নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে ওঠা অবৈধ বহুতল ভবন, মার্কেট, টিনশেড ঘর ও দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় দখলদারদের বাধার মুখে পড়তে হয় কর্তৃপক্ষকে। প্রভাবশালী দখলদারদের হম্বিতম্বিতে ভ্রুক্ষেপ না করে একের পর এক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে মেয়র আতিকুল ইসলাম অভিযানের উদ্বোধন করেন। এ সময় ঢাকা জেলার প্রশাসক শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানের শুরুতে খালের জমি দখল করে গড়ে তোলা দুটি বহুতল ভবনের বর্ধিত অংশ ভেঙে দেওয়া হয়। উচ্ছেদ করা হয় খাল ভরাট করে গড়ে তোলা হয় দোকানপাট। এরপর খালের জায়গায় বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক সমিতির অফিস উচ্ছেদ করতে গেলে বাধা দেন শ্রমিকেরা। এ সময় তাঁরা দাবি করেন, ‘এটি একটি মসজিদ, এটা উচ্ছেদ করা যাবে না।’ একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন শ্রমিকেরা। এতে কোনোরকমে রক্ষা পান মেয়রসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
বেলা দেড়টার দিকে খালের ওপর গড়ে ওঠা ‘একতা কাঁচাবাজার’ উচ্ছেদ করতে গেলে আবার বাধা দেন কয়েকজন নারী। তাঁদের সরিয়ে দিতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। নির্দেশনা অমান্য করে উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় দুই নারীসহ চারজনকে আটক করে পুলিশ। আটকের প্রায় চার ঘণ্টা পর আওয়ামী মহিলা লীগের মোহাম্মদপুর থানা কমিটির সদস্য ফারজানা কলি ও মারুফা কাজল এবং স্থানীয় আল-আমিন ও লিটন মিয়াকে মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়।
এদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র বলেন, ‘নোটিশ দিয়ে কোনো কাজ হয় না। তাই এখন থেকে বিনা নোটিশেই অবৈধ স্থাপনা উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে। আগামী তিন দিন অভিযান চলবে।’
তিনি বলেন, ‘অবৈধ স্থাপনার কারণে খালের গতি বন্ধ হয়ে গেছে। দখলদারেরা খাল দখল করে রাস্তা বানিয়ে ফেলেছে। তারা এত বড় সাহস কীভাবে পায়! এটা তো এক দিনে হয়নি। রাজউক, ঢাকা জেলা প্রশাসনসহ কারোরই অনুমোদন নেই এখানে।’
খাল দখলে দায় কার জানতে চাইলে মেয়র বলেন, ‘আমরা মাত্র এক বছর আগে দায়িত্ব পেয়েছি। ওয়াসা ঠিকমতো দায়িত্ব পালন না করায় খালের এমন পরিণতি হয়েছে।’
ডিএনসিসির প্রায় ছয় ঘণ্টার অভিযানে ৩০টি দোকান, দুটি ভবনের অবৈধ অংশ, একটি বাজার ও দুটি রিকশার গ্যারেজ উচ্ছেদ করা হয়।

মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে ওঠা অবৈধ বহুতল ভবন, মার্কেট, টিনশেড ঘর ও দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় দখলদারদের বাধার মুখে পড়তে হয় কর্তৃপক্ষকে। প্রভাবশালী দখলদারদের হম্বিতম্বিতে ভ্রুক্ষেপ না করে একের পর এক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে মেয়র আতিকুল ইসলাম অভিযানের উদ্বোধন করেন। এ সময় ঢাকা জেলার প্রশাসক শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানের শুরুতে খালের জমি দখল করে গড়ে তোলা দুটি বহুতল ভবনের বর্ধিত অংশ ভেঙে দেওয়া হয়। উচ্ছেদ করা হয় খাল ভরাট করে গড়ে তোলা হয় দোকানপাট। এরপর খালের জায়গায় বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক সমিতির অফিস উচ্ছেদ করতে গেলে বাধা দেন শ্রমিকেরা। এ সময় তাঁরা দাবি করেন, ‘এটি একটি মসজিদ, এটা উচ্ছেদ করা যাবে না।’ একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন শ্রমিকেরা। এতে কোনোরকমে রক্ষা পান মেয়রসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
বেলা দেড়টার দিকে খালের ওপর গড়ে ওঠা ‘একতা কাঁচাবাজার’ উচ্ছেদ করতে গেলে আবার বাধা দেন কয়েকজন নারী। তাঁদের সরিয়ে দিতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। নির্দেশনা অমান্য করে উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় দুই নারীসহ চারজনকে আটক করে পুলিশ। আটকের প্রায় চার ঘণ্টা পর আওয়ামী মহিলা লীগের মোহাম্মদপুর থানা কমিটির সদস্য ফারজানা কলি ও মারুফা কাজল এবং স্থানীয় আল-আমিন ও লিটন মিয়াকে মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়।
এদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র বলেন, ‘নোটিশ দিয়ে কোনো কাজ হয় না। তাই এখন থেকে বিনা নোটিশেই অবৈধ স্থাপনা উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে। আগামী তিন দিন অভিযান চলবে।’
তিনি বলেন, ‘অবৈধ স্থাপনার কারণে খালের গতি বন্ধ হয়ে গেছে। দখলদারেরা খাল দখল করে রাস্তা বানিয়ে ফেলেছে। তারা এত বড় সাহস কীভাবে পায়! এটা তো এক দিনে হয়নি। রাজউক, ঢাকা জেলা প্রশাসনসহ কারোরই অনুমোদন নেই এখানে।’
খাল দখলে দায় কার জানতে চাইলে মেয়র বলেন, ‘আমরা মাত্র এক বছর আগে দায়িত্ব পেয়েছি। ওয়াসা ঠিকমতো দায়িত্ব পালন না করায় খালের এমন পরিণতি হয়েছে।’
ডিএনসিসির প্রায় ছয় ঘণ্টার অভিযানে ৩০টি দোকান, দুটি ভবনের অবৈধ অংশ, একটি বাজার ও দুটি রিকশার গ্যারেজ উচ্ছেদ করা হয়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫