
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বৈশ্বিক জোট গঠন জরুরি বলে মনে করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল। গতকাল শুকবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ফিলিস্তিনে দ্বিরাষ্ট্রীয় সমাধান ও শান্তি প্রক্রিয়া নিয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এ কথা বলেন।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জোসেপ বোরেল বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়টি বাস্তবায়নে একটি বৈশ্বিক জোট গঠন জরুরি। তিনি বলেন, ‘প্রায় পুরো বিশ্বই দ্বিরাষ্ট্রীয় সমাধানের আহ্বান জানিয়েছে।’
জোসেপ বোরেল বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদসহ বিশ্বের প্রায় ১৩৫টি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতও একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছে। কিন্তু তার পরও এটি হচ্ছে না। এটি ফিলিস্তিনি, ইসরায়েলি, অঞ্চল, আন্তর্জাতিক আইন এবং আমাদের বৈশ্বিক ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করছে।’
ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান প্রায় এক বছরে গাজায় ইসরায়েলের নজিরবিহীন আক্রমণে ৪১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে উল্লেখ করে আরও বলেন, ‘দুই রাষ্ট্র সমাধান যদি না হয়, তাহলে সমাধান কোনটি? বিকল্প সমাধান কোনটি?’
বোরেল বলেন, ‘এই বৈশ্বিক জোটকে অবশ্যই একটি ছাতা হিসেবে কাজ করতে হবে, যেখানে সবাই সমানভাবে অংশগ্রহণ করতে পারবে এবং সব অংশীদার দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে অবদান রাখতে পারবে। অন্যকে উৎসাহিত করতে পারবে এবং দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে যা কিছু করতে চায় তা করতে পারবে।’
এ সময় বোরেল আরও বলেন, ‘যদিও নিজেদের মধ্যে শান্তি আলোচনার বিষয়টি ইসরায়েল ও ফিলিস্তিনের জনগণের ওপর নির্ভর করে, কিন্তু তারা একা তা করতে না পারায় তাদের সেখানে যেতে (দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে) সাহায্য করার জন্য আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।’

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বৈশ্বিক জোট গঠন জরুরি বলে মনে করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল। গতকাল শুকবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ফিলিস্তিনে দ্বিরাষ্ট্রীয় সমাধান ও শান্তি প্রক্রিয়া নিয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এ কথা বলেন।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জোসেপ বোরেল বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়টি বাস্তবায়নে একটি বৈশ্বিক জোট গঠন জরুরি। তিনি বলেন, ‘প্রায় পুরো বিশ্বই দ্বিরাষ্ট্রীয় সমাধানের আহ্বান জানিয়েছে।’
জোসেপ বোরেল বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদসহ বিশ্বের প্রায় ১৩৫টি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতও একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছে। কিন্তু তার পরও এটি হচ্ছে না। এটি ফিলিস্তিনি, ইসরায়েলি, অঞ্চল, আন্তর্জাতিক আইন এবং আমাদের বৈশ্বিক ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করছে।’
ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান প্রায় এক বছরে গাজায় ইসরায়েলের নজিরবিহীন আক্রমণে ৪১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে উল্লেখ করে আরও বলেন, ‘দুই রাষ্ট্র সমাধান যদি না হয়, তাহলে সমাধান কোনটি? বিকল্প সমাধান কোনটি?’
বোরেল বলেন, ‘এই বৈশ্বিক জোটকে অবশ্যই একটি ছাতা হিসেবে কাজ করতে হবে, যেখানে সবাই সমানভাবে অংশগ্রহণ করতে পারবে এবং সব অংশীদার দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে অবদান রাখতে পারবে। অন্যকে উৎসাহিত করতে পারবে এবং দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে যা কিছু করতে চায় তা করতে পারবে।’
এ সময় বোরেল আরও বলেন, ‘যদিও নিজেদের মধ্যে শান্তি আলোচনার বিষয়টি ইসরায়েল ও ফিলিস্তিনের জনগণের ওপর নির্ভর করে, কিন্তু তারা একা তা করতে না পারায় তাদের সেখানে যেতে (দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে) সাহায্য করার জন্য আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।’

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
৭ ঘণ্টা আগে
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৭ ঘণ্টা আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
৯ ঘণ্টা আগে