বোরহান জাবেদ, ঢাকা

ভালো মানের পেস বোলার পাওয়া নিয়ে বাংলাদেশের হাহাকার খুব বেশি দিন আগের কথা নয়। ছবিটা এখন বদলেছে। দলে এখন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, শরীফুল ইসলামদের মতো একঝাঁক পেসার।
চোট কাটিয়ে সাদা বলে নিয়মিত হয়েছেন তরুণ হাসান মাহমুদ। লাল বলে নিয়মিত খেলছেন খালেদ আহমেদ। দলের সঙ্গেই থাকছেন রেজাউর রহমান রাজা। শুধু জাতীয় দল নয়, এর আশপাশেও রিপন মণ্ডল, মুশফিক হোসেনের মতো পেসাররা ভবিষ্যতের হাল ধরতে প্রস্তুত হচ্ছেন। এই তো কদিন আগের কথা। চট্টগ্রামে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে এই মুহূর্তে সেরা ছন্দে থাকা পেসার তাসকিন আহমেদ খেলতে পারেননি। পিঠের চোট ভালোই ভোগাচ্ছিল এই পেসারকে।
চট্টগ্রামে শেষ ওয়ানডেতে অবশ্য খেলেছিলেন তাসকিন। চাইলে টেস্টেও খেলানো যেত তাঁকে। তবু টিম ম্যানেজমেন্ট তাঁকে নিয়ে ঝুঁকি নেয়নি। কয়েক বছর পেছন ফিরে তাকালেও এভাবে কি ভাবার সুযোগ ছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের?
দলে ছিলেন না মোস্তাফিজও। কারও অভাব বুঝতে দেননি দুই পেসার ইবাদত ও খালেদ। ইবাদত অবশ্য পিঠের চোটে দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেননি। ঢাকায় দ্বিতীয় টেস্টের দলেও নেই তিনি। তবু কি আগের মতো সেই হাহাকার শোনা যাচ্ছে? ঢাকা টেস্টে হয়তো তাঁর জায়গা নেবেন তাসকিন। বিকল্প হিসেবে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা রেজাউর। মাঠের পারফরম্যান্সে পেসাররা এখন বাংলাদেশ দলের পথপ্রদর্শক। এই বছর তিন সংস্করণে মিলিয়ে পেসাররা ১৬৭ উইকেট নিয়েছেন। কোনো বছরে এটাই বাংলাদেশের পেসারদের সেরা সাফল্য।
গত বছর পেসাররা ১৬৬ উইকেট নিয়েছিলেন। ঢাকা টেস্টে এ বছরের সংখ্যাটা আরেকটু ওপরে নিয়ে যাওয়ার সুযোগ তো থাকছেই। ঢাকা টেস্টে দলে না থাকায় ১৬ ম্যাচে সবচেয়ে বেশি ৩৭ উইকেট নেওয়া ইবাদতকে বছরের ইতি টানতে হচ্ছে। ২৬ ম্যাচে ৩২ উইকেট নিয়ে দুই নম্বরে থাকা তাসকিনের অবশ্য সুযোগ থাকছে তাঁকে পেছনে ফেলার।
ব্যাটাররা যখন ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছেন না, পেসাররা পদপ্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। আগে বোলারদের উইকেট নেওয়ার সামর্থ্যের অভাব নিয়ে প্রশ্ন উঠত। বিশেষ করে টেস্টে।
এখন তাঁরা এই কাজটা প্রায় নিয়মিতই করছেন। বাংলাদেশের পেসারদের পারফরম্যান্সে মুগ্ধ এই সিরিজে ধারাভাষ্য দিতে আসা ম্যাট কবির। আজকের পত্রিকাকে তিনি বলছিলেন, ‘আমার দেখা বাংলাদেশের সেরা পেস বোলিং ইউনিট। ইবাদত, খালেদ, শরীফুল, তাসকিন, হাসান মাহমুদ—এক্সাইটিং একটা গ্রুপ। ফ্ল্যাট উইকেটেও বাড়তি গতি দিয়ে ইবাদত, তাসকিন, খালেদ পার্থক্য তৈরি করার ক্ষমতা রাখে।’
পেসারদের মতো এখন ব্যাটাররা ধারাবাহিক জ্বলে উঠলেই হয়।

ভালো মানের পেস বোলার পাওয়া নিয়ে বাংলাদেশের হাহাকার খুব বেশি দিন আগের কথা নয়। ছবিটা এখন বদলেছে। দলে এখন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, শরীফুল ইসলামদের মতো একঝাঁক পেসার।
চোট কাটিয়ে সাদা বলে নিয়মিত হয়েছেন তরুণ হাসান মাহমুদ। লাল বলে নিয়মিত খেলছেন খালেদ আহমেদ। দলের সঙ্গেই থাকছেন রেজাউর রহমান রাজা। শুধু জাতীয় দল নয়, এর আশপাশেও রিপন মণ্ডল, মুশফিক হোসেনের মতো পেসাররা ভবিষ্যতের হাল ধরতে প্রস্তুত হচ্ছেন। এই তো কদিন আগের কথা। চট্টগ্রামে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে এই মুহূর্তে সেরা ছন্দে থাকা পেসার তাসকিন আহমেদ খেলতে পারেননি। পিঠের চোট ভালোই ভোগাচ্ছিল এই পেসারকে।
চট্টগ্রামে শেষ ওয়ানডেতে অবশ্য খেলেছিলেন তাসকিন। চাইলে টেস্টেও খেলানো যেত তাঁকে। তবু টিম ম্যানেজমেন্ট তাঁকে নিয়ে ঝুঁকি নেয়নি। কয়েক বছর পেছন ফিরে তাকালেও এভাবে কি ভাবার সুযোগ ছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের?
দলে ছিলেন না মোস্তাফিজও। কারও অভাব বুঝতে দেননি দুই পেসার ইবাদত ও খালেদ। ইবাদত অবশ্য পিঠের চোটে দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেননি। ঢাকায় দ্বিতীয় টেস্টের দলেও নেই তিনি। তবু কি আগের মতো সেই হাহাকার শোনা যাচ্ছে? ঢাকা টেস্টে হয়তো তাঁর জায়গা নেবেন তাসকিন। বিকল্প হিসেবে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা রেজাউর। মাঠের পারফরম্যান্সে পেসাররা এখন বাংলাদেশ দলের পথপ্রদর্শক। এই বছর তিন সংস্করণে মিলিয়ে পেসাররা ১৬৭ উইকেট নিয়েছেন। কোনো বছরে এটাই বাংলাদেশের পেসারদের সেরা সাফল্য।
গত বছর পেসাররা ১৬৬ উইকেট নিয়েছিলেন। ঢাকা টেস্টে এ বছরের সংখ্যাটা আরেকটু ওপরে নিয়ে যাওয়ার সুযোগ তো থাকছেই। ঢাকা টেস্টে দলে না থাকায় ১৬ ম্যাচে সবচেয়ে বেশি ৩৭ উইকেট নেওয়া ইবাদতকে বছরের ইতি টানতে হচ্ছে। ২৬ ম্যাচে ৩২ উইকেট নিয়ে দুই নম্বরে থাকা তাসকিনের অবশ্য সুযোগ থাকছে তাঁকে পেছনে ফেলার।
ব্যাটাররা যখন ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছেন না, পেসাররা পদপ্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। আগে বোলারদের উইকেট নেওয়ার সামর্থ্যের অভাব নিয়ে প্রশ্ন উঠত। বিশেষ করে টেস্টে।
এখন তাঁরা এই কাজটা প্রায় নিয়মিতই করছেন। বাংলাদেশের পেসারদের পারফরম্যান্সে মুগ্ধ এই সিরিজে ধারাভাষ্য দিতে আসা ম্যাট কবির। আজকের পত্রিকাকে তিনি বলছিলেন, ‘আমার দেখা বাংলাদেশের সেরা পেস বোলিং ইউনিট। ইবাদত, খালেদ, শরীফুল, তাসকিন, হাসান মাহমুদ—এক্সাইটিং একটা গ্রুপ। ফ্ল্যাট উইকেটেও বাড়তি গতি দিয়ে ইবাদত, তাসকিন, খালেদ পার্থক্য তৈরি করার ক্ষমতা রাখে।’
পেসারদের মতো এখন ব্যাটাররা ধারাবাহিক জ্বলে উঠলেই হয়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫