ফ্যাক্টচেক ডেস্ক
জনতার উল্লাসের এক ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচার করে দাবি করা হচ্ছে, ‘ইমরান খান আবারও পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত’ হয়েছেন। এমন বাংলা ক্যাপশনসহ এক ভিডিও টিকটকে শনিবার (২ ডিসেম্বর) বিকাল ৪টা পর্যন্ত প্রায় ৬ লাখ ৩৪ হাজার বার দেখা হয়েছে। এতে রিয়েক্ট পড়েছে প্রায় ৬৪ হাজার; এটি দেখা হয়েছে ৯০০ বারের বেশি।
ভিডিওটি দেখুন এখানে।
অনুসন্ধানে দেখা যায়, ইমরান খানের পাকিস্তানের আবারও প্রেসিডেন্ট হওয়ার দাবিটি সঠিক নয়। ২০২২ সালের পাকিস্তানের সংসদীয় উপনির্বাচনে ইমরান খানের জয়ে সমর্থকদের উল্লাসের ভিডিও ব্যবহার করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া ভিডিওটির সূত্রে কি-ওয়ার্ড অনুসন্ধানে জি-নিউজ টিভি নামের ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৬ অক্টোবর প্রচারিত এক ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এ ভিডিও প্রতিবেদনের সঙ্গে সাম্প্রতিক সময়ে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, পাকিস্তানে ওই বছরের ১৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে প্রকাশিত সংসদীয় আসনের ভোটের ফলাফলে ইমরান খান বিপুল ভোটে জয়লাভ করেছেন।
পরে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি মূলত ২০২২ সালে পাকিস্তানে অনুষ্ঠিত উপনির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জয়ের পর তাঁর সমর্থকদের উদ্যাপনের। ২০২২ সালের ১৬ অক্টোবর অনুষ্ঠিত এই উপনির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদের আটটি আসনের ছয়টিই জয়লাভ করেন ইমরান খান।
অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং ইমরান খানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ারও না।
প্রসঙ্গত, আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন।
সিদ্ধান্ত
২০২২ সালে পাকিস্তানের জাতীয় পরিষদের আটটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছয়টি আসনে জয়লাভ করেন ইমরান খান। তখনকার সমর্থকদের আনন্দ উদ্যাপনের ভিডিওকে ইমরান খানের আবারও পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার দাবি করে প্রচার করা যাচ্ছে, যা আসলে মিথ্যা।
জনতার উল্লাসের এক ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচার করে দাবি করা হচ্ছে, ‘ইমরান খান আবারও পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত’ হয়েছেন। এমন বাংলা ক্যাপশনসহ এক ভিডিও টিকটকে শনিবার (২ ডিসেম্বর) বিকাল ৪টা পর্যন্ত প্রায় ৬ লাখ ৩৪ হাজার বার দেখা হয়েছে। এতে রিয়েক্ট পড়েছে প্রায় ৬৪ হাজার; এটি দেখা হয়েছে ৯০০ বারের বেশি।
ভিডিওটি দেখুন এখানে।
অনুসন্ধানে দেখা যায়, ইমরান খানের পাকিস্তানের আবারও প্রেসিডেন্ট হওয়ার দাবিটি সঠিক নয়। ২০২২ সালের পাকিস্তানের সংসদীয় উপনির্বাচনে ইমরান খানের জয়ে সমর্থকদের উল্লাসের ভিডিও ব্যবহার করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া ভিডিওটির সূত্রে কি-ওয়ার্ড অনুসন্ধানে জি-নিউজ টিভি নামের ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৬ অক্টোবর প্রচারিত এক ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এ ভিডিও প্রতিবেদনের সঙ্গে সাম্প্রতিক সময়ে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, পাকিস্তানে ওই বছরের ১৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে প্রকাশিত সংসদীয় আসনের ভোটের ফলাফলে ইমরান খান বিপুল ভোটে জয়লাভ করেছেন।
পরে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি মূলত ২০২২ সালে পাকিস্তানে অনুষ্ঠিত উপনির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জয়ের পর তাঁর সমর্থকদের উদ্যাপনের। ২০২২ সালের ১৬ অক্টোবর অনুষ্ঠিত এই উপনির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদের আটটি আসনের ছয়টিই জয়লাভ করেন ইমরান খান।
অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং ইমরান খানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ারও না।
প্রসঙ্গত, আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন।
সিদ্ধান্ত
২০২২ সালে পাকিস্তানের জাতীয় পরিষদের আটটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছয়টি আসনে জয়লাভ করেন ইমরান খান। তখনকার সমর্থকদের আনন্দ উদ্যাপনের ভিডিওকে ইমরান খানের আবারও পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার দাবি করে প্রচার করা যাচ্ছে, যা আসলে মিথ্যা।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে ময়ূখ রঞ্জন ঘোষের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শেখ মুজিবুর রহমানের স্মৃতি ফলকের সামনে অবস্থানরত ছবিটির ক্যাপশনে লেখা, ‘রিপাবলিক টিভির ময়ুখ রঞ্জন ঘোষ জয়ের বন্ধু! গুজব লীগের গোমর ফাঁস’।
৩ দিন আগেগতকাল শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ নামের একটি কনসার্টে অংশ নেন আতিফ। এই কনসার্টে আতিফ আসলামের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে দেখা গেছে দাবিতে একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।
৫ দিন আগে‘তাপসী তাবাসসুম উর্মি (Tapashee Tabassum Urmi)’ নামের ফেসবুক পেজ থেকে গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ভিডিওটি পোস্ট করে দাবি করা হয়, এটি আর্মি স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে আসা দর্শকদের মারামারির ভিডিও। এটি আজ শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ৮ লাখ ২০ হাজারের বেশি দেখা হয়েছে, শেয়ার হয়েছে...
৫ দিন আগেগতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামে ফেসবুক পেজে এক ভিডিও পোস্টে দাবি করা হয়, প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ শুরু হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ইউনূস হটাও আন্দোলনে উত্তাল চট্টগ্রাম’। আজ শুক্রবার রাত ৯টা পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৭৮ হাজার বার...
৬ দিন আগে