
ওয়েব কনটেন্ট মানেই যেন হত্যা, রহস্য, অ্যাকশন আর থ্রিলারের আধিক্য। এবার ঈদে দেশের ছয়টি ওয়েব প্ল্যাটফর্ম নিয়ে আসছে তিনটি সিরিজ ও তিনটি ওয়েব ফিল্ম। এসব কনটেন্টের প্রতিটিই মার্ডার, থ্রিলার ও রহস্যে মোড়া। প্রযোজনা প্রতিষ্ঠান, নির্মাতা ও অভিনয়শিল্পীরা আশা করছেন, ওয়েব কনটেন্টগুলো এবার ঈদে দর্শকদের ভিন্ন কিছু উপহার দেবে। জেনে নেওয়া যাক এবার ঈদে কোন ওয়েব প্ল্যাটফর্মে কী থাকছে।
মিশন হান্টডাউন (হইচই)
গ্রামের এক সাধারণ মেয়ে নীরা তার নিখোঁজ স্বামী জিল্লুরকে খুঁজতে ঢাকায় আসে। পুলিশের সাহায্য চায়। পুলিশ তাকে বিভিন্ন জায়গায় পাঠায়। কিন্তু কেউ তার নিখোঁজ স্বামীর তথ্য দিতে পারে না। এর মধ্যে নীরার সঙ্গে দেখা হয় এটিএসের (অ্যান্টি টেররিস্ট স্কোয়াড) প্রধান মাহিদের। যে সন্ত্রাসীদের ত্রাস। নীরাকে সাহায্য করতে হাত বাড়িয়ে দেয় মাহিদ। নীরার নিখোঁজ স্বামীকে খুঁজে পেতে একসঙ্গে মিশন শুরু করে তারা। একপর্যায়ে তারা জানতে পারে একটি সন্ত্রাসী সংগঠন এ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। এতে তাদের মিশন নতুন মোড় নেয়। এমন গল্পে ২৮ জুন হইচইয়ে প্রকাশ পাবে ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’। সিরিজটিতে মাহিদ চরিত্রে অভিনয় করেছেন এফএস নাঈম আর নীরা চরিত্রে বিদ্যা সিনহা মিম। আরও আছেন সুমিত সেনগুপ্ত, এ কে আজাদ সেতু, সরকার রওনক রিপন প্রমুখ। সিরিজটি যৌথভাবে বানিয়েছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।
মারকিউলিস (চরকি)
বয়ফ্রেন্ড রবিন নিখোঁজ হওয়ার পর থেকে জয়িতার সাজানো-গোছানো জীবন হঠাৎ করেই এলোমেলো হয়ে যায়। রবিনকে খুঁজতে এক অজানা যাত্রায় বের হয় জয়িতা। ঘটনা জটিল রূপ নেয় যখন মারকিউলিস নামক এক অদৃশ্য কেউ একের পর এক ধর্ষকদের খুন করতে থাকে। মারকিউলিসের একের পর এক খুনে সবার মধ্যে অবিশ্বাস ছড়িয়ে পড়ে। এমন গল্পে চরকি নিয়ে আসছে ৮ পর্বের ওয়েব সিরিজ ‘মারকিউলিস’। বানিয়েছেন আবু শাহেদ ইমন। এর মাধ্যমে প্রথমবারের মতো ওয়েব সিরিজে দেখা যাবে সাবিলা নূরকে। তারকাবহুল এ সিরিজে আরও আছেন জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, গিয়াস উদ্দিন সেলিম, ইরেশ যাকের, রাশেদ মামুন অপু, সাবেরী আলম, আইশা খান, মাজনুন মিজান প্রমুখ।
ইনফিনিটি ২ (বিঞ্জ)
তিন বছর আগে প্রকাশ পেয়েছিল অ্যাকশন থ্রিলার সিরিজ ইনফিনিটির প্রথম সিজন। সুপার কপ হিসেবে প্রশংসা পেয়েছিলেন শরিফুল রাজ ও মুমতাহিনা টয়া। এবার আসছে সিরিজের দ্বিতীয় সিজন। এবারও রাজ-টয়া আছেন। দুঃসাহসিক এক মিশনে দেখা যাবে তাঁদের। অভিনয়ে আরও আছেন সজল, সাঞ্জ জন, সামিয়া অথৈ, শিবলী নোমান, সুমন আনোয়ার, আরমান পারভেজ মুরাদ প্রমুখ। পরিচালনা করেছেন মেহেদি হাসিব। সিরিজের গল্প প্রসঙ্গে নির্মাতা জানিয়েছেন, মুখোশের পেছনে আছে এক অদৃশ্য শক্তিশালী চরিত্র। যার পরিকল্পনায় ঘটছে সব অপরাধমূলক ঘটনা। এসইউপি টিম নেমেছে সেই রহস্যের সমাধানে। তারা কি পাবে এই অদৃশ্য চরিত্রের সন্ধান? সেটা নিয়েই তৈরি হয়েছে এবারের গল্প।
রক্তজবা (আইস্ক্রিন)
২৭ জুন আইস্ক্রিনে আসবে নুসরাত ইমরোজ তিশা ও শরিফুল রাজ অভিনীত নতুন সিনেমা ‘রক্তজবা’। বানিয়েছেন নিয়ামুল মুক্তা। একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে আসা একটি চিঠিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে রক্তজবার গল্প। যে চিঠির মাধ্যমে শিক্ষক ফিরে যান এক যুগ আগে। অতীত ও বর্তমানের বিভিন্ন ঘটনার মিশেলে একে একে উন্মোচিত হতে থাকে নানা রহস্য। তিশা ও রাজের পাশাপাশি অভিনয়ে আরও আছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া, উজ্জ্বল কবির হিমু, কাজী তানভির, অপু প্রমুখ।
নিকষ (দীপ্ত প্লে)
রুবেল হাসানের পরিচালনায় নিকষ ওয়েব সিনেমায় সুলতানা চরিত্রে দেখা যাবে তাসনিয়া ফারিণকে। পরস্পর বিপরীতধর্মী দুই বোনের টানাপোড়েন নিয়ে এ সিনেমার গল্প। দুই বোনের একজন সংসার আর সম্পর্ক আগলে রাখতে চায়। অন্যজন ছুটে যেতে চায় ঝলমলে চোরাবালির দিকে। দুই বোনকেই প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এতে আরও অভিনয় করেছেন মাহিমা সুলতানা, মীর নওফেল আশরাফী, জয়রাজ, খালেকুজ্জামান, সাবিহা জামান প্রমুখ।
মার্ডার নাইনটিজ (আরটিভি প্লাস)
রুনা খান, খায়রুল বাশার ও দীঘিকে নিয়ে আবু হায়াত মাহমুদ বানিয়েছেন ক্রাইম থ্রিলার সিনেমা ‘মার্ডার নাইনটিজ’। নব্বইয়ের দশকে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার আলোকে সাজানো হয়েছে সিনেমাটির গল্প। মুকিত রহমান নামে এক কোটিপতির ছেলে পারিবারিকভাবে বিয়ে করে প্রেমাকে। বিয়ের পর প্রেমা বুঝতে পারে, তার স্বামী একজনের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। এ নিয়ে কথা-কাটাকাটি হয়। প্রেমাকে নিয়ে কক্সবাজারে যায় মুকিত। সেখানে তাকে হত্যা করে। পুলিশি তদন্তে বেরিয়ে আসে এ হত্যারহস্য।

ওয়েব কনটেন্ট মানেই যেন হত্যা, রহস্য, অ্যাকশন আর থ্রিলারের আধিক্য। এবার ঈদে দেশের ছয়টি ওয়েব প্ল্যাটফর্ম নিয়ে আসছে তিনটি সিরিজ ও তিনটি ওয়েব ফিল্ম। এসব কনটেন্টের প্রতিটিই মার্ডার, থ্রিলার ও রহস্যে মোড়া। প্রযোজনা প্রতিষ্ঠান, নির্মাতা ও অভিনয়শিল্পীরা আশা করছেন, ওয়েব কনটেন্টগুলো এবার ঈদে দর্শকদের ভিন্ন কিছু উপহার দেবে। জেনে নেওয়া যাক এবার ঈদে কোন ওয়েব প্ল্যাটফর্মে কী থাকছে।
মিশন হান্টডাউন (হইচই)
গ্রামের এক সাধারণ মেয়ে নীরা তার নিখোঁজ স্বামী জিল্লুরকে খুঁজতে ঢাকায় আসে। পুলিশের সাহায্য চায়। পুলিশ তাকে বিভিন্ন জায়গায় পাঠায়। কিন্তু কেউ তার নিখোঁজ স্বামীর তথ্য দিতে পারে না। এর মধ্যে নীরার সঙ্গে দেখা হয় এটিএসের (অ্যান্টি টেররিস্ট স্কোয়াড) প্রধান মাহিদের। যে সন্ত্রাসীদের ত্রাস। নীরাকে সাহায্য করতে হাত বাড়িয়ে দেয় মাহিদ। নীরার নিখোঁজ স্বামীকে খুঁজে পেতে একসঙ্গে মিশন শুরু করে তারা। একপর্যায়ে তারা জানতে পারে একটি সন্ত্রাসী সংগঠন এ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। এতে তাদের মিশন নতুন মোড় নেয়। এমন গল্পে ২৮ জুন হইচইয়ে প্রকাশ পাবে ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’। সিরিজটিতে মাহিদ চরিত্রে অভিনয় করেছেন এফএস নাঈম আর নীরা চরিত্রে বিদ্যা সিনহা মিম। আরও আছেন সুমিত সেনগুপ্ত, এ কে আজাদ সেতু, সরকার রওনক রিপন প্রমুখ। সিরিজটি যৌথভাবে বানিয়েছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।
মারকিউলিস (চরকি)
বয়ফ্রেন্ড রবিন নিখোঁজ হওয়ার পর থেকে জয়িতার সাজানো-গোছানো জীবন হঠাৎ করেই এলোমেলো হয়ে যায়। রবিনকে খুঁজতে এক অজানা যাত্রায় বের হয় জয়িতা। ঘটনা জটিল রূপ নেয় যখন মারকিউলিস নামক এক অদৃশ্য কেউ একের পর এক ধর্ষকদের খুন করতে থাকে। মারকিউলিসের একের পর এক খুনে সবার মধ্যে অবিশ্বাস ছড়িয়ে পড়ে। এমন গল্পে চরকি নিয়ে আসছে ৮ পর্বের ওয়েব সিরিজ ‘মারকিউলিস’। বানিয়েছেন আবু শাহেদ ইমন। এর মাধ্যমে প্রথমবারের মতো ওয়েব সিরিজে দেখা যাবে সাবিলা নূরকে। তারকাবহুল এ সিরিজে আরও আছেন জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, গিয়াস উদ্দিন সেলিম, ইরেশ যাকের, রাশেদ মামুন অপু, সাবেরী আলম, আইশা খান, মাজনুন মিজান প্রমুখ।
ইনফিনিটি ২ (বিঞ্জ)
তিন বছর আগে প্রকাশ পেয়েছিল অ্যাকশন থ্রিলার সিরিজ ইনফিনিটির প্রথম সিজন। সুপার কপ হিসেবে প্রশংসা পেয়েছিলেন শরিফুল রাজ ও মুমতাহিনা টয়া। এবার আসছে সিরিজের দ্বিতীয় সিজন। এবারও রাজ-টয়া আছেন। দুঃসাহসিক এক মিশনে দেখা যাবে তাঁদের। অভিনয়ে আরও আছেন সজল, সাঞ্জ জন, সামিয়া অথৈ, শিবলী নোমান, সুমন আনোয়ার, আরমান পারভেজ মুরাদ প্রমুখ। পরিচালনা করেছেন মেহেদি হাসিব। সিরিজের গল্প প্রসঙ্গে নির্মাতা জানিয়েছেন, মুখোশের পেছনে আছে এক অদৃশ্য শক্তিশালী চরিত্র। যার পরিকল্পনায় ঘটছে সব অপরাধমূলক ঘটনা। এসইউপি টিম নেমেছে সেই রহস্যের সমাধানে। তারা কি পাবে এই অদৃশ্য চরিত্রের সন্ধান? সেটা নিয়েই তৈরি হয়েছে এবারের গল্প।
রক্তজবা (আইস্ক্রিন)
২৭ জুন আইস্ক্রিনে আসবে নুসরাত ইমরোজ তিশা ও শরিফুল রাজ অভিনীত নতুন সিনেমা ‘রক্তজবা’। বানিয়েছেন নিয়ামুল মুক্তা। একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে আসা একটি চিঠিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে রক্তজবার গল্প। যে চিঠির মাধ্যমে শিক্ষক ফিরে যান এক যুগ আগে। অতীত ও বর্তমানের বিভিন্ন ঘটনার মিশেলে একে একে উন্মোচিত হতে থাকে নানা রহস্য। তিশা ও রাজের পাশাপাশি অভিনয়ে আরও আছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া, উজ্জ্বল কবির হিমু, কাজী তানভির, অপু প্রমুখ।
নিকষ (দীপ্ত প্লে)
রুবেল হাসানের পরিচালনায় নিকষ ওয়েব সিনেমায় সুলতানা চরিত্রে দেখা যাবে তাসনিয়া ফারিণকে। পরস্পর বিপরীতধর্মী দুই বোনের টানাপোড়েন নিয়ে এ সিনেমার গল্প। দুই বোনের একজন সংসার আর সম্পর্ক আগলে রাখতে চায়। অন্যজন ছুটে যেতে চায় ঝলমলে চোরাবালির দিকে। দুই বোনকেই প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এতে আরও অভিনয় করেছেন মাহিমা সুলতানা, মীর নওফেল আশরাফী, জয়রাজ, খালেকুজ্জামান, সাবিহা জামান প্রমুখ।
মার্ডার নাইনটিজ (আরটিভি প্লাস)
রুনা খান, খায়রুল বাশার ও দীঘিকে নিয়ে আবু হায়াত মাহমুদ বানিয়েছেন ক্রাইম থ্রিলার সিনেমা ‘মার্ডার নাইনটিজ’। নব্বইয়ের দশকে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার আলোকে সাজানো হয়েছে সিনেমাটির গল্প। মুকিত রহমান নামে এক কোটিপতির ছেলে পারিবারিকভাবে বিয়ে করে প্রেমাকে। বিয়ের পর প্রেমা বুঝতে পারে, তার স্বামী একজনের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। এ নিয়ে কথা-কাটাকাটি হয়। প্রেমাকে নিয়ে কক্সবাজারে যায় মুকিত। সেখানে তাকে হত্যা করে। পুলিশি তদন্তে বেরিয়ে আসে এ হত্যারহস্য।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫