
আফ্রিকার দেশ নাইজেরিয়ার ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩০ জন। স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বোর্নো প্রদেশের পৃথক তিনটি স্থানে বিস্ফোরণের এ ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বোর্নো প্রদেশের জরুরি ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, বোর্নো রাজ্যের গোওজা শহরে একাধিক সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী একটি বিয়ের অনুষ্ঠানে, অন্ত্যেষ্টিক্রিয়ায় এবং হাসপাতালে হামলা চালালে ১৮ জন নিহত হয়। এর মধ্যে বিয়ের অনুষ্ঠানে চালানো হামলায় নিহত হয় অন্তত ছয়জন এবং বেশ কয়েকজন আহত হয়।
নাইজেরিয়ার বোর্নো রাজ্যে স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিগত ১৫ বছরে গোষ্ঠীটির হামলায় অন্তত ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এই রাজ্যে। ২০১৪ সালে এই রাজ্যে চিবক নামের একটি শহর থেকে ২৭০ জন স্কুলছাত্রীকে অপহরণ করে কুখ্যাতি অর্জন করে বোকো হারাম।
তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। এ পরিস্থিতিতে কারফিউ জারি করেছে সেনাবাহিনী।
এর আগে, গত মে মাসের মাঝামাঝি নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো রাজ্যের একটি মসজিদে আগুনে পুরে মারা যান অন্তত ১১ মুসল্লি। এ ছাড়া আহত হন কয়েক ডজন। পুলিশ জানায়, এক ব্যক্তি মসজিদের দরজা বাইরে থেকে বন্ধ করে পেট্রল ছিটিয়ে আগুন লাগিয়ে দেন। তখন ভেতরে আটকে পড়েন প্রায় ৪০ জন মুসল্লি।

আফ্রিকার দেশ নাইজেরিয়ার ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩০ জন। স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বোর্নো প্রদেশের পৃথক তিনটি স্থানে বিস্ফোরণের এ ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বোর্নো প্রদেশের জরুরি ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, বোর্নো রাজ্যের গোওজা শহরে একাধিক সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী একটি বিয়ের অনুষ্ঠানে, অন্ত্যেষ্টিক্রিয়ায় এবং হাসপাতালে হামলা চালালে ১৮ জন নিহত হয়। এর মধ্যে বিয়ের অনুষ্ঠানে চালানো হামলায় নিহত হয় অন্তত ছয়জন এবং বেশ কয়েকজন আহত হয়।
নাইজেরিয়ার বোর্নো রাজ্যে স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিগত ১৫ বছরে গোষ্ঠীটির হামলায় অন্তত ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এই রাজ্যে। ২০১৪ সালে এই রাজ্যে চিবক নামের একটি শহর থেকে ২৭০ জন স্কুলছাত্রীকে অপহরণ করে কুখ্যাতি অর্জন করে বোকো হারাম।
তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। এ পরিস্থিতিতে কারফিউ জারি করেছে সেনাবাহিনী।
এর আগে, গত মে মাসের মাঝামাঝি নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো রাজ্যের একটি মসজিদে আগুনে পুরে মারা যান অন্তত ১১ মুসল্লি। এ ছাড়া আহত হন কয়েক ডজন। পুলিশ জানায়, এক ব্যক্তি মসজিদের দরজা বাইরে থেকে বন্ধ করে পেট্রল ছিটিয়ে আগুন লাগিয়ে দেন। তখন ভেতরে আটকে পড়েন প্রায় ৪০ জন মুসল্লি।

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
৬ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
৯ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
১০ ঘণ্টা আগে