আজকের পত্রিকা ডেস্ক

যুক্তরাজ্যের এমপিরা গত সপ্তাহে বিপুল ভোটে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের একটি সংগঠনকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে সংগঠনটিকে আল-কায়েদা এবং আইএসআইএস—এর মতো গোষ্ঠীগুলোর কাতারে ফেলা হলো।
এই সিদ্ধান্ত কার্যকর করতে সন্ত্রাস দমন আইন—২০০০ সংশোধনের খসড়া আদেশ পার্লামেন্টে উপস্থাপন করেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার। গত বুধবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে এই বিলটি ৩৮৫ ভোটে পাস হয়, বিপক্ষে ভোট পড়ে ২৬ টি।
এই বিলটি পার্লামেন্টে পেশ করার কয়েক দিন আগে ‘প্যালেস্টাইন অ্যাকশনের’ কর্মীরা অক্সফোর্ডশায়ারে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের ঘাঁটি আরএএফ ব্রাইজ নরটনে হামলা চালায়। এটি রয়্যাল এয়ারফোর্সের সবচেয়ে বড় ঘাঁটি। কর্মীরা সেখানে ঢুকে দুটি যুদ্ধবিমানকে লাল রঙে রাঙিয়ে দেয়। পুলিশের ভাষ্যমতে, এতে কয়েক মিলিয়ন পাউন্ডের ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার লন্ডনের হাইকোর্টে সংগঠনের প্রতিষ্ঠাতাদের একজন হুদা আমোরি এই নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে ঠেকাতে আবেদন করেন। তবে আদালত তাঁর আবেদন নাকচ করে দেয়। শুক্রবার রাত ১২টার পর থেকে নিষেধাজ্ঞা কার্যকর হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ব্রাইজ নরটনে হামলার ঘটনার নিন্দা জানিয়ে এক্সে লিখেন, ‘আরএএফ ব্রাইজ নরটনে যে নৃশংস ভাঙচুর চালানো হয়েছে, তা ন্যক্কারজনক।’
প্যালেস্টাইন অ্যাকশন নিজেদের ‘ইসরায়েলের গণহত্যা এবং বর্ণবাদী শাসনের সঙ্গে যুক্ত অস্ত্রশিল্পের বিরোধিতায় সরাসরি আন্দোলনকারী একটি প্রো-প্যালেস্টাইন সংগঠন’ হিসেবে দাবি করে। তারা বলছে, তারা বিশ্বব্যাপী ইসরায়েলের এই শাসনের সহযোগিতা বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
অন্যদিকে, ব্রিটিশ সরকার বলছে, এটি একটি ‘সন্ত্রাসী সংগঠন।’ কিন্তু আসলে এই সংগঠনটি কী করেছে?
২০২০ সালের জুলাইয়ে প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাজ্যে শত শত বিক্ষোভ কর্মসূচি চালিয়েছে প্যালেস্টাইন অ্যাকশন (পিএ)। ইসরায়েলের সামরিক অভিযানে লাভবান এমন প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে এসব কর্মসূচি পরিচালনা করছে তারা। বিশেষ করে ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস তাদের প্রধান টার্গেট।
প্যালেস্টাইন অ্যাকশনের কর্মীদের সাধারণ কৌশলের মধ্যে রয়েছে—কোনো প্রতিষ্ঠানে অনধিকার প্রবেশ, যন্ত্রপাতিতে শিকল দিয়ে নিজেদের আটকে রাখা, ভবনে লাল রং ছিটিয়ে দেওয়া এবং সরঞ্জাম ভাঙচুর করা।
তাদের পরিচালিত উল্লেখযোগ্য কিছু ঘটনা হলো—
তথ্যসূত্র: আল-জাজিরা

যুক্তরাজ্যের এমপিরা গত সপ্তাহে বিপুল ভোটে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের একটি সংগঠনকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে সংগঠনটিকে আল-কায়েদা এবং আইএসআইএস—এর মতো গোষ্ঠীগুলোর কাতারে ফেলা হলো।
এই সিদ্ধান্ত কার্যকর করতে সন্ত্রাস দমন আইন—২০০০ সংশোধনের খসড়া আদেশ পার্লামেন্টে উপস্থাপন করেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার। গত বুধবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে এই বিলটি ৩৮৫ ভোটে পাস হয়, বিপক্ষে ভোট পড়ে ২৬ টি।
এই বিলটি পার্লামেন্টে পেশ করার কয়েক দিন আগে ‘প্যালেস্টাইন অ্যাকশনের’ কর্মীরা অক্সফোর্ডশায়ারে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের ঘাঁটি আরএএফ ব্রাইজ নরটনে হামলা চালায়। এটি রয়্যাল এয়ারফোর্সের সবচেয়ে বড় ঘাঁটি। কর্মীরা সেখানে ঢুকে দুটি যুদ্ধবিমানকে লাল রঙে রাঙিয়ে দেয়। পুলিশের ভাষ্যমতে, এতে কয়েক মিলিয়ন পাউন্ডের ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার লন্ডনের হাইকোর্টে সংগঠনের প্রতিষ্ঠাতাদের একজন হুদা আমোরি এই নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে ঠেকাতে আবেদন করেন। তবে আদালত তাঁর আবেদন নাকচ করে দেয়। শুক্রবার রাত ১২টার পর থেকে নিষেধাজ্ঞা কার্যকর হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ব্রাইজ নরটনে হামলার ঘটনার নিন্দা জানিয়ে এক্সে লিখেন, ‘আরএএফ ব্রাইজ নরটনে যে নৃশংস ভাঙচুর চালানো হয়েছে, তা ন্যক্কারজনক।’
প্যালেস্টাইন অ্যাকশন নিজেদের ‘ইসরায়েলের গণহত্যা এবং বর্ণবাদী শাসনের সঙ্গে যুক্ত অস্ত্রশিল্পের বিরোধিতায় সরাসরি আন্দোলনকারী একটি প্রো-প্যালেস্টাইন সংগঠন’ হিসেবে দাবি করে। তারা বলছে, তারা বিশ্বব্যাপী ইসরায়েলের এই শাসনের সহযোগিতা বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
অন্যদিকে, ব্রিটিশ সরকার বলছে, এটি একটি ‘সন্ত্রাসী সংগঠন।’ কিন্তু আসলে এই সংগঠনটি কী করেছে?
২০২০ সালের জুলাইয়ে প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাজ্যে শত শত বিক্ষোভ কর্মসূচি চালিয়েছে প্যালেস্টাইন অ্যাকশন (পিএ)। ইসরায়েলের সামরিক অভিযানে লাভবান এমন প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে এসব কর্মসূচি পরিচালনা করছে তারা। বিশেষ করে ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস তাদের প্রধান টার্গেট।
প্যালেস্টাইন অ্যাকশনের কর্মীদের সাধারণ কৌশলের মধ্যে রয়েছে—কোনো প্রতিষ্ঠানে অনধিকার প্রবেশ, যন্ত্রপাতিতে শিকল দিয়ে নিজেদের আটকে রাখা, ভবনে লাল রং ছিটিয়ে দেওয়া এবং সরঞ্জাম ভাঙচুর করা।
তাদের পরিচালিত উল্লেখযোগ্য কিছু ঘটনা হলো—
তথ্যসূত্র: আল-জাজিরা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
৮ ঘণ্টা আগে
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৮ ঘণ্টা আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৯ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
১০ ঘণ্টা আগে