
২০১৯ সালে নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ২২ জন নিহত হওয়ার ঘটনায় অবহেলার দায়ে এক পর্যটন কোম্পানিকে দোষী সাব্যস্ত করেছেন আদালত।
সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুসারে, বিচারক ইভানজেলস থমাস এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, এটি পর্যটন কোম্পানি হোয়াকারি ম্যানেজমেন্টের ব্যর্থতা। তারা ন্যূনতম ঝুঁকি সম্পর্কে সতর্কতা অবলম্বন করেনি। কোম্পানিটি দ্বীপটিতে ভ্রমণের লাইসেন্স দিয়ে থাকে।
নিউজিল্যান্ডের নিয়ন্ত্রক সংস্থা ওয়ার্কসেফ এনজেডের পক্ষ থেকে এ ধরনের ঘটনায় এটিই সবচেয়ে বড় মামলা। এর জন্য কোম্পানিটিকে ৯ লাখ ২৮ হাজার ডলার জরিমানা দিতে হবে।
২০১৯ সালের ডিসেম্বরে অগ্ন্যুৎপাতে সে আগ্নেয়গিরিতে ভ্রমণে যাওয়া ২২ জন অর্থাৎ প্রায় অর্ধেক মানুষই নিহত হন। এর মধ্যে বেশির ভাগ মানুষই ছিলেন পর্যটক—অস্ট্রেলিয়ার ১৭ জন ও যুক্তরাষ্ট্রের ৩ জন। এ ছাড়া দগ্ধ হয়ে আরও ২৫ জন আহত হয়েছিলেন।
হোয়াকারি আগ্নেয়গিরিটিতে কয়েক সপ্তাহ ধরেই অগ্ন্যুৎপাতের লক্ষণ দেখা যাচ্ছিল।
এটি নিউজিল্যান্ডের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি এবং ২০১১ সাল থেকেই এতে নানা সময়ে অগ্ন্যুৎপাত হয়ে আসছে।
এ দুর্ঘটনায় তেরোটি সংস্থার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ছয়টি সংস্থাকে দোষী সাব্যস্ত করার পর সর্বশেষ হোয়াকারি ম্যানেজমেন্ট লিমিটেডের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়। বাকি ছয়টি সংস্থার বিরুদ্ধে অভিযোগ খারিজ করা হয়েছে।
আগামী ফেব্রুয়ারিতে সাজা কার্যকর করা হবে।
সংস্থাটির মালিক জেমস, অ্যান্ড্রু ও পিটার বাটল—তিন ভাই আগ্নেয়গিরিটি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানকে পর্যটন চালানোর জন্য লাইসেন্স দিয়ে থাকেন।
ব্যক্তিগতভাবে নিউজিল্যান্ডে তাঁদের বিচারও চলছিল, তবে গত মাসে এই অভিযোগগুলো খারিজ করে দেওয়া হয়েছিল।
এ অভিযোগ ছাড়াও তাঁদের বিরুদ্ধে নিউজিল্যান্ডের কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে বিচার চলছিল। তবে, গত মাসে এ অভিযোগগুলো খারিজ করে দেওয়া হয়।

২০১৯ সালে নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ২২ জন নিহত হওয়ার ঘটনায় অবহেলার দায়ে এক পর্যটন কোম্পানিকে দোষী সাব্যস্ত করেছেন আদালত।
সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুসারে, বিচারক ইভানজেলস থমাস এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, এটি পর্যটন কোম্পানি হোয়াকারি ম্যানেজমেন্টের ব্যর্থতা। তারা ন্যূনতম ঝুঁকি সম্পর্কে সতর্কতা অবলম্বন করেনি। কোম্পানিটি দ্বীপটিতে ভ্রমণের লাইসেন্স দিয়ে থাকে।
নিউজিল্যান্ডের নিয়ন্ত্রক সংস্থা ওয়ার্কসেফ এনজেডের পক্ষ থেকে এ ধরনের ঘটনায় এটিই সবচেয়ে বড় মামলা। এর জন্য কোম্পানিটিকে ৯ লাখ ২৮ হাজার ডলার জরিমানা দিতে হবে।
২০১৯ সালের ডিসেম্বরে অগ্ন্যুৎপাতে সে আগ্নেয়গিরিতে ভ্রমণে যাওয়া ২২ জন অর্থাৎ প্রায় অর্ধেক মানুষই নিহত হন। এর মধ্যে বেশির ভাগ মানুষই ছিলেন পর্যটক—অস্ট্রেলিয়ার ১৭ জন ও যুক্তরাষ্ট্রের ৩ জন। এ ছাড়া দগ্ধ হয়ে আরও ২৫ জন আহত হয়েছিলেন।
হোয়াকারি আগ্নেয়গিরিটিতে কয়েক সপ্তাহ ধরেই অগ্ন্যুৎপাতের লক্ষণ দেখা যাচ্ছিল।
এটি নিউজিল্যান্ডের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি এবং ২০১১ সাল থেকেই এতে নানা সময়ে অগ্ন্যুৎপাত হয়ে আসছে।
এ দুর্ঘটনায় তেরোটি সংস্থার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ছয়টি সংস্থাকে দোষী সাব্যস্ত করার পর সর্বশেষ হোয়াকারি ম্যানেজমেন্ট লিমিটেডের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়। বাকি ছয়টি সংস্থার বিরুদ্ধে অভিযোগ খারিজ করা হয়েছে।
আগামী ফেব্রুয়ারিতে সাজা কার্যকর করা হবে।
সংস্থাটির মালিক জেমস, অ্যান্ড্রু ও পিটার বাটল—তিন ভাই আগ্নেয়গিরিটি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানকে পর্যটন চালানোর জন্য লাইসেন্স দিয়ে থাকেন।
ব্যক্তিগতভাবে নিউজিল্যান্ডে তাঁদের বিচারও চলছিল, তবে গত মাসে এই অভিযোগগুলো খারিজ করে দেওয়া হয়েছিল।
এ অভিযোগ ছাড়াও তাঁদের বিরুদ্ধে নিউজিল্যান্ডের কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে বিচার চলছিল। তবে, গত মাসে এ অভিযোগগুলো খারিজ করে দেওয়া হয়।

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
৪ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
৭ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
৮ ঘণ্টা আগে