Ajker Patrika

ফাইনালের ‘রানি’ কৃষ্ণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৮: ৫১
ফাইনালের ‘রানি’ কৃষ্ণা

কেক খাবেন নাকি ফেসবুক লাইভ করবেন, টিম হোটেলে ফিরে এই দ্বিধায় পড়ে গেলেন কৃষ্ণা রানী সরকার। ফেসবুক লাইভে এসে নিজের উপচে পড়া আনন্দের সময়টুকু পুরো দেশকে দেখালেন নেপালের বিপক্ষে ঐতিহাসিক ফাইনালে জয়ের ‘রানি’।

সাফের ফাইনালে বাংলাদেশকে ঠেকাতে হয়তো সাবিনা খাতুনকে নিয়ে অনেক কাটাছেঁড়া করেছে নেপাল দল। তাদের ভাবনার কেন্দ্রে হয়তো ছিলেন ৪ গোল করা সিরাত জাহান স্বপ্না কিংবা মাঝমাঠ থেকে দুরন্ত সব পাসের পসরা সাজানো মণিকা চাকমা কিংবা মারিয়া মান্দা। কৃষ্ণাকে হয়তো একটু দূরেই ছিলেন নেপালের কাটাছেঁড়া থেকে। আর তাতেই তিনি জ্বলে উঠলেন ঠিক ফাইনালের দিনে।

ফাইনালের আগের ৪ ম্যাচে ২ গোল করেছিলেন কৃষ্ণা। ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে একটি, আরেকটি সেমিফাইনালে ভুটানের বিপক্ষে। ফরোয়ার্ড হলেও প্রথাগতভাবে খেলেন বাঁ প্রান্তের উইঙ্গার হিসেবে, যেখানে গোল করার চেয়ে গোল করানোই বেশি গুরুত্বপূর্ণ। ফাইনালের আগে নিজের কাজটা যথার্থভাবে করে গেছেন কৃষ্ণা। কখনো সাবিনা আবার কখনো স্বপ্নাকে দিয়ে গেছেন একের পর গোলের জোগান। সুযোগে নিজেও নিয়েছেন পোস্ট বরাবর শট।

ফাইনালে স্বপ্না চোটে পড়তেই গুরুদায়িত্বটা বর্তায় কৃষ্ণার কাঁধে। একসময় বয়সভিত্তিক দলকে নেতৃত্ব দিয়েছেন, ছিলেন জাতীয় দলের সহ-অধিনায়কের দায়িত্বে। দায়িত্বটা সহজাতভাবেই সামলেছেন কৃষ্ণা। লেফট উইঙ্গার হিসেবে খেলার কথা থাকলেও আক্রমণে কখনো সেন্টার ফরোয়ার্ড আবার প্রান্ত বদলে রাইট উইঙ্গারের ভূমিকায় দেখা গেছে তাঁকে। ৪২ মিনিটে তাঁর প্রথম গোলটা বাংলাদেশকে দিয়েছিল নির্ভরতা। আর ৭৭ মিনিটে তাঁর দ্বিতীয় গোল বাংলাদেশ মনে রাখবে বহু দিন।

নেপাল যখন গোল শোধ দিয়ে হুমকি দিচ্ছিল ম্যাচে ফেরার তখনই নেপালের কফিনে পেরেক ঠুকেছেন কৃষ্ণা। ২ গোলে তাঁর দুর্দান্ত দুই ফিনিশিং বাংলাদেশের  ফুটবলপ্রেমীদের চোখে লেগে থাকবে অনেক দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত