ফ্যাক্টচেক ডেস্ক

ব্যবস্থাপত্রটিতে দেখা যায়, মৃদু মাত্রার করোনা রোগীর জন্য ১০টি ওষুধের একটি তালিকা দেওয়া হয়েছে। মাঝারি মাত্রার করোনা রোগীর জন্য সংখ্যাটি দাঁড়িয়েছে ১৩–তে।
বেশ কিছু ফেসবুক পেজ, গ্রুপ ও আইডিতে ব্যবস্থাপত্রটি পোস্ট করা হয়েছে। এ রকম কিছু পোস্ট দেখুন এখানে ও এখানে।
ফ্যাক্টচেক
ব্যবস্থাপত্রটি গত এপ্রিল মাস থেকে ফেসবুকে দেখা যাচ্ছে। গত ৩০ এপ্রিল ডা. এ বি এম আব্দুল্লাহ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভুয়া ব্যবস্থাপত্রের বিষয়ে সতর্ক করে একটি পোস্ট লেখেন।
৩ জুলাই অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ব্যবস্থাপত্রটি ‘ভুয়া’। তিনি বলেন, ‘আমার কাছে অনেকেই ফোন করেছেন বিষয়টি নিয়ে। অনেকে জানতে চেয়েছেন এই প্রেসক্রিপশন (ব্যবস্থাপত্র) আমি দিয়েছি কি না। করোনাভাইরাসের চিকিৎসা নির্ভর করে রোগীর অবস্থার ওপর। সবচেয়ে বড় কথা, কোভিড–১৯-এর সুনির্দিষ্ট কোনো ড্রাগ নেই।’
সিদ্ধান্ত
ফেসবুকে ছড়িয়ে পড়া ব্যবস্থাপত্রটি ডা. এ বি এম আব্দুল্লাহর দেওয়া নয় এবং এটি নির্ভরযোগ্যও নয়।

ব্যবস্থাপত্রটিতে দেখা যায়, মৃদু মাত্রার করোনা রোগীর জন্য ১০টি ওষুধের একটি তালিকা দেওয়া হয়েছে। মাঝারি মাত্রার করোনা রোগীর জন্য সংখ্যাটি দাঁড়িয়েছে ১৩–তে।
বেশ কিছু ফেসবুক পেজ, গ্রুপ ও আইডিতে ব্যবস্থাপত্রটি পোস্ট করা হয়েছে। এ রকম কিছু পোস্ট দেখুন এখানে ও এখানে।
ফ্যাক্টচেক
ব্যবস্থাপত্রটি গত এপ্রিল মাস থেকে ফেসবুকে দেখা যাচ্ছে। গত ৩০ এপ্রিল ডা. এ বি এম আব্দুল্লাহ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভুয়া ব্যবস্থাপত্রের বিষয়ে সতর্ক করে একটি পোস্ট লেখেন।
৩ জুলাই অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ব্যবস্থাপত্রটি ‘ভুয়া’। তিনি বলেন, ‘আমার কাছে অনেকেই ফোন করেছেন বিষয়টি নিয়ে। অনেকে জানতে চেয়েছেন এই প্রেসক্রিপশন (ব্যবস্থাপত্র) আমি দিয়েছি কি না। করোনাভাইরাসের চিকিৎসা নির্ভর করে রোগীর অবস্থার ওপর। সবচেয়ে বড় কথা, কোভিড–১৯-এর সুনির্দিষ্ট কোনো ড্রাগ নেই।’
সিদ্ধান্ত
ফেসবুকে ছড়িয়ে পড়া ব্যবস্থাপত্রটি ডা. এ বি এম আব্দুল্লাহর দেওয়া নয় এবং এটি নির্ভরযোগ্যও নয়।

সম্প্রতি আজকের পত্রিকার নাম ও ফটোকার্ড ব্যবহার করে ‘হরেকৃষ্ণ হরিবোল, দাঁড়িপাল্লা টেনে তোলঃ পরওয়ার’ শিরোনামে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
০৩ নভেম্বর ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাতের রাস্তার মাঝখানে এক মধ্যবয়সী ব্যক্তি এক হাতে একটি স্বচ্ছ বোতল, অপর হাতে বাঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এমনকি বাঘটির মুখে বোতল গুঁজে দিতেও দেখা যায় তাঁকে।
০২ নভেম্বর ২০২৫
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পাকিস্তানের যৌথবাহিনীর চেয়ারম্যানকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্ত বাংলাদেশের মানচিত্রসংবলিত পতাকা উপহার দিয়েছেন বলে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের দাবি সম্পূর্ণ অসত্য ও কল্পনাপ্রসূত বলে জানিয়েছে সিএ (প্রধান উপদেষ্টা) ফ্যাক্ট চেক।
২৮ অক্টোবর ২০২৫
একটি মেরিন পার্কে এক নারী প্রশিক্ষককে চুবিয়ে হত্যা করেছে অরকা বা কিলার তিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
১৩ আগস্ট ২০২৫