
ইলন মাস্কের টুইটার কেনাকে সাধুবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘বিশ্বের সেরা ধনী ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ায় জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটি এবার ‘সুস্থ মস্তিস্কের মানুষের হাতে পড়েছে’। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, ‘আমি খুবই খুশি যে, টুইটার বর্তমানে একজন সুস্থ মস্তিষ্কের মানুষের হাতে পড়েছে। টুইটার এখন উগ্র বাম উন্মাদদের কবল থেকে সুস্থ লোকের হাতে, এই উন্মাদেরা সত্যিই আমাদের দেশকে ঘৃণা করে।’
টুইটারকে পরামর্শ দিয়ে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘টুইটারকে এখন সব বট ও জাল অ্যাকাউন্টগুলো থেকে নিজেকে মুক্ত করতে কঠোর পরিশ্রম করতে হবে, যা এই প্রতিষ্ঠানটির ওপর খারাপ প্রভাব ফেলেছে। এতে হয়তো এটি অনেক ছোট হয়ে যাবে তবে আরও ভালো হয়ে উঠবে।’
এদিকে, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নিয়েছেন তা এখন পুরোনো খবর। নতুন খবর হলো চুক্তি সমাপ্ত হওয়ার পরপরই মাস্ক তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘পাখি মুক্ত হলো’।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মূলত পাখির মতো দেখতে টুইটারের লোগোকে ইঙ্গিত করেই ইলন মাস্ক এই টুইট করেছেন। এর অর্থ হতে পারে—তিনি টুইটার কেনার আগে টুইটার বেশ কিছু প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাচ্ছিল, তবে এখন তিনি টুইটার কিনে নেওয়ায় টুইটার মুক্তি লাভ করেছে।

ইলন মাস্কের টুইটার কেনাকে সাধুবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘বিশ্বের সেরা ধনী ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ায় জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটি এবার ‘সুস্থ মস্তিস্কের মানুষের হাতে পড়েছে’। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, ‘আমি খুবই খুশি যে, টুইটার বর্তমানে একজন সুস্থ মস্তিষ্কের মানুষের হাতে পড়েছে। টুইটার এখন উগ্র বাম উন্মাদদের কবল থেকে সুস্থ লোকের হাতে, এই উন্মাদেরা সত্যিই আমাদের দেশকে ঘৃণা করে।’
টুইটারকে পরামর্শ দিয়ে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘টুইটারকে এখন সব বট ও জাল অ্যাকাউন্টগুলো থেকে নিজেকে মুক্ত করতে কঠোর পরিশ্রম করতে হবে, যা এই প্রতিষ্ঠানটির ওপর খারাপ প্রভাব ফেলেছে। এতে হয়তো এটি অনেক ছোট হয়ে যাবে তবে আরও ভালো হয়ে উঠবে।’
এদিকে, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নিয়েছেন তা এখন পুরোনো খবর। নতুন খবর হলো চুক্তি সমাপ্ত হওয়ার পরপরই মাস্ক তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘পাখি মুক্ত হলো’।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মূলত পাখির মতো দেখতে টুইটারের লোগোকে ইঙ্গিত করেই ইলন মাস্ক এই টুইট করেছেন। এর অর্থ হতে পারে—তিনি টুইটার কেনার আগে টুইটার বেশ কিছু প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাচ্ছিল, তবে এখন তিনি টুইটার কিনে নেওয়ায় টুইটার মুক্তি লাভ করেছে।

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
৫ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
৮ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
৯ ঘণ্টা আগে