
রাজনৈতিক প্রভাব সম্প্রসারিত করতে আরও ৪০টির বেশি উন্নয়নশীল দেশ ব্রিকস ব্লকে যোগদানের আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার এশিয়া ও মধ্যপ্রাচ্যবিষয়ক রাষ্ট্রদূত অনিল সুকলল। এসব দেশের মধ্যে ইরান, আর্জেন্টিনা, বাংলাদেশ ও সৌদি আরব রয়েছে বলে জানিয়েছেন তিনি।
ব্রিকস এমন কতগুলো দেশের সংগঠন হতে যাচ্ছে, যারা নিজেদের পশ্চিমা অর্থনৈতিক আধিপত্যের প্রতিকূল হিসেবে দেখে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নামের প্রথম অক্ষরগুলো নিয়ে এই ব্লকের নাম ‘ব্রিকস’ হয়েছে।
ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন ২০০৯ সালে ব্রিকস গঠন করে এবং পরের বছর দক্ষিণ আফ্রিকা যোগ দেয়। দক্ষিণ আফ্রিকা ২০১৮ সালে ব্লকটিকে আরও সম্প্রসারণের প্রস্তাব করেছিল এবং ২০২২ সালে এ বিষয়ে আন্তরিক আলোচনার সূত্রপাত হয়।
বৃহস্পতিবার জোহানেসবার্গে সাংবাদিকদের অনিল সুকলল বলেন, ‘দরজায় ধাক্কা দেওয়া নতুন কিছু নয়। ২২টি দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিকসের সঙ্গে যোগাযোগ করেছে। অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছে আরও সমানসংখ্যক দেশ।’
তিনি আরও বলেন, দক্ষিণের দেশ আর্জেন্টিনা ছাড়াও আগ্রহ দেখানো দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, আরব আমিরাত, ইরান, সৌদি আরব। এগুলো অনেক ওজনদার দেশ।’
তিনি জানান, ব্রিকসের সম্প্রসারণকে চীন ও দক্ষিণ আফ্রিকা সমর্থন করে। তবে ব্রাজিল ও ভারত উদ্বিগ্ন এই ভেবে যে, এতে তাদের নিজস্ব প্রভাব হ্রাস পাবে। এ ক্ষেত্রে সদস্য করার বদলে অন্য দেশগুলোকে পর্যবেক্ষক দেশের মর্যাদা দেওয়ার পক্ষপাতি তারা।
উল্লেখ্য, আগামী মাসে (২২ থেকে ২৪ আগস্ট) চলতি বছরের ব্রিকস সম্মেলন আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যে সম্মেলনে যোগ দিতে ৬৯ জন বিশ্বনেতাকে আমন্ত্রণ জানিয়েছে দেশটি।

রাজনৈতিক প্রভাব সম্প্রসারিত করতে আরও ৪০টির বেশি উন্নয়নশীল দেশ ব্রিকস ব্লকে যোগদানের আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার এশিয়া ও মধ্যপ্রাচ্যবিষয়ক রাষ্ট্রদূত অনিল সুকলল। এসব দেশের মধ্যে ইরান, আর্জেন্টিনা, বাংলাদেশ ও সৌদি আরব রয়েছে বলে জানিয়েছেন তিনি।
ব্রিকস এমন কতগুলো দেশের সংগঠন হতে যাচ্ছে, যারা নিজেদের পশ্চিমা অর্থনৈতিক আধিপত্যের প্রতিকূল হিসেবে দেখে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নামের প্রথম অক্ষরগুলো নিয়ে এই ব্লকের নাম ‘ব্রিকস’ হয়েছে।
ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন ২০০৯ সালে ব্রিকস গঠন করে এবং পরের বছর দক্ষিণ আফ্রিকা যোগ দেয়। দক্ষিণ আফ্রিকা ২০১৮ সালে ব্লকটিকে আরও সম্প্রসারণের প্রস্তাব করেছিল এবং ২০২২ সালে এ বিষয়ে আন্তরিক আলোচনার সূত্রপাত হয়।
বৃহস্পতিবার জোহানেসবার্গে সাংবাদিকদের অনিল সুকলল বলেন, ‘দরজায় ধাক্কা দেওয়া নতুন কিছু নয়। ২২টি দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিকসের সঙ্গে যোগাযোগ করেছে। অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছে আরও সমানসংখ্যক দেশ।’
তিনি আরও বলেন, দক্ষিণের দেশ আর্জেন্টিনা ছাড়াও আগ্রহ দেখানো দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, আরব আমিরাত, ইরান, সৌদি আরব। এগুলো অনেক ওজনদার দেশ।’
তিনি জানান, ব্রিকসের সম্প্রসারণকে চীন ও দক্ষিণ আফ্রিকা সমর্থন করে। তবে ব্রাজিল ও ভারত উদ্বিগ্ন এই ভেবে যে, এতে তাদের নিজস্ব প্রভাব হ্রাস পাবে। এ ক্ষেত্রে সদস্য করার বদলে অন্য দেশগুলোকে পর্যবেক্ষক দেশের মর্যাদা দেওয়ার পক্ষপাতি তারা।
উল্লেখ্য, আগামী মাসে (২২ থেকে ২৪ আগস্ট) চলতি বছরের ব্রিকস সম্মেলন আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যে সম্মেলনে যোগ দিতে ৬৯ জন বিশ্বনেতাকে আমন্ত্রণ জানিয়েছে দেশটি।

ভারতে আফগানিস্তানের দূতাবাসের দায়িত্ব নিতে দিল্লিতে পৌঁছেছেন তালেবান নিয়োগপ্রাপ্ত প্রথম কূটনীতিক। মুফতি নূর আহমদ নূর নামের এই জ্যেষ্ঠ তালেবান নেতা দিল্লিস্থ আফগান মিশনে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
১৮ মিনিট আগে
ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে নিকোলাস মাদুরোকে বন্দী করার পর এবার প্রতিবেশী কিউবার দিকে নজর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি কিউবাকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন।
২১ মিনিট আগে
মুম্বাইকে কথিত অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের হাত থেকে ‘মুক্ত’ করার অঙ্গীকার করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। আজ রোববার মুম্বাই পৌরসভা (বিএমসি) নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন ‘মহায়ুতি’ জোটের নির্বাচনী ইশতেহার প্রকাশকালে তিনি এই ঘোষণা দেন।
১ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে রক্তক্ষয়ী সংঘাত আরও তীব্র হচ্ছে। গত দুই সপ্তাহে নিহতের সংখ্যা বেড়ে ২০৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীদের পক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরব অবস্থান ও হামলার প্রচ্ছন্ন হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান।
১ ঘণ্টা আগে