
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, ইউক্রেনে যেকোনো শান্তিচুক্তির সঙ্গে নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে। এই শান্তি ইউক্রেনের আত্মসমর্পণে হওয়া উচিত নয়, এটি এমন কোনো যুদ্ধবিরতি হওয়া উচিত নয়, যেখানে কোনো নিশ্চয়তা থাকবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা প্রসঙ্গে গতকাল সোমবার দুই নেতার যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন মাখোঁ।
ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা না দিয়ে ট্রাম্প বলেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার ব্যয় ও দায়িত্ব শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপীয় দেশগুলোকেও বহন করতে হবে।
জবাবে মাখোঁ বলেন, ইউরোপ নিরাপত্তার দায়িত্ব ‘অধিকতর ন্যায্যভাবে ভাগ করে নেওয়ার’ প্রয়োজনীয়তা বোঝে এবং ইউক্রেনে রাশিয়ার আক্রমণের তৃতীয় বার্ষিকী উপলক্ষে হওয়া আলোচনা একটি অগ্রগতির পথ দেখিয়েছে।
আন্তরিকভাবে বৈঠক শেষ করলেও ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইউক্রেনে যুদ্ধ শেষ করার বিষয়ে দুই নেতার মধ্যে কিছু স্পষ্ট মতপার্থক্য প্রকাশ পেয়েছে। যে কোনো শান্তিচুক্তিতে নিরাপত্তার নিশ্চয়তা অন্তর্ভুক্ত করা হবে কি না এবং পরবর্তী সম্ভাব্য পদক্ষেপ কী হতে পারে—এসব বিষয়ে তাদের মধ্যে ভিন্নতা দেখা গেছে।
ট্রাম্প বলেন, তিনি যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি চান এবং একবার তা চূড়ান্ত হলে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে রাশিয়া সফর করবেন।
অন্যদিকে, মাখোঁ আরও সুসংগঠিত একটি পরিকল্পনার পক্ষে মত দেন, যেখানে প্রথমে একটি সাময়িক যুদ্ধবিরতি হবে, তারপর দীর্ঘ মেয়াদে ইউক্রেনের সুরক্ষা নিশ্চিত করতে একটি বিস্তৃত শান্তিচুক্তি করা হবে।
মাখোঁ বলেন, ‘আমরা দ্রুত শান্তি চাই, কিন্তু এমন কোনো চুক্তি চাই না, যা দুর্বল।’
তবে, যে কোনো শান্তিচুক্তির আওতায় ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের কথায় দুই নেতাই একমত প্রকাশ করেন।
ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী প্রসঙ্গে মাখোঁ বলেন, ‘তারা সম্মুখসারিতে থাকবে না। তারা কোনো সংঘাতের অংশ হবে না। তারা সেখানে থাকবে শুধু শান্তি নিশ্চিত করার জন্য।’
এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আপত্তি করবেন না বলে জানান ট্রাম্প। তিনি বলেন, ‘আমি তাঁকে বিশেষভাবে এ প্রশ্নটি করেছি। তাঁর এতে কোনো সমস্যা নেই।’
সাম্প্রতিক সপ্তাহগুলোতে পুতিনের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেন ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁ। তিনি বলেন, ‘এটি করার যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে।’
রাশিয়ার ইউক্রেন আক্রমণের তৃতীয় বার্ষিকীতে মাখোঁ ও ট্রাম্পের এই বৈঠক অনুষ্ঠিত হলো।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, ইউক্রেনে যেকোনো শান্তিচুক্তির সঙ্গে নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে। এই শান্তি ইউক্রেনের আত্মসমর্পণে হওয়া উচিত নয়, এটি এমন কোনো যুদ্ধবিরতি হওয়া উচিত নয়, যেখানে কোনো নিশ্চয়তা থাকবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা প্রসঙ্গে গতকাল সোমবার দুই নেতার যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন মাখোঁ।
ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা না দিয়ে ট্রাম্প বলেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার ব্যয় ও দায়িত্ব শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপীয় দেশগুলোকেও বহন করতে হবে।
জবাবে মাখোঁ বলেন, ইউরোপ নিরাপত্তার দায়িত্ব ‘অধিকতর ন্যায্যভাবে ভাগ করে নেওয়ার’ প্রয়োজনীয়তা বোঝে এবং ইউক্রেনে রাশিয়ার আক্রমণের তৃতীয় বার্ষিকী উপলক্ষে হওয়া আলোচনা একটি অগ্রগতির পথ দেখিয়েছে।
আন্তরিকভাবে বৈঠক শেষ করলেও ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইউক্রেনে যুদ্ধ শেষ করার বিষয়ে দুই নেতার মধ্যে কিছু স্পষ্ট মতপার্থক্য প্রকাশ পেয়েছে। যে কোনো শান্তিচুক্তিতে নিরাপত্তার নিশ্চয়তা অন্তর্ভুক্ত করা হবে কি না এবং পরবর্তী সম্ভাব্য পদক্ষেপ কী হতে পারে—এসব বিষয়ে তাদের মধ্যে ভিন্নতা দেখা গেছে।
ট্রাম্প বলেন, তিনি যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি চান এবং একবার তা চূড়ান্ত হলে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে রাশিয়া সফর করবেন।
অন্যদিকে, মাখোঁ আরও সুসংগঠিত একটি পরিকল্পনার পক্ষে মত দেন, যেখানে প্রথমে একটি সাময়িক যুদ্ধবিরতি হবে, তারপর দীর্ঘ মেয়াদে ইউক্রেনের সুরক্ষা নিশ্চিত করতে একটি বিস্তৃত শান্তিচুক্তি করা হবে।
মাখোঁ বলেন, ‘আমরা দ্রুত শান্তি চাই, কিন্তু এমন কোনো চুক্তি চাই না, যা দুর্বল।’
তবে, যে কোনো শান্তিচুক্তির আওতায় ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের কথায় দুই নেতাই একমত প্রকাশ করেন।
ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী প্রসঙ্গে মাখোঁ বলেন, ‘তারা সম্মুখসারিতে থাকবে না। তারা কোনো সংঘাতের অংশ হবে না। তারা সেখানে থাকবে শুধু শান্তি নিশ্চিত করার জন্য।’
এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আপত্তি করবেন না বলে জানান ট্রাম্প। তিনি বলেন, ‘আমি তাঁকে বিশেষভাবে এ প্রশ্নটি করেছি। তাঁর এতে কোনো সমস্যা নেই।’
সাম্প্রতিক সপ্তাহগুলোতে পুতিনের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেন ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁ। তিনি বলেন, ‘এটি করার যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে।’
রাশিয়ার ইউক্রেন আক্রমণের তৃতীয় বার্ষিকীতে মাখোঁ ও ট্রাম্পের এই বৈঠক অনুষ্ঠিত হলো।

চীনা কিছু অনলাইন ব্যবহারকারী তাইওয়ানের নেতাদের ভেনেজুয়েলা ধাঁচের বজ্রগতির অভিযান চালিয়ে ধরে আনার আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষক, গবেষক ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন—চীনের আধুনিকায়ন পথে সেনাবাহিনী এখনো সে পর্যায়ে প্রস্তুত নয়। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে ডেনমার্কের হাতে আছে মাত্র ‘দুটি কুকুরের স্লেজ।’ ইউরোপীয় ন্যাটো সদস্য দেশটির কাছ থেকে দ্বীপটির সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার আলোচনার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। খবর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের।
২১ মিনিট আগে
চীনের ওপর খনিজ সম্পদের নির্ভরতা কমিয়ে আনতে এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সমুদ্র অভিযান শুরু করেছে জাপান। আজ সোমবার জাপানের একটি জাহাজ টোকিও থেকে প্রায় ১ হাজার ৯০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত মিনামিতোরি দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছে। সমুদ্রের তলদেশ থেকে দুর্লভ খনিজ সমৃদ্ধ কাদা বা স্লাজ সংগ্রহ
৪১ মিনিট আগে
নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দেখানো হয়েছে—এমন একটি উইকিপিডিয়া পাতার স্ক্রিনশট শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি এই ছবি শেয়ার করেন।
২ ঘণ্টা আগে