নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পেশায় আঁকিয়ে তাঁরা। বইমেলা এলে অন্য সব আঁকাআঁকির ছুটি। মেলায় মুখচ্ছবি এঁকে মাসটি কাটে তাঁদের। বইমেলার সঙ্গে এই আঁকাআঁকির সম্পর্ক না থাকলেও এটি দিন দিন মেলার অনানুষ্ঠানিক অংশ হয়ে উঠেছে। টিএসসির দিকের গেট পেরোলে পথের পাশে এই শিল্পীদের দেখা মেলে। মেলায় আসা দর্শনার্থীদের মুখচ্ছবি আঁকেন তাঁরা।
১৫ বছর ধরে বইমেলায় আঁকেন আমির হোসেন হামজা। মেলায় প্রথম আঁকার স্মৃতিচারণা করে বলেন, ‘বাংলা একাডেমির প্রধান ফটকের সামনে প্রথম ছবি আঁকি। তখন বেশ কদর পাইতাম। এখনো আছে, তবে ছবি দিয়ে আঁকতে বলে বেশির ভাগ। দিন ভালো হলে ৮-১০টি, আর কম লোক হলে ৪-৫টি ছবি আঁকি।’
আসাদুজ্জামান সুজন নারায়ণগঞ্জ থেকে এসেছেন। চারুকলায় পড়ালেখা করা অবস্থায় বইমেলায় আঁকাআঁকি দলের সঙ্গে ভিড়ে যান। প্রথম দিকে বেশ কষ্ট হতো। ঝটপট একজনকে দেখে তার মুখচ্ছবি আঁকা চাট্টিখানি কথা নয়। বড় ভাইয়েরা সাহস দিয়েছেন। এখন মেলার পাকা আঁকিয়ে তিনি। দর্শনার্থীদের মুখচ্ছবি আঁকতে গিয়ে মজার অভিজ্ঞতাও হয়েছে তাঁর। বললেন, ‘অনেকে সরাসরি চেহারা দেখিয়ে আঁকতে নিষেধ করে। তারা মোবাইলে ছবি তুলে দেয়। চেহারা আরেকটু ফরসা করার জন্য তাতে ফিল্টার বসিয়ে দেয়। পরে মোবাইলের ছবি দেখে যখন এঁকেছি, তখন আর তাকে চেনা যায় না।’
আঁকিয়েদের ভাষ্যমতে, ছোট ছবি ৫০০, মাঝারি ৮০০ এবং বড় ছবি আঁকতে খরচ পড়ে ১ হাজার টাকা। মোবাইলের এই যুগে যেখানে ফটাফট ছবি তোলার সুযোগ মেলে, সেখানে আঁকার চাহিদা কতটুকু? গালিব আহসান আঁকিয়ে নিচ্ছিলেন তাঁর বড় ভাইয়ের ছবি। উপহার দেবেন। বললেন, ‘মোবাইলে সবাই ছবি তুলতে পারে। কিন্তু আঁকা ছবির মধ্যে একটা ভালোবাসা থাকে। এর মর্যাদা আলাদা।’
অমর একুশে বইমেলা পেরিয়েছে ১৯ দিন। ধীরে ধীরে দর্শনার্থী ছাপিয়ে পাঠকের মেলা হয়ে উঠেছে। গতকাল মেলায় দর্শনার্থী ছিল স্বাভাবিক। বিক্রি-বাট্টাও মন্দ নয়। বাংলা একাডেমির তথ্যমতে, গতকাল নতুন বই এসেছে ১১৫টি। এখন পর্যন্ত মোট নতুন বইয়ের সংখ্যা ১ হাজার ৯৯৩।
অনেকে মোবাইলে ছবি তুলে দেয়। চেহারা আরেকটু ফরসা করার জন্য তাতে ফিল্টার বসিয়ে দেয়। পরে মোবাইলের ছবি দেখে যখন এঁকেছি, তখন আর তাকে চেনা যায় না। আসাদুজ্জামান সুজন, অঙ্কনশিল্পী
বইমেলার মূলমঞ্চে গতকাল অনুষ্ঠিত হয় ‘স্মরণ: হাসান আজিজুল হক’ শীর্ষক আলোচনা। রিকশাচিত্র প্রদর্শন বই সংলাপ মঞ্চে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার সদ্য প্রকাশিত কবিতা সংকলন ‘মুজিবমঞ্জুষা’ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি রেজাউদ্দিন স্টালিন, দুলাল সরকার, মাসুদ আলম বাবুল, কাজী আনারকলি, বাপ্পী রহমান ও নাজমুল হুসাইন বিদ্যুৎ। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী আনজুমান আরা, বদরুল হুদা, মাহমুদুল হাকিম তানভীর, আওরঙ্গজেব আরু এবং রূপশ্রী চক্রবর্তী। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল নৃত্য পরিবেশনা।

পেশায় আঁকিয়ে তাঁরা। বইমেলা এলে অন্য সব আঁকাআঁকির ছুটি। মেলায় মুখচ্ছবি এঁকে মাসটি কাটে তাঁদের। বইমেলার সঙ্গে এই আঁকাআঁকির সম্পর্ক না থাকলেও এটি দিন দিন মেলার অনানুষ্ঠানিক অংশ হয়ে উঠেছে। টিএসসির দিকের গেট পেরোলে পথের পাশে এই শিল্পীদের দেখা মেলে। মেলায় আসা দর্শনার্থীদের মুখচ্ছবি আঁকেন তাঁরা।
১৫ বছর ধরে বইমেলায় আঁকেন আমির হোসেন হামজা। মেলায় প্রথম আঁকার স্মৃতিচারণা করে বলেন, ‘বাংলা একাডেমির প্রধান ফটকের সামনে প্রথম ছবি আঁকি। তখন বেশ কদর পাইতাম। এখনো আছে, তবে ছবি দিয়ে আঁকতে বলে বেশির ভাগ। দিন ভালো হলে ৮-১০টি, আর কম লোক হলে ৪-৫টি ছবি আঁকি।’
আসাদুজ্জামান সুজন নারায়ণগঞ্জ থেকে এসেছেন। চারুকলায় পড়ালেখা করা অবস্থায় বইমেলায় আঁকাআঁকি দলের সঙ্গে ভিড়ে যান। প্রথম দিকে বেশ কষ্ট হতো। ঝটপট একজনকে দেখে তার মুখচ্ছবি আঁকা চাট্টিখানি কথা নয়। বড় ভাইয়েরা সাহস দিয়েছেন। এখন মেলার পাকা আঁকিয়ে তিনি। দর্শনার্থীদের মুখচ্ছবি আঁকতে গিয়ে মজার অভিজ্ঞতাও হয়েছে তাঁর। বললেন, ‘অনেকে সরাসরি চেহারা দেখিয়ে আঁকতে নিষেধ করে। তারা মোবাইলে ছবি তুলে দেয়। চেহারা আরেকটু ফরসা করার জন্য তাতে ফিল্টার বসিয়ে দেয়। পরে মোবাইলের ছবি দেখে যখন এঁকেছি, তখন আর তাকে চেনা যায় না।’
আঁকিয়েদের ভাষ্যমতে, ছোট ছবি ৫০০, মাঝারি ৮০০ এবং বড় ছবি আঁকতে খরচ পড়ে ১ হাজার টাকা। মোবাইলের এই যুগে যেখানে ফটাফট ছবি তোলার সুযোগ মেলে, সেখানে আঁকার চাহিদা কতটুকু? গালিব আহসান আঁকিয়ে নিচ্ছিলেন তাঁর বড় ভাইয়ের ছবি। উপহার দেবেন। বললেন, ‘মোবাইলে সবাই ছবি তুলতে পারে। কিন্তু আঁকা ছবির মধ্যে একটা ভালোবাসা থাকে। এর মর্যাদা আলাদা।’
অমর একুশে বইমেলা পেরিয়েছে ১৯ দিন। ধীরে ধীরে দর্শনার্থী ছাপিয়ে পাঠকের মেলা হয়ে উঠেছে। গতকাল মেলায় দর্শনার্থী ছিল স্বাভাবিক। বিক্রি-বাট্টাও মন্দ নয়। বাংলা একাডেমির তথ্যমতে, গতকাল নতুন বই এসেছে ১১৫টি। এখন পর্যন্ত মোট নতুন বইয়ের সংখ্যা ১ হাজার ৯৯৩।
অনেকে মোবাইলে ছবি তুলে দেয়। চেহারা আরেকটু ফরসা করার জন্য তাতে ফিল্টার বসিয়ে দেয়। পরে মোবাইলের ছবি দেখে যখন এঁকেছি, তখন আর তাকে চেনা যায় না। আসাদুজ্জামান সুজন, অঙ্কনশিল্পী
বইমেলার মূলমঞ্চে গতকাল অনুষ্ঠিত হয় ‘স্মরণ: হাসান আজিজুল হক’ শীর্ষক আলোচনা। রিকশাচিত্র প্রদর্শন বই সংলাপ মঞ্চে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার সদ্য প্রকাশিত কবিতা সংকলন ‘মুজিবমঞ্জুষা’ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি রেজাউদ্দিন স্টালিন, দুলাল সরকার, মাসুদ আলম বাবুল, কাজী আনারকলি, বাপ্পী রহমান ও নাজমুল হুসাইন বিদ্যুৎ। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী আনজুমান আরা, বদরুল হুদা, মাহমুদুল হাকিম তানভীর, আওরঙ্গজেব আরু এবং রূপশ্রী চক্রবর্তী। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল নৃত্য পরিবেশনা।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫