Ajker Patrika

পরমাণু অস্ত্রের প্রস্তুতি পুতিনের

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৮: ৪৯
পরমাণু অস্ত্রের প্রস্তুতি পুতিনের

একটি বাড়ির দেয়ালে নিজেদের আড়াল করে রেখেছেন কয়েকজন সেনা। সেই আড়াল থেকে বেরিয়ে একটু পরপরই গুলি ও রকেট ছুড়ছেন তাঁরা। গোলা ছুড়েই আবার দেয়ালের আড়ালে যাচ্ছেন। এ দৃশ্য ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকভের। যুদ্ধের এই ভিডিও টুইটারে পোস্ট করেছেন এক ব্যবহারকারী। রুশ বাহিনী খারকভে ঢুকে পড়ার পর এভাবেই শহরের সড়কে সড়কে যুদ্ধ ছড়িয়ে পড়েছে।

শুধু খারকভেই নয়, রাজধানী কিয়েভেও জোরদার হয়েছে রুশ হামলা। তবে ব্যাপক প্রতিরোধের মুখে তাদের অগ্রগতি কিছুটা শ্লথ হয়ে পড়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো। খারকভ ও কিয়েভের স্থানীয় কর্তৃপক্ষও দাবি করেছে, এই দুই শহর গতকাল রোববার পর্যন্ত ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণে ছিল।

পারমাণবিক প্রস্তুতি পুতিনের
বিবিসি জানায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর সামরিক বাহিনীর যে অংশ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ করে, সেই অংশকে বিশেষ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। বিশ্লেষকেরা বলছেন, রাশিয়ার সামরিক বাহিনীর কৌশলগত ক্ষেপণাস্ত্র ইউনিটের জন্য এটি সর্বোচ্চ সতর্কতা। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি জেরাসিমফসহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় পুতিন বলেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার সঙ্গে বৈরী আচরণ করছে এবং অনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। সিএনএন জানায়, টেলিভিশনে সম্প্রচারিত ওই বৈঠকে পুতিন আরও বলেন, ‘ন্যাটোর নেতৃস্থানীয় দেশগুলোর শীর্ষ নেতারা আমাদের দেশ সম্পর্কে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি প্রতিরক্ষামন্ত্রী ও চিফ অব জেনারেল স্টাফকে রাশিয়ান আর্মি ডেটারেন্স ফোর্সকে (পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণকারী ইউনিট) যুদ্ধের জন্য প্রস্তুত করতে নির্দেশ দিচ্ছি।’রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, রাশিয়ার বাহিনীর এই কৌশলগত ইউনিটকে রাশিয়া ও তার মিত্রদের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন মোকাবিলা এবং পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত করে গড়ে তোলা হয়েছে। 

আজ রুশ-ইউক্রেন আলোচনা
রাশিয়ার শান্তি ও যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। প্রেসিডেন্ট জেলেনস্কির কার্যালয়ের বরাত দিয়ে সিএনএন জানায়, গতকাল বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোন করেছেন। আলোচনায় তাঁরা রাজি হয়েছেন যে ইউক্রেনের প্রতিনিধি দল রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে কোনো রকম পূর্বশর্ত ছাড়াই আজ সোমবার ইউক্রেন-বেলারুশ সীমান্তে প্রিপিয়াত নদীর তীরবর্তী এলাকায় আলোচনায় বসবে। লুকাশেঙ্কো প্রতিশ্রুতি দিয়েছেন, আলোচনার সময় তাঁর দেশে অবস্থানরত যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলো শান্ত থাকবে। তবে এর আগে গতকালই রাশিয়ার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন জেলেনস্কি। সে সময় তাঁর যুক্তি ছিল, বেলারুশ থেকে তাঁর দেশে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। কাজেই সেখানে তিনি কোনো আলোচনায় রাজি নন। জেলেনস্কি এ দিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়ার ভেটো ক্ষমতা কেড়ে নেওয়ার আহ্বানও জানিয়েছেন। গত শুক্রবার নিরাপত্তা পরিষদে রুশ হামলার নিন্দা জানিয়ে তোলা এক প্রস্তাবে ভেটো ক্ষমতা ব্যবহার করেছে মস্কো। 

ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি
ইউক্রেনে রুশ হামলার চতুর্থ দিন ছিল গতকাল রোববার। রাজধানী কিয়েভে গতকাল পর্যন্ত সুবিধা করে উঠতে পারেনি রুশ বাহিনী। এই অবস্থার মধ্যেই তারা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকভে ঢুকে পড়ে। যদিও বিবিসি জানিয়েছে, খারকভের নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইউক্রেনের সেনারা। তবে রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স দাবি করেছে, ইউক্রেনের রাজধানীর একটি এলাকা ক্রয়েশ্চিনায় রুশ বাহিনীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর এক উপদেষ্টা এ তথ্য নিশ্চিত করে বলেছেন, আবাসিক এলাকায় এভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে রাশিয়া কাণ্ডজ্ঞানহীন ও নিষ্ঠুর আচরণ করেছে।

বিবিসি জানায়, ইউক্রেনের সরকার শুরু থেকেই সাধারণ মানুষকে যুদ্ধে অংশ নিতে আহ্বান জানিয়ে আসছে। গত শনিবার তারা ৬০ বছর বয়স পর্যন্ত সব প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। এর আগে তারা সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছে আগ্নেয়াস্ত্র। পাশাপাশি কীভাবে পেট্রল বোমা বানাতে হয়, তার কৌশলও অব্যাহতভাবে শিখিয়ে যাচ্ছে।  

গার্ডিয়ান জানায়, ইউক্রেনের বাহিনী দাবি করেছে, তারা বেলারুশের যুদ্ধবিমান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে। এদিকে রুশ বাহিনীর হামলায় খারকভে একটি গ্যাস পাইপলাইনে আগুন ধরে গেছে। কিয়েভের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ভাসিলকিভে একটি তেল টার্মিনালে হামলা হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে, রাজধানী কিয়েভের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপশহর বুচায়ও ব্যাপক যুদ্ধ চলছে। বিবিসি জানায়, ইউক্রেন দাবি করেছে, তাদের বাহিনীর প্রতিরোধের মুখে এ পর্যন্ত ৪ হাজার ৩০০ রুশ সেনা নিহত হয়েছেন। এ ছাড়া রাশিয়ার ২৭টি যুদ্ধবিমান, ২৬টি হেলিকপ্টার, ১৪৬টি ট্যাংক, ৭০৬টি সাঁজোয়া যান, ৪৯টি কামান, একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ৪টি গ্রেড রকেট লঞ্চার ব্যবস্থা, ৩০টি যান, ৬০টি ট্যাংকার, দুটি ড্রোন ও দুটি নৌযান ধ্বংস হয়েছে। তবে রাশিয়ার তরফ থেকে এসব ক্ষয়ক্ষতি নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রেসিডেন্ট পুতিন গতকাল সংক্ষিপ্ত এক টেলিভিশন ভাষণে তাঁর সেনাদের নায়কোচিত দায়িত্বপালনের প্রশংসা করেছেন। 

ইউক্রেনে প্রাণহানি-বাস্তুচ্যুত কত
বিবিসি জানায়, ইউক্রেনে রুশ হামলায় এ পর্যন্ত দুই শতাধিক বেসামরিক লোক নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। সিএনএন জানায়, জাতিসংঘ গতকাল বলেছে, রুশ হামলায় দেশটিতে এ পর্যন্ত কমপক্ষে ৬৪ জন বেসামরিক লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে সর্বশেষ কিয়েভের লড়াইয়ের সময় ছয় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। 
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, রুশ হামলা থেকে বাঁচতে ইউক্রেন ছাড়া মানুষের সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে দেড় লাখের বেশি মানুষ গেছে পোল্যান্ডে। 

আন্তর্জাতিক আদালতে জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, তাঁর দেশ দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এবং রুশ হামলা বন্ধের নির্দেশ চেয়ে আবেদন করেছে। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত অবশ্য কেবল কোনো দেশ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানায়। 

আন্তর্জাতিক পদক্ষেপ
আল জাজিরা, বিবিসি, সিএনএন, নিউইয়র্ক টাইমসসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, রাশিয়াকে কোণঠাসা করতে গতকালও সোচ্চার ছিল ইউরোপ-আমেরিকার দেশগুলো। গ্রিসসহ আরও কিছু দেশ ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে। এ ছাড়া জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ তাঁর দেশের সামরিক ব্যয় বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। নেদারল্যান্ডসের মতো তৃতীয় দেশের মাধ্যমে ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেওয়ার ঘোষণাও দিয়েছে বার্লিন। এদিকে আন্তর্জাতিক আন্তঃব্যাংক লেনদেন নেটওয়ার্ক সুইফট থেকে রাশিয়ার কিছু ব্যাংককে বের করে দেওয়ার ব্যাপারেও একমত হয়েছে বেশ কিছু দেশ। এই আলোচনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপ ও আমেরিকার দেশগুলোর সঙ্গে গতকাল যুক্ত হয়েছে জাপানও। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন ভারতীয় নারী, গ্রিন কার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

মুজিব বাহিনীর গণহত্যার প্রতিক্রিয়া ২৫ মার্চে পাকিস্তানি বাহিনীর ক্র্যাকডাউন: জামায়াত নেতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ