Ajker Patrika

ঢাবি শিক্ষক সমিতি নির্বাচনের প্রার্থী চূড়ান্ত

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১১: ৩৬
ঢাবি শিক্ষক সমিতি নির্বাচনের প্রার্থী চূড়ান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির নির্বাচনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল এবং বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। এদিকে গত চার বছরের মতো এবারও নির্বাচনে অংশ নিচ্ছে না বামপন্থী শিক্ষকদের সংগঠন গোলাপি দল। ঢাবি ক্লাব চত্বরে ২০২২ সালের কার্যকরী পরিষদের এ নির্বাচন চলতি মাসের ৩০ তারিখ সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

গত শনিবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। গত সোমবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সার্বিক বিষয়ে ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন পরিচালক ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, ‘নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা দেওয়া হয়েছে। আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিরপেক্ষ ও নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি।’

নাম প্রকাশ না করার শর্তে গোলাপি দলের এক শিক্ষক বলেন, ‘আমরা বিভিন্ন সময় নির্বাচন করলেও আমাদের প্রার্থী জয়ী হয়নি। এটা আমাদেরই ব্যর্থতা। আমাদের অনেক শিক্ষক আওয়ামীপন্থীদের সঙ্গে মিলে গেছে। আমরা ঐক্যবদ্ধ না। এমনকি আমাদের কোনো কমিটিও নেই। সার্বিক দিক বিবেচনায় আমরা নির্বাচনে অংশ নিচ্ছি না।’ সর্বশেষ ২০১৬ সালে অংশ নিয়েছিল গোলাপি দল।

ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ‘আমাদের প্রার্থীরা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন। শিক্ষক-শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণে সরকার কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিরোধী মতের শিক্ষকেরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আমি মনে করি, এসব দিক বিবেচনায় অনেক শিক্ষকই আমাদের ভোট দেবেন।’

নীল দলের প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইন বিভাগের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক পদে পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া। সাদা দল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. ইয়ারুল কবীর এবং সাধারণ সম্পাদক পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. আব্দুস সালাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত