কুমকুম শারমিন

উপকরণ
ব্রয়লার ছাড়া যেকোনো মুরগি ১ কেজি, টকদই আড়াই শ গ্রাম, বড় কাপের দেড় কাপ পেঁয়াজবাটা এবং দেড় কাপ ঝুরি করে কাটা পেঁয়াজ, সয়াবিন তেল ২ কাপ, দারুচিনি ও এলাচি ৪ থেকে ৫টি করে, ঘি ৫ থেকে ৬ টেবিল চামচ, আদা ও রসুনবাটা এবং মরিচ ও ধনে গুঁড়ো আধা চা-চামচ করে, গুঁড়ো দুধ ৮ চা-চামচ, কাঠবাদাম ও পেস্তা বাদাম পেস্ট ৪ চা-চামচ, লবণ ও চিনি স্বাদমতো, কাঁচা মরিচ ৭ থেকে ৮টি।
প্রণালি
মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। তারপর টকদই সামান্য পানি দিয়ে ফেটিয়ে মুরগি মেরিনেট করে ফ্রিজে রাখুন ২ ঘণ্টা।কড়াইয়ে তেল গরম করে তাতে দারুচিনি ও এলাচি দিয়ে দিন। সেই তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে তুলে রাখুন। ওই তেলে বাকি কাঁচা পেঁয়াজ, পেঁয়াজবাটা, আদা-রসুনবাটা, ধনে-মরিচগুঁড়ো ও লবণ দিয়ে কষিয়ে নিন। কষানোর সময় পানি দেবেন না। কষানো শেষে মসলার ওপর তেল উঠে এলে মেরিনেট করে রাখা মুরগি দিয়ে দিন। সঙ্গে বাদামবাটা দিয়ে দিন। তারপর চুলা মাঝারি আঁচে রেখে, মুরগি ভালোমতো নেড়েচেড়ে ঢেকে দিন। মোটামুটি ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে মুরগির ওপর তেল উঠে এলে তাতে গরম পানিতে গুলে রাখা গুঁড়ো দুধ দিয়ে নেড়ে নিয়ে আবার ঢেকে দিন। ঝোল মাখা মাখা হয়ে পানি শুকিয়ে মুরগির ওপরে তেল উঠে এলে চুলার আঁচ কমিয়ে দিন। এবার চাইলে তাতে ২ থেকে ৩ চামচ লেবুর রস দেওয়া যেতে পারে। তারপর চিনি দিয়ে ঢেকে দিতে হবে। ২ থেকে ৩ মিনিট পরে তাতে পেঁয়াজ বেরেস্তা আর কাঁচা মরিচ ফালি করে দিয়ে একটু নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিন।খাবার আগে চাইলে তাতে আরও কিছু বেরেস্তা ছড়িয়ে দিন। সাদা পোলাও বা পরোটা দিয়ে পরিবেশন করুন।
রেসিপি ও ছবি: কুমকুম শারমিন

উপকরণ
ব্রয়লার ছাড়া যেকোনো মুরগি ১ কেজি, টকদই আড়াই শ গ্রাম, বড় কাপের দেড় কাপ পেঁয়াজবাটা এবং দেড় কাপ ঝুরি করে কাটা পেঁয়াজ, সয়াবিন তেল ২ কাপ, দারুচিনি ও এলাচি ৪ থেকে ৫টি করে, ঘি ৫ থেকে ৬ টেবিল চামচ, আদা ও রসুনবাটা এবং মরিচ ও ধনে গুঁড়ো আধা চা-চামচ করে, গুঁড়ো দুধ ৮ চা-চামচ, কাঠবাদাম ও পেস্তা বাদাম পেস্ট ৪ চা-চামচ, লবণ ও চিনি স্বাদমতো, কাঁচা মরিচ ৭ থেকে ৮টি।
প্রণালি
মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। তারপর টকদই সামান্য পানি দিয়ে ফেটিয়ে মুরগি মেরিনেট করে ফ্রিজে রাখুন ২ ঘণ্টা।কড়াইয়ে তেল গরম করে তাতে দারুচিনি ও এলাচি দিয়ে দিন। সেই তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে তুলে রাখুন। ওই তেলে বাকি কাঁচা পেঁয়াজ, পেঁয়াজবাটা, আদা-রসুনবাটা, ধনে-মরিচগুঁড়ো ও লবণ দিয়ে কষিয়ে নিন। কষানোর সময় পানি দেবেন না। কষানো শেষে মসলার ওপর তেল উঠে এলে মেরিনেট করে রাখা মুরগি দিয়ে দিন। সঙ্গে বাদামবাটা দিয়ে দিন। তারপর চুলা মাঝারি আঁচে রেখে, মুরগি ভালোমতো নেড়েচেড়ে ঢেকে দিন। মোটামুটি ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে মুরগির ওপর তেল উঠে এলে তাতে গরম পানিতে গুলে রাখা গুঁড়ো দুধ দিয়ে নেড়ে নিয়ে আবার ঢেকে দিন। ঝোল মাখা মাখা হয়ে পানি শুকিয়ে মুরগির ওপরে তেল উঠে এলে চুলার আঁচ কমিয়ে দিন। এবার চাইলে তাতে ২ থেকে ৩ চামচ লেবুর রস দেওয়া যেতে পারে। তারপর চিনি দিয়ে ঢেকে দিতে হবে। ২ থেকে ৩ মিনিট পরে তাতে পেঁয়াজ বেরেস্তা আর কাঁচা মরিচ ফালি করে দিয়ে একটু নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিন।খাবার আগে চাইলে তাতে আরও কিছু বেরেস্তা ছড়িয়ে দিন। সাদা পোলাও বা পরোটা দিয়ে পরিবেশন করুন।
রেসিপি ও ছবি: কুমকুম শারমিন

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫