মো. শামীম রেজা, রাজবাড়ী

এক বছরের মতো বাকি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের। এরই মধ্যে ভোটারদের দৃষ্টি কাড়তে সারা দেশে শুরু হয়েছে দল ও মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতা। সেই ধারাবাহিকতা চলছে রাজবাড়ী-১ আসনেও। জেলার সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত এই আসন। আসনটি বরাবরই আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এবারও এই আসনের দখল ধরে রাখতে চায় ক্ষমতাসীন দল। তাই ভোটের মাঠে এরই মধ্যে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন পাঁচবারের সংসদ সদস্য কাজী কেরামত আলী। অন্য নেতাদের উপস্থিতিও সরব। তবে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা আসনটিতে এখনো নীরব। তাঁরা কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায় আছেন।
সাধারণ ভোটাররা বলছেন, ভোটের মাঠে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের প্রার্থীদের উপস্থিতি তেমন নেই। প্রার্থীরা যেহেতু মাঠে নেই, তাই এ মুহূর্তে বলা মুশকিল, কাকে নির্বাচিত করবেন। তবে যেসব প্রার্থী নির্বাচনে অংশ নেবেন, তাঁদের মধ্য থেকে যোগ্য প্রার্থীকে বেছে নেবেন বলে জানান তাঁরা।
পরিসংখ্যান বলছে, বরাবরই এই আসনে এগিয়ে আওয়ামী লীগ। ১৯৯১ সালের নির্বাচনে আসনটিতে জয়লাভ করেন জেলা আওয়ামী লীগের তৎকালীন নেতা আব্দুল ওয়াজেদ চৌধুরী। বার্ধক্যের কারণে ১৯৯২ সালে তাঁর মৃত্যু হলে রাজবাড়ী-১ আসন শূন্য ঘোষণা করা হয়। পরে উপনির্বাচনে আওয়ামী লীগের টিকিটে কাজী কেরামত আলী সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালেও তিনি জয়লাভ করেন। তবে ২০০১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের কাছে তিনি পরাজিত হন।
কাজী কেরামত আলী ২০০৮ সালের নির্বাচনে আবার আওয়ামী লীগের প্রার্থী হন। ওই নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে আসনটি পুনরুদ্ধার করেন তিনি। ২০১৪ সালের নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী কেরামত আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। এ নিয়ে পাঁচবার তিনি এই আসনের সংসদ সদস্য।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি, বর্তমান সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এবারও দলের কাছে মনোনয়ন চাইবেন। এ ছাড়া রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আকবর আলী মর্জি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা ও রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মহম্মদ আলী চৌধুরী দলীয় মনোনয়ন চাইতে পারেন।
এদিকে বিএনপি এখনো রয়েছে কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায়। দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলে এই আসনে দলীয় মনোনয়ন চাইতে পারেন তিনবারের নির্বাচিত রাজবাড়ী পৌরসভার চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ ছাড়া রয়েছেন সাবেক সহসভাপতি আসলাম মিয়া, সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া।
জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বলেন, ‘আমাদের একটাই শর্ত, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে বিএনপি তাতে অংশ নেবে না। যদি নির্বাচন করার মতো পরিস্থিতি আসে, তাহলে বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হবে।’
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার বলেন, এই সরকারের আমলে পদ্মা সেতু হয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। জনগণ শুধু আওয়ামী লীগকে চায়।’
অন্যদিকে আওয়ামী লীগ ও বিএনপির পাশাপাশি মাঠে রয়েছে জাতীয় পার্টির নেতারাও। জাতীয় পার্টির মনোনয়ন চাইতে পারেন জেলা জাতীয় পার্টির সভাপতি হাবিবুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক মোকসেদুর রহমান মমিন।

এক বছরের মতো বাকি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের। এরই মধ্যে ভোটারদের দৃষ্টি কাড়তে সারা দেশে শুরু হয়েছে দল ও মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতা। সেই ধারাবাহিকতা চলছে রাজবাড়ী-১ আসনেও। জেলার সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত এই আসন। আসনটি বরাবরই আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এবারও এই আসনের দখল ধরে রাখতে চায় ক্ষমতাসীন দল। তাই ভোটের মাঠে এরই মধ্যে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন পাঁচবারের সংসদ সদস্য কাজী কেরামত আলী। অন্য নেতাদের উপস্থিতিও সরব। তবে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা আসনটিতে এখনো নীরব। তাঁরা কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায় আছেন।
সাধারণ ভোটাররা বলছেন, ভোটের মাঠে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের প্রার্থীদের উপস্থিতি তেমন নেই। প্রার্থীরা যেহেতু মাঠে নেই, তাই এ মুহূর্তে বলা মুশকিল, কাকে নির্বাচিত করবেন। তবে যেসব প্রার্থী নির্বাচনে অংশ নেবেন, তাঁদের মধ্য থেকে যোগ্য প্রার্থীকে বেছে নেবেন বলে জানান তাঁরা।
পরিসংখ্যান বলছে, বরাবরই এই আসনে এগিয়ে আওয়ামী লীগ। ১৯৯১ সালের নির্বাচনে আসনটিতে জয়লাভ করেন জেলা আওয়ামী লীগের তৎকালীন নেতা আব্দুল ওয়াজেদ চৌধুরী। বার্ধক্যের কারণে ১৯৯২ সালে তাঁর মৃত্যু হলে রাজবাড়ী-১ আসন শূন্য ঘোষণা করা হয়। পরে উপনির্বাচনে আওয়ামী লীগের টিকিটে কাজী কেরামত আলী সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালেও তিনি জয়লাভ করেন। তবে ২০০১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের কাছে তিনি পরাজিত হন।
কাজী কেরামত আলী ২০০৮ সালের নির্বাচনে আবার আওয়ামী লীগের প্রার্থী হন। ওই নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে আসনটি পুনরুদ্ধার করেন তিনি। ২০১৪ সালের নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী কেরামত আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। এ নিয়ে পাঁচবার তিনি এই আসনের সংসদ সদস্য।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি, বর্তমান সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এবারও দলের কাছে মনোনয়ন চাইবেন। এ ছাড়া রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আকবর আলী মর্জি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা ও রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মহম্মদ আলী চৌধুরী দলীয় মনোনয়ন চাইতে পারেন।
এদিকে বিএনপি এখনো রয়েছে কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায়। দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলে এই আসনে দলীয় মনোনয়ন চাইতে পারেন তিনবারের নির্বাচিত রাজবাড়ী পৌরসভার চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ ছাড়া রয়েছেন সাবেক সহসভাপতি আসলাম মিয়া, সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া।
জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বলেন, ‘আমাদের একটাই শর্ত, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে বিএনপি তাতে অংশ নেবে না। যদি নির্বাচন করার মতো পরিস্থিতি আসে, তাহলে বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হবে।’
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার বলেন, এই সরকারের আমলে পদ্মা সেতু হয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। জনগণ শুধু আওয়ামী লীগকে চায়।’
অন্যদিকে আওয়ামী লীগ ও বিএনপির পাশাপাশি মাঠে রয়েছে জাতীয় পার্টির নেতারাও। জাতীয় পার্টির মনোনয়ন চাইতে পারেন জেলা জাতীয় পার্টির সভাপতি হাবিবুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক মোকসেদুর রহমান মমিন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫