কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কে অটোরিকশা চলাচল অব্যাহত আছে। একই সঙ্গে মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডের পাশে করা হয়েছে অটোরিকশার স্ট্যান্ড।
এতে একদিকে যেমন যানজট বেড়েছে, অন্যদিকে মহাসড়কের পাশে যাত্রী ওঠানামায় দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে। সমস্যা সমাধানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা গেছে, কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে সারিবদ্ধভাবে রাখা হয়েছে অসংখ্য অটোরিকশা। এ ছাড়া মহাসড়কে হঠাৎ এসব অটোরিকশা থামিয়ে যাত্রী ওঠানামা করছেন চালকেরা। এতে বেপরোয়া গাড়ির ধাক্কায় যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের প্রাণহানির মতো দুর্ঘটনা।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা পৌরশহরের কুমিল্লা-সিলেট মহাসড়কের ওপর অবস্থিত কুটি-চৌমুহনী বাসস্ট্যান্ড, কাঠেরপুল বাসস্ট্যান্ড, খাড়েরা বাসস্ট্যান্ড, মনকাশাইর বাসস্ট্যান্ড, সৈয়দাবাদ বাসস্ট্যান্ড এবং তিনলাখপীর বাসস্ট্যান্ডে মহাসড়কের ওপর সারিবদ্ধ করে রাখা হয় অটোরিকশা। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে কুটি চৌমুহনী বাসস্ট্যান্ড, খাড়েরা বাসস্ট্যান্ড এবং তিনলাখপীর বাসস্ট্যান্ডে। এই তিন স্ট্যান্ডে বেপরোয়াভাবে চলাচল করে বাস। এর মধ্যে অটোরিকশা রাখার কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।
প্রতি ঘণ্টায় চৌমুহনীর এই বাসস্ট্যান্ডের ওপর দিয়ে আসা-যাওয়া করছে ঢাকা, চট্টগ্রাম, সিলেটগামী শত শত বাস, ট্রাকসহ বিভিন্ন ভারী যানবাহন। এই বাসস্ট্যান্ড থেকেও প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায় যাতায়াত করছে শতাধিক গাড়ি। কিন্তু বর্তমানে এই বাসস্ট্যান্ডে সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইক সড়কের ওপর রাখার কারণে অধিকাংশ সময় যানজট সৃষ্টি হচ্ছে। ঘটছে দুর্ঘটনা।
কুটি-চৌমুহনীর ব্যবসায়ী আকবর হোসেন বলেন, উপজেলার চৌমুহনী বাসস্ট্যান্ডটি কুমিল্লা-সিলেট মহাসড়কের ওপর অবস্থিত। এটি একটি পুরোনো বাসস্ট্যান্ড। আগে এত অটোরিকশা ছিল না। কয়েক বছর ধরে বেড়েছে ব্যাটারিচালিত অটোরিকশা। ফলে প্রায়ই যানজটে পড়তে হচ্ছে জনসাধারণকে। মহাসড়কের ওপর অটোরিকশা রাখা এবং চালানোর বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।
তিনলাখপীরের বাসিন্দা নোয়াজিস ভুইয়া জানান, উপজেলার প্রতিটি গ্রামে রয়েছে ২০-২৫টি করে অটোরিকশা। বিশেষ করে করোনার প্রভাবে উপজেলার শত শত প্রবাসী কর্মহীন হয়ে দেশে চলে আসেন। বেকারত্বের চাপ বাড়ায় এসব প্রবাসফেরত যুবক জীবিকার তাগিদে বাধ্য হয়ে অটোরিকশা চালাচ্ছেন। এ জন্য সারা দেশের মতো এই উপজেলায়ও বর্তমানে প্রচুর পরিমাণে অটোরিকশা মহাসড়কসহ সারা এলাকায় চলাচল করছে। এসব অনুমোদনহীন অটোরিকশাচালকের প্রায় আশি ভাগই রাস্তায় গাড়ি চালানোর আইনকানুন জানেন না।
এ প্রসঙ্গে অটোরিকশাচালক সোহেল মিয়া বলেন, ‘পেটের দায়ে গাড়ি চালাই। পার্কিংয়ের জায়গা না থাকায় নিরুপায় হয়ে ঝুঁকি নিয়ে মহাসড়কের ওপরই গাড়ি রাখতে হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম বলেন, ‘মহাসড়কে তিন চাকার এসব যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। জনভোগান্তি লাঘবে শিগগির উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।’

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কে অটোরিকশা চলাচল অব্যাহত আছে। একই সঙ্গে মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডের পাশে করা হয়েছে অটোরিকশার স্ট্যান্ড।
এতে একদিকে যেমন যানজট বেড়েছে, অন্যদিকে মহাসড়কের পাশে যাত্রী ওঠানামায় দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে। সমস্যা সমাধানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা গেছে, কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে সারিবদ্ধভাবে রাখা হয়েছে অসংখ্য অটোরিকশা। এ ছাড়া মহাসড়কে হঠাৎ এসব অটোরিকশা থামিয়ে যাত্রী ওঠানামা করছেন চালকেরা। এতে বেপরোয়া গাড়ির ধাক্কায় যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের প্রাণহানির মতো দুর্ঘটনা।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা পৌরশহরের কুমিল্লা-সিলেট মহাসড়কের ওপর অবস্থিত কুটি-চৌমুহনী বাসস্ট্যান্ড, কাঠেরপুল বাসস্ট্যান্ড, খাড়েরা বাসস্ট্যান্ড, মনকাশাইর বাসস্ট্যান্ড, সৈয়দাবাদ বাসস্ট্যান্ড এবং তিনলাখপীর বাসস্ট্যান্ডে মহাসড়কের ওপর সারিবদ্ধ করে রাখা হয় অটোরিকশা। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে কুটি চৌমুহনী বাসস্ট্যান্ড, খাড়েরা বাসস্ট্যান্ড এবং তিনলাখপীর বাসস্ট্যান্ডে। এই তিন স্ট্যান্ডে বেপরোয়াভাবে চলাচল করে বাস। এর মধ্যে অটোরিকশা রাখার কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।
প্রতি ঘণ্টায় চৌমুহনীর এই বাসস্ট্যান্ডের ওপর দিয়ে আসা-যাওয়া করছে ঢাকা, চট্টগ্রাম, সিলেটগামী শত শত বাস, ট্রাকসহ বিভিন্ন ভারী যানবাহন। এই বাসস্ট্যান্ড থেকেও প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায় যাতায়াত করছে শতাধিক গাড়ি। কিন্তু বর্তমানে এই বাসস্ট্যান্ডে সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইক সড়কের ওপর রাখার কারণে অধিকাংশ সময় যানজট সৃষ্টি হচ্ছে। ঘটছে দুর্ঘটনা।
কুটি-চৌমুহনীর ব্যবসায়ী আকবর হোসেন বলেন, উপজেলার চৌমুহনী বাসস্ট্যান্ডটি কুমিল্লা-সিলেট মহাসড়কের ওপর অবস্থিত। এটি একটি পুরোনো বাসস্ট্যান্ড। আগে এত অটোরিকশা ছিল না। কয়েক বছর ধরে বেড়েছে ব্যাটারিচালিত অটোরিকশা। ফলে প্রায়ই যানজটে পড়তে হচ্ছে জনসাধারণকে। মহাসড়কের ওপর অটোরিকশা রাখা এবং চালানোর বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।
তিনলাখপীরের বাসিন্দা নোয়াজিস ভুইয়া জানান, উপজেলার প্রতিটি গ্রামে রয়েছে ২০-২৫টি করে অটোরিকশা। বিশেষ করে করোনার প্রভাবে উপজেলার শত শত প্রবাসী কর্মহীন হয়ে দেশে চলে আসেন। বেকারত্বের চাপ বাড়ায় এসব প্রবাসফেরত যুবক জীবিকার তাগিদে বাধ্য হয়ে অটোরিকশা চালাচ্ছেন। এ জন্য সারা দেশের মতো এই উপজেলায়ও বর্তমানে প্রচুর পরিমাণে অটোরিকশা মহাসড়কসহ সারা এলাকায় চলাচল করছে। এসব অনুমোদনহীন অটোরিকশাচালকের প্রায় আশি ভাগই রাস্তায় গাড়ি চালানোর আইনকানুন জানেন না।
এ প্রসঙ্গে অটোরিকশাচালক সোহেল মিয়া বলেন, ‘পেটের দায়ে গাড়ি চালাই। পার্কিংয়ের জায়গা না থাকায় নিরুপায় হয়ে ঝুঁকি নিয়ে মহাসড়কের ওপরই গাড়ি রাখতে হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম বলেন, ‘মহাসড়কে তিন চাকার এসব যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। জনভোগান্তি লাঘবে শিগগির উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫