
আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার জানিয়েছে, তাঁরা সন্ত্রাসী গোষ্ঠী আল–কায়েদার প্রধান আয়মান আল–জাওয়াহিরিকে হত্যার মার্কিন দাবিটি তদন্ত করে দেখছে। তালেবানের এক জ্যেষ্ঠ নেতার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
তালেবান সরকারের পক্ষ থেকে জাতিসংঘে নিযুক্ত প্রতিনিধি সুহাইল শাহিন জানিয়েছেন, তালেবান সরকার যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আল–কায়েদা নেতা জাওয়াহিরি নিহত হয়েছে কিনা সেই বিষয়টি নিশ্চিত হতেই তদন্ত করছে। এ সময় তিনি জানান, তালেবান গোষ্ঠী কাবুলে জাওয়াহিরির অবস্থানের বিষয়ে অবগত ছিল না।
এর আগে, গত রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বাড়িতে বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র হেলফায়ার আর ৯ এক্স ব্যবহার করে হত্যা করা হয়েছে বলে দাবি করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাওয়াহিরির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে একটি ভাষণও দেন। মার্কিন কর্মকর্তাদের দাবি, জাওয়াহিরির মৃত্যু ১০ বছরেরও বেশি সময় আগে আল–কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের হত্যার পর সবচেয়ে বড় ঝাঁকুনি।
এদিকে, তালেবান কর্তৃক মার্কিন দাবি তদন্তের বিষয়ে সুহাইল শাহিন বলেন, ‘আমাদের সরকার এবং নেতৃবৃন্দ কেউই কী দাবি করা হয়েছে সেই বিষয়ে অবগত নন। কোনো সূত্রও নেই। তাই বর্তমানে তদন্ত করা হচ্ছে মার্কিন দাবির সত্যতা নিশ্চিত করতে।’ তিনি জানান, তদন্তের ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হবে শিগগিরই।
বিশ্বের অন্যতম মোস্ট ওয়ান্টেডে ব্যক্তি আয়মান আল–জাওয়াহিরির মৃত্যুর বিষয়ে মার্কিন ঘোষণার পর থেকেই মুখে কুলুপ এঁটে বসেছিলেন তালেবান নেতারা। এই বিষয়ে এই প্রথম কোনো তালেবান নেতা মুখ খুললেন।

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার জানিয়েছে, তাঁরা সন্ত্রাসী গোষ্ঠী আল–কায়েদার প্রধান আয়মান আল–জাওয়াহিরিকে হত্যার মার্কিন দাবিটি তদন্ত করে দেখছে। তালেবানের এক জ্যেষ্ঠ নেতার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
তালেবান সরকারের পক্ষ থেকে জাতিসংঘে নিযুক্ত প্রতিনিধি সুহাইল শাহিন জানিয়েছেন, তালেবান সরকার যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আল–কায়েদা নেতা জাওয়াহিরি নিহত হয়েছে কিনা সেই বিষয়টি নিশ্চিত হতেই তদন্ত করছে। এ সময় তিনি জানান, তালেবান গোষ্ঠী কাবুলে জাওয়াহিরির অবস্থানের বিষয়ে অবগত ছিল না।
এর আগে, গত রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বাড়িতে বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র হেলফায়ার আর ৯ এক্স ব্যবহার করে হত্যা করা হয়েছে বলে দাবি করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাওয়াহিরির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে একটি ভাষণও দেন। মার্কিন কর্মকর্তাদের দাবি, জাওয়াহিরির মৃত্যু ১০ বছরেরও বেশি সময় আগে আল–কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের হত্যার পর সবচেয়ে বড় ঝাঁকুনি।
এদিকে, তালেবান কর্তৃক মার্কিন দাবি তদন্তের বিষয়ে সুহাইল শাহিন বলেন, ‘আমাদের সরকার এবং নেতৃবৃন্দ কেউই কী দাবি করা হয়েছে সেই বিষয়ে অবগত নন। কোনো সূত্রও নেই। তাই বর্তমানে তদন্ত করা হচ্ছে মার্কিন দাবির সত্যতা নিশ্চিত করতে।’ তিনি জানান, তদন্তের ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হবে শিগগিরই।
বিশ্বের অন্যতম মোস্ট ওয়ান্টেডে ব্যক্তি আয়মান আল–জাওয়াহিরির মৃত্যুর বিষয়ে মার্কিন ঘোষণার পর থেকেই মুখে কুলুপ এঁটে বসেছিলেন তালেবান নেতারা। এই বিষয়ে এই প্রথম কোনো তালেবান নেতা মুখ খুললেন।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
১১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
১১ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
১২ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
১৩ ঘণ্টা আগে