Ajker Patrika

মানুষের রক্ত দিয়ে তৈরি হলো ‘শয়তানের জুতা’ , নাইকির মামলা

আপডেট : ৩০ মার্চ ২০২১, ১১: ০২
মানুষের রক্ত দিয়ে তৈরি হলো ‘শয়তানের জুতা’ , নাইকির মামলা

মানুষের রক্ত দিয়ে জুতা তৈরি করে বিতর্কের মুখে পড়েছে নিউইয়র্কভিত্তিক কোম্পানি এমএসসিএইচএফ। জুতাটির নাম রাখা হয়েছে ‘শয়তানের জুতা’।

জুতাটি বাজারের আনার পরপরই কোম্পানিটির বিরুদ্ধে মামলা করেছে জনপ্রিয় ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা নাইকি। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার মামলাটি দায়ের করা হয়।  জানা গেছে, নাইকির এয়ার ম্যাক্স  ৯৭এস মডেলটির আদলে তৈরি করা হয়েছে বিতর্কিত জুতাটি।

নাইকি দাবি করছে,  ট্রেডমার্ক লঙ্ঘন করে জুতাটি তৈরি করেছে এমএসসিএইচএফ।

জানা গেছে, জুতাটির সোলে মানুষের এক ফোঁটা রক্তের ব্যবহার করা হয়েছে। 

সোমবার মার্কিন র‍্যাপার লিল ন্যাস এক্স-এর সহযোগিতায় তৈরি জুতাটি ৬৬৬ জোড়া বাজারে আনে এমএসসিএইচএফ। প্রতি জোড়ার দাম রাখা হয় ১ হাজার ১৮ ডলার। মাত্র এক মিনিটের মধ্যে সবগুলো জুতা বিক্রি হয়ে যায়। 

উল্লেখ্য, ৬৬৬ সংখ্যাটিকে বলা হয় ‘জানোয়ারের নম্বর’। বুক অব রেভেলেশনের ১৩ তম অধ্যায়ের ১৮ নম্বর শ্লোকে এ সংখ্যাটির উল্লেখ রয়েছে।

গত শুক্রবার (২৬ মার্চ) ইউটিউবে প্রকাশিত একটি গানে মার্কিন র‍্যাপার লিল ন্যাস এক্সকে শয়তানের জুতাটি  পরতে দেখা গেছে।  

নাইকির মামলার এজাহারে বলা হয়েছে, কোনও রকম অনুমতি ছাড়াই জুতাটি তৈরি করা হয়েছে এবং এর সঙ্গে নাইকির কোনো সম্পর্ক নেই।  জুতাগুলো অবিলম্বে বিক্রি বন্ধের জন্য এমএসসিএইচএফকে  আহ্বান জানিয়েছে নাইকি । পাশাপাশি এই জুতা তৈরির জন্য এমএসসিএইচএফকে জরিমানা করতেও আদালতের প্রতি অনুরোধ জানিয়েছে বিশ্ববিখ্যাত কোম্পানিটি।

এ নিয়ে এমএসসিএইচএফের পক্ষ থেকে এখন কোনো মন্তব্য করা হয়নি।

সূত্র: বিবিসি ও রয়টার্স

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...