
ইউরোপের পশ্চিমাঞ্চলে বন্যায় দেড় শতাধিক প্রাণহানি হয়েছে। রেকর্ড বৃষ্টিতে সৃষ্ট বন্যায় জার্মানি ও বেলজিয়ামে নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। ভারী বৃষ্টি দেখা দিয়েছে সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডসে। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট দেশটির দক্ষিণাঞ্চলের একটি প্রদেশে জাতীয় দুর্যোগের ঘোষণা দিয়েছেন। আজ শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
ইউরোপীয় নেতারা এমন আবহাওয়ার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। শিল্পযুগ শুরুর পর পৃথিবীর তাপমাত্রা ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে।
বন্যায় শুধু জার্মানিতেই মৃত্যু হয়েছে শতাধিক। দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টিনমিয়ার বলেছেন, সব জায়গায় দুর্যোগের দাগ লেগে আছে। মানুষ সারা জীবন যা তৈরি করেছে তা এক নিমেষেই ধ্বংস হয়ে গেছে।
জার্মানিতে উদ্ধারকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে কঠিন আবহাওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। রাস্তাঘাট ভেঙে পড়েছে। বিদ্যুৎসংযোগ না থাকায় লক্ষাধিক বাড়ি অন্ধকারাচ্ছন্ন রয়েছে।
জার্মান আবহাওয়াবিদ আন্দ্রেস ফ্রেডরিখ সিএনএনকে জানান, দেশটির বেশ কিছু অঞ্চলে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণের বেশি বৃষ্টিপাত হতে দেখা গেছে। এতে রাইনল্যান্ড–প্যালাটিনেট ছাড়াও দেশটির নর্থ রাইন–ওয়েস্টফেলিয়া এবং সারল্যান্ড অঞ্চলেও বিপুল ক্ষয়ক্ষতি সংঘটিত হয়েছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনই সঠিকভাবে বলা সম্ভব নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জার্মানির এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, রাস্তায় গাড়িগুলো ভাসছে। বাড়িগুলো ধ্বংস হয়ে পড়ে আছে। দেখে মনে হচ্ছে এ যেন ‘যুদ্ধক্ষেত্র’।
বন্যার ফলে বেলজিয়ামের রেললাইন যোগাযোগ থমকে গেছে। পানির তোড়ে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় দেশটির মিউজ নদীর তীরে বসবাসকারী মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দুর্গত মানুষকে সরিয়ে নিতে কাজ করছে দেশটির সেনাবাহিনী। এমন বিপদের মধ্যে বেলজিয়ামকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও।
সামনের দিনগুলোয় বন্যার পানি আরও বাড়তে পারে বলে সতর্কতা জারি করেছে সুইজারল্যান্ডের আবহাওয়া দপ্তরও। দেশটির বেশ কয়েকটি লেক উপচে যাওয়ার পাশাপাশি ভূমিধসের ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউরোপে এমন অস্বাভাবিক বন্যা দেখে চিন্তার ভাঁজ পড়েছে জলবায়ুবিজ্ঞানীদের কপালেও।

ইউরোপের পশ্চিমাঞ্চলে বন্যায় দেড় শতাধিক প্রাণহানি হয়েছে। রেকর্ড বৃষ্টিতে সৃষ্ট বন্যায় জার্মানি ও বেলজিয়ামে নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। ভারী বৃষ্টি দেখা দিয়েছে সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডসে। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট দেশটির দক্ষিণাঞ্চলের একটি প্রদেশে জাতীয় দুর্যোগের ঘোষণা দিয়েছেন। আজ শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
ইউরোপীয় নেতারা এমন আবহাওয়ার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। শিল্পযুগ শুরুর পর পৃথিবীর তাপমাত্রা ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে।
বন্যায় শুধু জার্মানিতেই মৃত্যু হয়েছে শতাধিক। দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টিনমিয়ার বলেছেন, সব জায়গায় দুর্যোগের দাগ লেগে আছে। মানুষ সারা জীবন যা তৈরি করেছে তা এক নিমেষেই ধ্বংস হয়ে গেছে।
জার্মানিতে উদ্ধারকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে কঠিন আবহাওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। রাস্তাঘাট ভেঙে পড়েছে। বিদ্যুৎসংযোগ না থাকায় লক্ষাধিক বাড়ি অন্ধকারাচ্ছন্ন রয়েছে।
জার্মান আবহাওয়াবিদ আন্দ্রেস ফ্রেডরিখ সিএনএনকে জানান, দেশটির বেশ কিছু অঞ্চলে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণের বেশি বৃষ্টিপাত হতে দেখা গেছে। এতে রাইনল্যান্ড–প্যালাটিনেট ছাড়াও দেশটির নর্থ রাইন–ওয়েস্টফেলিয়া এবং সারল্যান্ড অঞ্চলেও বিপুল ক্ষয়ক্ষতি সংঘটিত হয়েছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনই সঠিকভাবে বলা সম্ভব নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জার্মানির এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, রাস্তায় গাড়িগুলো ভাসছে। বাড়িগুলো ধ্বংস হয়ে পড়ে আছে। দেখে মনে হচ্ছে এ যেন ‘যুদ্ধক্ষেত্র’।
বন্যার ফলে বেলজিয়ামের রেললাইন যোগাযোগ থমকে গেছে। পানির তোড়ে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় দেশটির মিউজ নদীর তীরে বসবাসকারী মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দুর্গত মানুষকে সরিয়ে নিতে কাজ করছে দেশটির সেনাবাহিনী। এমন বিপদের মধ্যে বেলজিয়ামকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও।
সামনের দিনগুলোয় বন্যার পানি আরও বাড়তে পারে বলে সতর্কতা জারি করেছে সুইজারল্যান্ডের আবহাওয়া দপ্তরও। দেশটির বেশ কয়েকটি লেক উপচে যাওয়ার পাশাপাশি ভূমিধসের ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউরোপে এমন অস্বাভাবিক বন্যা দেখে চিন্তার ভাঁজ পড়েছে জলবায়ুবিজ্ঞানীদের কপালেও।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
৭ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
৭ ঘণ্টা আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
১১ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
১৩ ঘণ্টা আগে