
উত্তর-পশ্চিম নাইজেরিয়ার তিনটি গ্রামে শতাধিক মানুষকে অপহরণ করেছে বন্দুকধারীরা। গত শুক্রবার রাতে এই অপহরণের ঘটনা ঘটে। গতকাল শনিবার একজন জেলাপ্রধান এবং বাসিন্দারা এ তথ্য জানিয়ে বলেছেন, সর্বশেষ অপহরণের ঘটনায় ওই অঞ্চলে নিরাপত্তাহীনতায় ভুগছে বাসিন্দারা।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমে প্রায়ই ঘটছে অপহরণের ঘটনা। অস্ত্রধারীরা গ্রাম, মহাসড়ক এবং স্কুল থেকে মানুষকে অপহরণ করে এবং তাদের আত্মীয়দের কাছ থেকে মুক্তিপণের টাকা দাবি করে আসছে। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দারা ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছে।
জামফারার বিরনিন-মাগাজি স্থানীয় সরকারের জেলাপ্রধান আলহাজি বালা বলেন, বন্দুকধারীরা গোরা, মাদোমাওয়া এবং জাম্বুজু গ্রামে হামলা চালিয়েছে। এ সময় তারা ৩৮ জন পুরুষ ও ৬৭ জন নারী-শিশুকে অপহরণ করেছে। অপহৃতদের সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
অপহরণকারীরা সবচেয়ে বেশি আক্রমণ চালায় জামফারা এলাকায় এবং অপহরণের পর জঙ্গলের ভেতর নিজেদের ক্যাম্পে চলে যায়। নাইজেরিয়ার সামরিক বাহিনী অপহরণকারীদের কয়েকটি শিবিরে বোমা হামলা চালিয়েছে, তবে এতেও বন্ধ হয়নি অপহরণ।
জামফারা পুলিশের মুখপাত্র ইয়েজিদ আবুবকরের সঙ্গে তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য যোগাযোগ করা সম্ভব হয়নি।
মাদোমাওয়া গ্রামের প্রধান আমিনু আলিউ আশা বলেছেন, বন্দুকধারীরা মোটরবাইকে করে তাঁর গ্রামে আসে এবং বেশ কয়েকজনকে অপহরণ করার আগে বিক্ষিপ্তভাবে গুলি চালায়।
আলিউ আশা আরও বলেন, ‘অপহরণ করে দস্যুরা শান্তিচুক্তি লঙ্ঘন করেছে। আমাদের অঞ্চলে আক্রমণ বন্ধ রাখার শর্তে এই বছরের ফেব্রুয়ারিতে অনেক মুক্তিপণ দিয়েছিলাম।’
নুসা সানি নামে এক বাসিন্দা বলেছেন, অপহৃতদের মধ্যে তার দুই ভাই আছেন। অপর বাসিন্দা গারবা কিরা বলেছেন, অপহৃতদের মধ্যে একটি লরিতে ১৫ জন ছিল, যা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল।
এক দশক আগে জিহাদি গোষ্ঠী বোকো হারাম প্রথমবার গণ-অপহরণ করেছিল। ওই সময় তারা ২০০ জনের বেশি ছাত্রকে অপহরণ করেছিল। এর পর থেকে দেশটির অন্যান্য সশস্ত্র গোষ্ঠীও একই কাজ শুরু করেছে, যাদের কোনো নির্দিষ্ট মতাদর্শ নেই। এসব কারণে নাইজেরিয়ার অধিবাসীদের আর্থিক দুর্দশাও বেড়েছে।

উত্তর-পশ্চিম নাইজেরিয়ার তিনটি গ্রামে শতাধিক মানুষকে অপহরণ করেছে বন্দুকধারীরা। গত শুক্রবার রাতে এই অপহরণের ঘটনা ঘটে। গতকাল শনিবার একজন জেলাপ্রধান এবং বাসিন্দারা এ তথ্য জানিয়ে বলেছেন, সর্বশেষ অপহরণের ঘটনায় ওই অঞ্চলে নিরাপত্তাহীনতায় ভুগছে বাসিন্দারা।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমে প্রায়ই ঘটছে অপহরণের ঘটনা। অস্ত্রধারীরা গ্রাম, মহাসড়ক এবং স্কুল থেকে মানুষকে অপহরণ করে এবং তাদের আত্মীয়দের কাছ থেকে মুক্তিপণের টাকা দাবি করে আসছে। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দারা ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছে।
জামফারার বিরনিন-মাগাজি স্থানীয় সরকারের জেলাপ্রধান আলহাজি বালা বলেন, বন্দুকধারীরা গোরা, মাদোমাওয়া এবং জাম্বুজু গ্রামে হামলা চালিয়েছে। এ সময় তারা ৩৮ জন পুরুষ ও ৬৭ জন নারী-শিশুকে অপহরণ করেছে। অপহৃতদের সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
অপহরণকারীরা সবচেয়ে বেশি আক্রমণ চালায় জামফারা এলাকায় এবং অপহরণের পর জঙ্গলের ভেতর নিজেদের ক্যাম্পে চলে যায়। নাইজেরিয়ার সামরিক বাহিনী অপহরণকারীদের কয়েকটি শিবিরে বোমা হামলা চালিয়েছে, তবে এতেও বন্ধ হয়নি অপহরণ।
জামফারা পুলিশের মুখপাত্র ইয়েজিদ আবুবকরের সঙ্গে তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য যোগাযোগ করা সম্ভব হয়নি।
মাদোমাওয়া গ্রামের প্রধান আমিনু আলিউ আশা বলেছেন, বন্দুকধারীরা মোটরবাইকে করে তাঁর গ্রামে আসে এবং বেশ কয়েকজনকে অপহরণ করার আগে বিক্ষিপ্তভাবে গুলি চালায়।
আলিউ আশা আরও বলেন, ‘অপহরণ করে দস্যুরা শান্তিচুক্তি লঙ্ঘন করেছে। আমাদের অঞ্চলে আক্রমণ বন্ধ রাখার শর্তে এই বছরের ফেব্রুয়ারিতে অনেক মুক্তিপণ দিয়েছিলাম।’
নুসা সানি নামে এক বাসিন্দা বলেছেন, অপহৃতদের মধ্যে তার দুই ভাই আছেন। অপর বাসিন্দা গারবা কিরা বলেছেন, অপহৃতদের মধ্যে একটি লরিতে ১৫ জন ছিল, যা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল।
এক দশক আগে জিহাদি গোষ্ঠী বোকো হারাম প্রথমবার গণ-অপহরণ করেছিল। ওই সময় তারা ২০০ জনের বেশি ছাত্রকে অপহরণ করেছিল। এর পর থেকে দেশটির অন্যান্য সশস্ত্র গোষ্ঠীও একই কাজ শুরু করেছে, যাদের কোনো নির্দিষ্ট মতাদর্শ নেই। এসব কারণে নাইজেরিয়ার অধিবাসীদের আর্থিক দুর্দশাও বেড়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
৮ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
৮ ঘণ্টা আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
১২ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
১৪ ঘণ্টা আগে