সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভাঙন রোধে নির্মিত স্পার কেটে রাস্তা বানিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে ভাঙনের হুমকিতে রয়েছে স্পারগুলো। অভিযোগ রয়েছে, এ কাজের সঙ্গে যুক্ত স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলেসহ কয়েকজন প্রভাবশালী। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, সেখানে আবারও অভিযান পরিচালনা করে বালু উত্তোলন বন্ধ করা হবে।
নদীভাঙন থেকে রক্ষা পেতে সারিয়াকান্দির হাটশেরপুর ইউনিয়নে হাসনাপাড়া বাজারের সামনে ৫৫৮ মিটার স্পার নির্মাণ করা হয় ২০০২ সালে। এ ইউনিয়নের নিজবলাইল বাজারের সামনেও একই বছর আরও একটি স্পার নির্মাণ করা হয়।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে নিজবলাইল বাজারের সামনে হাসনাপাড়ার ১ নম্বর স্পারের কাছ থেকে বালু উত্তোলন করছেন। এ কাজে নেতৃত্ব দিচ্ছেন উপজেলার হাটশেরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান মতির ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য তহিদুল ইসলাম এবং বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা।
একইভাবে হাসনাপাড়া বাজারের সামনে হাসনাপাড়ার ২ নম্বরের স্পারের কাছ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। সেখানেও স্পারের ব্লক সরিয়ে স্পার কেটে তৈরি করা হয়েছে অবৈধভাবে বালু উত্তোলনের রাস্তা। সারা দিন চলে তাঁদের এই কার্যক্রম।
নিজবলাইল গ্রামের ষাটোর্ধ্ব মজিদ প্রাং বলেন, ‘কয়েক বছর আগে যমুনা যেভাবে ভাঙা শুরু করছিল, তাতে এই পার দুডে না থাকলে হামাগিরে আশেপাশের সব গ্রামই যমুনা নদীর পেটত চলে যাতো। হামাগিরে গ্রামের নেতারা যেরকম করে পারগুলে কাটে বালু তুলিচ্চে তাতে পারগুলে ভাঙে যাওয়ার আশংকা করা হচ্চে। আবার যদি বাড়ী ভাঙে তালে হামরা কুন্টি যায়া বাড়ী করমু।’
এ বিষয়ে তহিদুল ইসলাম বলেন, ‘আমরা বালু তুলব না তো কী করে খাব? আপনি সাংবাদিক এগুলো দেখার কে? বড় বড় অফিসারের চোখে পড়ে না, তাহলে আপনার এত সমস্যা হয় কেন?’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কৃষক বলেন, ‘হামার জমিতে হামি নানা ধরনের ফসল ফলাতাম। সেই জমির মাটি ওরা কেটে নিয়ে যাচ্ছে। ফসলও পাচ্চি না, আবার জমিও নষ্ট হয়া যাচ্চে। কার কাছে হামি বিচের চামু। ওরা তো অনেক শক্তিশালী।’
এদিকে স্পার কেটে বালু উত্তোলন করায় স্পারের সংযোগ সড়কে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। ফলে পর্যটকেরা স্পারে উঠতে পারছেন না।
এ বিষয়ে একজন পর্যটক বলেন, ‘গাবতলী উপজেলা থেকে পরিজন নিয়ে হাসনাপাড়ার স্পার দেখতে এসেছিলাম। স্পারের উপরে উঠতে না পেরে ফিরে যাচ্ছি কালীতলা ঘাটে।’
হাটশেরপুর ইউপি চেয়ারম্যান নূর মেহেদী হাসান আলো বলেন, ‘এ বিষয়ে আমি তাঁদের সতর্ক করে দিয়েছি। মনে হচ্ছে তাঁরা কর্ণপাত করছেন না। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা চাইব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম জানান, ওই স্পার পয়েন্টে মাঝে মাঝেই অরভিযান পরিচালনা করে বালু উত্তোলন বন্ধ করা হয়। শিগগিরই সেখানে আবারও অভিযান পরিচালনা করা হবে।

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভাঙন রোধে নির্মিত স্পার কেটে রাস্তা বানিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে ভাঙনের হুমকিতে রয়েছে স্পারগুলো। অভিযোগ রয়েছে, এ কাজের সঙ্গে যুক্ত স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলেসহ কয়েকজন প্রভাবশালী। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, সেখানে আবারও অভিযান পরিচালনা করে বালু উত্তোলন বন্ধ করা হবে।
নদীভাঙন থেকে রক্ষা পেতে সারিয়াকান্দির হাটশেরপুর ইউনিয়নে হাসনাপাড়া বাজারের সামনে ৫৫৮ মিটার স্পার নির্মাণ করা হয় ২০০২ সালে। এ ইউনিয়নের নিজবলাইল বাজারের সামনেও একই বছর আরও একটি স্পার নির্মাণ করা হয়।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে নিজবলাইল বাজারের সামনে হাসনাপাড়ার ১ নম্বর স্পারের কাছ থেকে বালু উত্তোলন করছেন। এ কাজে নেতৃত্ব দিচ্ছেন উপজেলার হাটশেরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান মতির ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য তহিদুল ইসলাম এবং বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা।
একইভাবে হাসনাপাড়া বাজারের সামনে হাসনাপাড়ার ২ নম্বরের স্পারের কাছ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। সেখানেও স্পারের ব্লক সরিয়ে স্পার কেটে তৈরি করা হয়েছে অবৈধভাবে বালু উত্তোলনের রাস্তা। সারা দিন চলে তাঁদের এই কার্যক্রম।
নিজবলাইল গ্রামের ষাটোর্ধ্ব মজিদ প্রাং বলেন, ‘কয়েক বছর আগে যমুনা যেভাবে ভাঙা শুরু করছিল, তাতে এই পার দুডে না থাকলে হামাগিরে আশেপাশের সব গ্রামই যমুনা নদীর পেটত চলে যাতো। হামাগিরে গ্রামের নেতারা যেরকম করে পারগুলে কাটে বালু তুলিচ্চে তাতে পারগুলে ভাঙে যাওয়ার আশংকা করা হচ্চে। আবার যদি বাড়ী ভাঙে তালে হামরা কুন্টি যায়া বাড়ী করমু।’
এ বিষয়ে তহিদুল ইসলাম বলেন, ‘আমরা বালু তুলব না তো কী করে খাব? আপনি সাংবাদিক এগুলো দেখার কে? বড় বড় অফিসারের চোখে পড়ে না, তাহলে আপনার এত সমস্যা হয় কেন?’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কৃষক বলেন, ‘হামার জমিতে হামি নানা ধরনের ফসল ফলাতাম। সেই জমির মাটি ওরা কেটে নিয়ে যাচ্ছে। ফসলও পাচ্চি না, আবার জমিও নষ্ট হয়া যাচ্চে। কার কাছে হামি বিচের চামু। ওরা তো অনেক শক্তিশালী।’
এদিকে স্পার কেটে বালু উত্তোলন করায় স্পারের সংযোগ সড়কে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। ফলে পর্যটকেরা স্পারে উঠতে পারছেন না।
এ বিষয়ে একজন পর্যটক বলেন, ‘গাবতলী উপজেলা থেকে পরিজন নিয়ে হাসনাপাড়ার স্পার দেখতে এসেছিলাম। স্পারের উপরে উঠতে না পেরে ফিরে যাচ্ছি কালীতলা ঘাটে।’
হাটশেরপুর ইউপি চেয়ারম্যান নূর মেহেদী হাসান আলো বলেন, ‘এ বিষয়ে আমি তাঁদের সতর্ক করে দিয়েছি। মনে হচ্ছে তাঁরা কর্ণপাত করছেন না। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা চাইব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম জানান, ওই স্পার পয়েন্টে মাঝে মাঝেই অরভিযান পরিচালনা করে বালু উত্তোলন বন্ধ করা হয়। শিগগিরই সেখানে আবারও অভিযান পরিচালনা করা হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫