নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুয়ারে টকটক কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী শুক্রবার থেকে শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট সামনে রেখে দেশ-বিদেশের তারকাদের সমাবেশ হচ্ছে ধীরে ধীরে। এরই মধ্যে মাঠেও নেমে পড়েছে দলগুলো। মহামারিতে প্রথমবারের মতো হতে যাওয়া বিপিএলে পুরোনো প্রশ্নটা আবারও আসছে—ভালো উইকেটে খেলা হবে তো?
গতকাল মিনিস্টার গ্রুপ ঢাকার জার্সি উন্মোচন অনুষ্ঠানে তামিম ইকবাল অবশ্য ভালো উইকেটের প্রত্যাশাই করেছেন। অনুষ্ঠানে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদও। বিপিএলে তামিম-মাশরাফিরা এবার ঢাকার হয়ে মাহমুদউল্লাহর নেতৃত্বেই খেলছেন।
দুদিন আগে সিলেটে শেষ হওয়া বিসিএল ওয়ানডেতে লো স্কোরিং উইকেট দেখা গেছে। যদিও বিসিএল শুরুর আগে শোনা যাচ্ছিল সিলেটের উইকেট স্পোর্টিং হবে। প্রসঙ্গটা টেনে তামিম বললেন, ‘সিলেটের উইকেট কঠিন ছিল। বিপিএলে যারা টিভিতে খেলা দেখবে, তারা অবশ্যই রান দেখতে চায়। ১৭০-১৮০ রান হবে, সেটা আরেকটি দল তাড়া করে ফেলবে। এটাই টি-টোয়েন্টি ক্রিকেটের মজা।’
তামিমের মতো প্রতি বিপিএলে দর্শকদেরও একই চাওয়া—হবে চার-ছক্কার বৃষ্টি, হবে রান উৎসব। যদিও দেশের, বিশেষ করে মিরপুরের নিচু ও মন্থর উইকেটে খুব একটা রানপ্রসবা উইকেটের দেখা মেলেনি আগের আসরগুলোয়। একটু ব্যতিক্রম ২০১৯-২০ মৌসুমে হওয়া বিশেষ বঙ্গবন্ধু বিপিএল। ফ্র্যাঞ্চাইজি পদ্ধতি বাদ দিয়ে বিসিবি বিশেষ এক বিপিএল আয়োজন করেছিল গত মৌসুমে। এই টুর্নামেন্টে তুলনামূলক ভালো উইকেটে খেলা হওয়ায় বেশ ধারাবাহিক ভালো স্কোর দেখা গিয়েছিল। টুর্নামেন্টে সম্প্রচারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সর্বশেষ ২০১৮-১৯ মৌসুমে ফ্র্যাঞ্চাইজি বিপিএলে প্রতি ইনিংসে গড়ে রান উঠেছিল ১৬০। সেখানে বঙ্গবন্ধু বিপিএলে ইনিংসপ্রতি গড়ে ছিল ১৬৫ রান। ম্যাচের হিসাবে গড় রান বেশি ছিল বঙ্গবন্ধু বিপিএলে। আগেরবারের তুলনায় ম্যাচপ্রতি গড়ে ১৩ রান বেশি হয়েছে সর্বশেষ বিশেষ বিপিএলে। এবারের বিপিএলে ভালো উইকেটে খেলা হবে, এমনই আশা তামিমের, ‘আশা করি উইকেট ভালো থাকবে। কিউরেটর আর মাঠকর্মীরা ভালো উইকেটই তৈরির চেষ্টা করবেন।’
উইকেট যেমনই হোক, গতকাল পাওয়ার হিটিংয়ে ঝালিয়ে নিতে দেখা গেল বরিশালে খেলা সাকিব আল হাসানকে। অনুশীলন শেষে বরিশালের ব্যাটিং পরামর্শক নাজমুল আবেদীন ফাহিম জানালেন সাকিবের প্রস্তুতি নিয়ে, ‘সাকিবের বিগ হিটিং, পাওয়ার হিটিং নিয়ে কাজ শুরু করেছি আগেই। ওর ব্যাটে-বলে ভালো হচ্ছে। সাকিবের বড় শট খেলা খুব জরুরি।’
বিপিএলে দলগুলোর দ্বিতীয় দিনের অনুশীলনে চমক ছিলেন স্টিভ রোডস। এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের টেকনিক্যাল পরামর্শক হয়ে এসেছেন এই ব্রিটিশ কোচ। কুমিল্লায় আছেন দেশের অন্যতম সফল কোচ মোহাম্মদ সালাউদ্দিনও। দলে ‘থিংক ট্যাংক’ একটু ভারী হয়ে গেল কি না, এ প্রশ্নে সালাউদ্দিন বলছেন, ‘এ রকম হওয়ার সুযোগ খুব কম। যখন খেলা হবে তখন আমার নিজের মাথা থেকেই ভুল করব। অন্যের পরামর্শে ভুল করতে রাজি না। যদি নিজে ভুল করি, সেখান থেকে কিছু শিখতে পারব।’

দুয়ারে টকটক কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী শুক্রবার থেকে শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট সামনে রেখে দেশ-বিদেশের তারকাদের সমাবেশ হচ্ছে ধীরে ধীরে। এরই মধ্যে মাঠেও নেমে পড়েছে দলগুলো। মহামারিতে প্রথমবারের মতো হতে যাওয়া বিপিএলে পুরোনো প্রশ্নটা আবারও আসছে—ভালো উইকেটে খেলা হবে তো?
গতকাল মিনিস্টার গ্রুপ ঢাকার জার্সি উন্মোচন অনুষ্ঠানে তামিম ইকবাল অবশ্য ভালো উইকেটের প্রত্যাশাই করেছেন। অনুষ্ঠানে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদও। বিপিএলে তামিম-মাশরাফিরা এবার ঢাকার হয়ে মাহমুদউল্লাহর নেতৃত্বেই খেলছেন।
দুদিন আগে সিলেটে শেষ হওয়া বিসিএল ওয়ানডেতে লো স্কোরিং উইকেট দেখা গেছে। যদিও বিসিএল শুরুর আগে শোনা যাচ্ছিল সিলেটের উইকেট স্পোর্টিং হবে। প্রসঙ্গটা টেনে তামিম বললেন, ‘সিলেটের উইকেট কঠিন ছিল। বিপিএলে যারা টিভিতে খেলা দেখবে, তারা অবশ্যই রান দেখতে চায়। ১৭০-১৮০ রান হবে, সেটা আরেকটি দল তাড়া করে ফেলবে। এটাই টি-টোয়েন্টি ক্রিকেটের মজা।’
তামিমের মতো প্রতি বিপিএলে দর্শকদেরও একই চাওয়া—হবে চার-ছক্কার বৃষ্টি, হবে রান উৎসব। যদিও দেশের, বিশেষ করে মিরপুরের নিচু ও মন্থর উইকেটে খুব একটা রানপ্রসবা উইকেটের দেখা মেলেনি আগের আসরগুলোয়। একটু ব্যতিক্রম ২০১৯-২০ মৌসুমে হওয়া বিশেষ বঙ্গবন্ধু বিপিএল। ফ্র্যাঞ্চাইজি পদ্ধতি বাদ দিয়ে বিসিবি বিশেষ এক বিপিএল আয়োজন করেছিল গত মৌসুমে। এই টুর্নামেন্টে তুলনামূলক ভালো উইকেটে খেলা হওয়ায় বেশ ধারাবাহিক ভালো স্কোর দেখা গিয়েছিল। টুর্নামেন্টে সম্প্রচারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সর্বশেষ ২০১৮-১৯ মৌসুমে ফ্র্যাঞ্চাইজি বিপিএলে প্রতি ইনিংসে গড়ে রান উঠেছিল ১৬০। সেখানে বঙ্গবন্ধু বিপিএলে ইনিংসপ্রতি গড়ে ছিল ১৬৫ রান। ম্যাচের হিসাবে গড় রান বেশি ছিল বঙ্গবন্ধু বিপিএলে। আগেরবারের তুলনায় ম্যাচপ্রতি গড়ে ১৩ রান বেশি হয়েছে সর্বশেষ বিশেষ বিপিএলে। এবারের বিপিএলে ভালো উইকেটে খেলা হবে, এমনই আশা তামিমের, ‘আশা করি উইকেট ভালো থাকবে। কিউরেটর আর মাঠকর্মীরা ভালো উইকেটই তৈরির চেষ্টা করবেন।’
উইকেট যেমনই হোক, গতকাল পাওয়ার হিটিংয়ে ঝালিয়ে নিতে দেখা গেল বরিশালে খেলা সাকিব আল হাসানকে। অনুশীলন শেষে বরিশালের ব্যাটিং পরামর্শক নাজমুল আবেদীন ফাহিম জানালেন সাকিবের প্রস্তুতি নিয়ে, ‘সাকিবের বিগ হিটিং, পাওয়ার হিটিং নিয়ে কাজ শুরু করেছি আগেই। ওর ব্যাটে-বলে ভালো হচ্ছে। সাকিবের বড় শট খেলা খুব জরুরি।’
বিপিএলে দলগুলোর দ্বিতীয় দিনের অনুশীলনে চমক ছিলেন স্টিভ রোডস। এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের টেকনিক্যাল পরামর্শক হয়ে এসেছেন এই ব্রিটিশ কোচ। কুমিল্লায় আছেন দেশের অন্যতম সফল কোচ মোহাম্মদ সালাউদ্দিনও। দলে ‘থিংক ট্যাংক’ একটু ভারী হয়ে গেল কি না, এ প্রশ্নে সালাউদ্দিন বলছেন, ‘এ রকম হওয়ার সুযোগ খুব কম। যখন খেলা হবে তখন আমার নিজের মাথা থেকেই ভুল করব। অন্যের পরামর্শে ভুল করতে রাজি না। যদি নিজে ভুল করি, সেখান থেকে কিছু শিখতে পারব।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫