ফ্যাক্টচেক ডেস্ক
সম্প্রতি ক্রিকফ্রেঞ্জির ইউটিউব ও ফেসবুক পেজের লাইভে সাকিবের দেওয়া বক্তব্য নিয়ে দেশজুড়ে চলছে তোলপাড়। ২০ মার্চ রাতে প্রচার হওয়া লাইভে সাকিব শুধু বিসিবি প্রেসিডেন্ট হবার স্বপ্নই না, ইতিহাসের সেরা বোর্ড কর্তা হবেন বলেও মন্তব্য করেন।
অনলাইনে সাকিবের সেই ইন্টারভিউয়ের প্রেক্ষিতে বোর্ডের কর্তারা কি বলেন তা জানার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করছে বাংলাদেশের মানুষ। এই সুযোগে কিছু অনলাইন গণমাধ্যম ভুয়া শিরোনাম দিয়ে সংবাদ প্রচার করে যাচ্ছে।
এরকম একটি সাইট স্পোর্টস গসিপ। গত ২২ মার্চ প্রকাশিত সংবাদের শিরোনাম- ‘বিসিবির প্রেসিডেন্ট হতে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা সাকিবের নেই’। এরকম একটি শিরোনাম দেখে নেটিজনদের আগ্রহ তৈরি হওয়ারই কথা। তাই ২০ ঘন্টায় ২৬ হাজারের বেশি লাইক আর ১০৩ টি শেয়ারও কামিয়ে নিয়েছে সাইটটি। কমেন্ট বিশ্লেষণ করলে দেখা যায়, ফেসবুক ব্যবহারকারীরা বিশ্বাসও করেছে শিরোনামটি।
তবে নিউজ স্টোরিতে ঢুকে দেখা যায় সেখানে লেখা হয়েছে সাকিবের দেয়া ইন্টারভিউ সংক্রান্ত সাদামাটা সংবাদ। শিরোনামে পাপনের যে বক্তব্য দেয়া হয়েছে, সংবাদের কোন অংশেই তার কোন উল্লেখ নেই।
অপরদিকে প্রথমসারির বিভিন্ন গণমাধ্যমে গত দু’দিনের নিউজ অনুসন্ধান করে বোর্ড সভাপতি পাপনের এমন কোন বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি।
সম্প্রতি ক্রিকফ্রেঞ্জির ইউটিউব ও ফেসবুক পেজের লাইভে সাকিবের দেওয়া বক্তব্য নিয়ে দেশজুড়ে চলছে তোলপাড়। ২০ মার্চ রাতে প্রচার হওয়া লাইভে সাকিব শুধু বিসিবি প্রেসিডেন্ট হবার স্বপ্নই না, ইতিহাসের সেরা বোর্ড কর্তা হবেন বলেও মন্তব্য করেন।
অনলাইনে সাকিবের সেই ইন্টারভিউয়ের প্রেক্ষিতে বোর্ডের কর্তারা কি বলেন তা জানার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করছে বাংলাদেশের মানুষ। এই সুযোগে কিছু অনলাইন গণমাধ্যম ভুয়া শিরোনাম দিয়ে সংবাদ প্রচার করে যাচ্ছে।
এরকম একটি সাইট স্পোর্টস গসিপ। গত ২২ মার্চ প্রকাশিত সংবাদের শিরোনাম- ‘বিসিবির প্রেসিডেন্ট হতে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা সাকিবের নেই’। এরকম একটি শিরোনাম দেখে নেটিজনদের আগ্রহ তৈরি হওয়ারই কথা। তাই ২০ ঘন্টায় ২৬ হাজারের বেশি লাইক আর ১০৩ টি শেয়ারও কামিয়ে নিয়েছে সাইটটি। কমেন্ট বিশ্লেষণ করলে দেখা যায়, ফেসবুক ব্যবহারকারীরা বিশ্বাসও করেছে শিরোনামটি।
তবে নিউজ স্টোরিতে ঢুকে দেখা যায় সেখানে লেখা হয়েছে সাকিবের দেয়া ইন্টারভিউ সংক্রান্ত সাদামাটা সংবাদ। শিরোনামে পাপনের যে বক্তব্য দেয়া হয়েছে, সংবাদের কোন অংশেই তার কোন উল্লেখ নেই।
অপরদিকে প্রথমসারির বিভিন্ন গণমাধ্যমে গত দু’দিনের নিউজ অনুসন্ধান করে বোর্ড সভাপতি পাপনের এমন কোন বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি।

সম্প্রতি আজকের পত্রিকার নাম ও ফটোকার্ড ব্যবহার করে ‘হরেকৃষ্ণ হরিবোল, দাঁড়িপাল্লা টেনে তোলঃ পরওয়ার’ শিরোনামে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
০৩ নভেম্বর ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাতের রাস্তার মাঝখানে এক মধ্যবয়সী ব্যক্তি এক হাতে একটি স্বচ্ছ বোতল, অপর হাতে বাঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এমনকি বাঘটির মুখে বোতল গুঁজে দিতেও দেখা যায় তাঁকে।
০২ নভেম্বর ২০২৫
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পাকিস্তানের যৌথবাহিনীর চেয়ারম্যানকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্ত বাংলাদেশের মানচিত্রসংবলিত পতাকা উপহার দিয়েছেন বলে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের দাবি সম্পূর্ণ অসত্য ও কল্পনাপ্রসূত বলে জানিয়েছে সিএ (প্রধান উপদেষ্টা) ফ্যাক্ট চেক।
২৮ অক্টোবর ২০২৫
একটি মেরিন পার্কে এক নারী প্রশিক্ষককে চুবিয়ে হত্যা করেছে অরকা বা কিলার তিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
১৩ আগস্ট ২০২৫