, এই নাম পরিবর্তন দেশটিকে ‘বিশ্বের সামনে নতুন করে পরিচিত’ করানোর পাশাপাশি আরও বেশ কয়েকটি কারণে জরুরি। এর মধ্যে, একটি হলো—পশ্চিমা বিশ্বে বিশেষ ক্রিসমাস, নববর্ষ এবং থ্যাংকসগিভিং উৎসবের সময় ঐতিহ্যগতভাবে টার্কি মুরগির মাংস খাওয়া হয়। সেই জায়গা থেকেও টার্কির নাম পরিবর্তন জরুরি।
টিআরটি আরও জানিয়েছিল—ইংরেজি ভাষার অভিধান ক্যামব্রিজ ডিকশনারিতে টার্কি বলতে ‘ব্যর্থ’ বা ‘বেকুব ব্যক্তি’ কে নির্দেশ করা হয়।
এই ক্যাম্পেইনের আওতায় তুরস্কে উৎপাদিত সব পণ্যেই ‘মেড ইন তুর্কিয়ে’ লেখা থাকবে। দেশটির পর্যটন খাতে স্লোগান হিসেবে ব্যবহার করা হবে, ‘হ্যালো তুর্কিয়ে’।
তবে বিশ্বে দেশের এমন নাম পরিবর্তন কোনো নতুন বিষয় নয়। সর্বশেষ ২০২০ সালে হল্যান্ড নিজেদের নাম বদলে রাখে দ্য নেদারল্যান্ডস। এরও আগে, মেসিডোনিয়া নাম বদলে রাখে নর্থ মেসিডোনিয়া, বতসোয়ানা নাম বদলে রাখে কিংডম অব ইসওয়াতিনি। তারও আগে, ইতিহাসে আজকের ইরান পরিচিত ছিল পারস্য নামে, থাইল্যান্ডের নাম ছিল শ্যাম এবং রোডেশিয়া নাম বদলে হয়েছে জিম্বাবুয়ে।

বিশ্বে টার্কি পাখি বহুল পরিচিত। কিন্তু এই পাখিই এবার একটি দেশের নাম পরিবর্তনের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন থেকে টার্কি (Turkey) নয় বরং ‘তুর্কিয়ে’ ((Türkiye)) নামে জাতিসংঘে পরিচিতি পাবে দেশটি। তুরস্ক সরকারের পক্ষ থেকে জাতিসংঘে এই বিষয়ে অনুরোধ করা হলে জাতিসংঘ তুরস্কের এই নাম পরিবর্তনে সম্মত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।
তুরস্ককে বিশ্বের সামনে নতুন করে পরিচিত করাতে গত বছর দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান একটি ক্যাম্পেইন চালু করেছিলেন। সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে এই নাম পরিবর্তন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই জানিয়েছেন, জাতিসংঘের পর এবার অন্যান্য বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোকেও একই অনুরোধ করা হবে।
গত বছরের ডিসেম্বরে এক ভাষণে রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছিলেন, ‘তুর্কিয়ে শব্দটি দিয়েই তুরস্কবাসীর সংস্কৃতি, সভ্যতা এবং মূল্যবোধ প্রকাশিত হয় সবচেয়ে ভালোভাবে।’
এদিকে, জাতিসংঘ জানিয়েছে—তারা এই সপ্তাহেই তুরস্কের কাছ থেকে আনুষ্ঠানিক চিঠি পেয়েছে। শিগগিরই নাম পরিবর্তনের বিষয়ে উদ্যোগ নেবে।
তুরস্কের নাম পরিবর্তনের বিষয়ে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি গত বছরের শেষদিকে বিভিন্ন সময় বিষয়টি ব্যাখ্যা করেছে, কেন এই নাম পরিবর্তন জরুরি। সম্প্রচারমাধ্যমটি জানিয়েছে, এই নাম পরিবর্তন দেশটিকে ‘বিশ্বের সামনে নতুন করে পরিচিত’ করানোর পাশাপাশি আরও বেশ কয়েকটি কারণে জরুরি। এর মধ্যে, একটি হলো—পশ্চিমা বিশ্বে বিশেষ ক্রিসমাস, নববর্ষ এবং থ্যাংকসগিভিং উৎসবের সময় ঐতিহ্যগতভাবে টার্কি মুরগির মাংস খাওয়া হয়। সেই জায়গা থেকেও টার্কির নাম পরিবর্তন জরুরি।
টিআরটি আরও জানিয়েছিল—ইংরেজি ভাষার অভিধান ক্যামব্রিজ ডিকশনারিতে টার্কি বলতে ‘ব্যর্থ’ বা ‘বেকুব ব্যক্তি’ কে নির্দেশ করা হয়।
এই ক্যাম্পেইনের আওতায় তুরস্কে উৎপাদিত সব পণ্যেই ‘মেড ইন তুর্কিয়ে’ লেখা থাকবে। দেশটির পর্যটন খাতে স্লোগান হিসেবে ব্যবহার করা হবে, ‘হ্যালো তুর্কিয়ে’।
তবে বিশ্বে দেশের এমন নাম পরিবর্তন কোনো নতুন বিষয় নয়। সর্বশেষ ২০২০ সালে হল্যান্ড নিজেদের নাম বদলে রাখে দ্য নেদারল্যান্ডস। এরও আগে, মেসিডোনিয়া নাম বদলে রাখে নর্থ মেসিডোনিয়া, বতসোয়ানা নাম বদলে রাখে কিংডম অব ইসওয়াতিনি। তারও আগে, ইতিহাসে আজকের ইরান পরিচিত ছিল পারস্য নামে, থাইল্যান্ডের নাম ছিল শ্যাম এবং রোডেশিয়া নাম বদলে হয়েছে জিম্বাবুয়ে।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
২ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৫ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৬ ঘণ্টা আগে