
ইউরোপীয় দলবদলের উত্তাপ ক্রমেই বাড়তে শুরু করেছে। আলোচনায় আসতে শুরু করেছেন বড় তারকারাও। ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমারের পর এবার আলোচনায় এসেছেন লিভারপুলের মিসরীয় তারকা মোহামেদ সালাহও। সামনের দিনগুলোয় দলবদলের উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিতে পারেন এই তারকারা।
ইউরোপের একাধিক সংবাদমাধ্যমের খবর, ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে যাচ্ছেন রোনালদো। গত মৌসুমে আলোচিত দলবদলে জুভেন্টাস ছেড়ে ম্যানইউতে আসেন এই পর্তুগিজ মহাতারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে ২৪ গোল করলেও দলকে বড় কোনো সাফল্য এনে দিতে পারেননি তিনি। লিগ টেবিলে ৬ নম্বরে থেকে শেষ করে ‘রেড ডেভিল’রা।
মৌসুমে দলের সেরা পারফরমার হলেও রোনালদোর সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। ৩৭ বছর বয়সী পর্তুগিজ তারকা আগের মতো প্রেসিং ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে পারবেন কি না, সে প্রশ্নও উঠেছে। এর মধ্যে বদলে গেছে দলের কোচও। ওলে গুনার সুলশার ও রালফ রাংনিকের পর এবার কোচ হিসেবে এসেছেন এরিক টেন হাগ। এই ডাচম্যানের দলে রোনালদোর অবস্থান কেমন হবে, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এসব গুঞ্জনের মধ্যে দ্য সান স্পোর্টস বলছে, রোনালদো ক্লাব ছাড়তে চান। মূলত দলবদলে ম্যানইউর কৌশল ও নতুন কোচের অধীনে তাঁর দায়িত্ব কী হবে, সেটা নিশ্চিত নন বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রোনালদোর ম্যানইউ ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বায়ার্ন মিউনিখ ও এএস রোমার সঙ্গে তাঁর নামও জুড়তে শুরু করেছে। যদিও এখনো কিছুই নিশ্চিত নয়। সামনের দিনগুলোয় এই দলবদল আরও নাটকীয় রূপ নিতে পারে।
দুই দিন আগেই দলবদলের বাজারে উত্তাপ বাড়িয়েছেন নেইমার। জানা গেছে, বিশ্বের সবচেয়ে দামি তারকাকে এবার বিদায় জানাতে চায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ২০১৭ সালে বিশ্ব রেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে দলে আনে প্যারিসিয়ানরা। সেই রেকর্ড এখনো অক্ষুণ্ন। তবে নেইমারকে যে কারণে আনা হয়েছিল, পিএসজির সেই আশা পূরণ হয়নি। এবারের দলবদলে তাঁকে ছেড়ে দিতে চায় পিএসজি। উপযুক্ত দাম না পেলে নেইমারকে ছাড়া হবে না বলেও জানিয়ে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
সাদিও মানেকে ছাড়ার পর দল হিসেবে বেশ সুখীই মনে হচ্ছিল লিভারপুলকে। মানের বদলে ডারউইন নুনেজকে দলে টেনেছে তারা। আগামী মৌসুমে নুনেজ, দিয়েগো জোতা এবং লুইস দিয়াজের সঙ্গে মোহামেদ সালাহকে নিয়ে গড়া আক্রমণভাগকে দারুণ কার্যকরও মনে হচ্ছিল। নতুন খবর হচ্ছে, বেতন নিয়ে সালাহর সঙ্গে ক্লাব কর্তৃপক্ষের বনিবনা হচ্ছে না। এমনকি ৬০ মিলিয়ন পাউন্ডের আশপাশে প্রস্তাব পেলে সালাহকে নাকি ছেড়ে দিতে চায় লিভারপুল। সে ক্ষেত্রে সালাহর সম্ভাব্য গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের নাম। যদি এটি শেষ পর্যন্ত সত্যি হয়, এবারের দলবদলে এটা বড় ঘটনাই হবে।

ইউরোপীয় দলবদলের উত্তাপ ক্রমেই বাড়তে শুরু করেছে। আলোচনায় আসতে শুরু করেছেন বড় তারকারাও। ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমারের পর এবার আলোচনায় এসেছেন লিভারপুলের মিসরীয় তারকা মোহামেদ সালাহও। সামনের দিনগুলোয় দলবদলের উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিতে পারেন এই তারকারা।
ইউরোপের একাধিক সংবাদমাধ্যমের খবর, ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে যাচ্ছেন রোনালদো। গত মৌসুমে আলোচিত দলবদলে জুভেন্টাস ছেড়ে ম্যানইউতে আসেন এই পর্তুগিজ মহাতারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে ২৪ গোল করলেও দলকে বড় কোনো সাফল্য এনে দিতে পারেননি তিনি। লিগ টেবিলে ৬ নম্বরে থেকে শেষ করে ‘রেড ডেভিল’রা।
মৌসুমে দলের সেরা পারফরমার হলেও রোনালদোর সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। ৩৭ বছর বয়সী পর্তুগিজ তারকা আগের মতো প্রেসিং ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে পারবেন কি না, সে প্রশ্নও উঠেছে। এর মধ্যে বদলে গেছে দলের কোচও। ওলে গুনার সুলশার ও রালফ রাংনিকের পর এবার কোচ হিসেবে এসেছেন এরিক টেন হাগ। এই ডাচম্যানের দলে রোনালদোর অবস্থান কেমন হবে, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এসব গুঞ্জনের মধ্যে দ্য সান স্পোর্টস বলছে, রোনালদো ক্লাব ছাড়তে চান। মূলত দলবদলে ম্যানইউর কৌশল ও নতুন কোচের অধীনে তাঁর দায়িত্ব কী হবে, সেটা নিশ্চিত নন বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রোনালদোর ম্যানইউ ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বায়ার্ন মিউনিখ ও এএস রোমার সঙ্গে তাঁর নামও জুড়তে শুরু করেছে। যদিও এখনো কিছুই নিশ্চিত নয়। সামনের দিনগুলোয় এই দলবদল আরও নাটকীয় রূপ নিতে পারে।
দুই দিন আগেই দলবদলের বাজারে উত্তাপ বাড়িয়েছেন নেইমার। জানা গেছে, বিশ্বের সবচেয়ে দামি তারকাকে এবার বিদায় জানাতে চায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ২০১৭ সালে বিশ্ব রেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে দলে আনে প্যারিসিয়ানরা। সেই রেকর্ড এখনো অক্ষুণ্ন। তবে নেইমারকে যে কারণে আনা হয়েছিল, পিএসজির সেই আশা পূরণ হয়নি। এবারের দলবদলে তাঁকে ছেড়ে দিতে চায় পিএসজি। উপযুক্ত দাম না পেলে নেইমারকে ছাড়া হবে না বলেও জানিয়ে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
সাদিও মানেকে ছাড়ার পর দল হিসেবে বেশ সুখীই মনে হচ্ছিল লিভারপুলকে। মানের বদলে ডারউইন নুনেজকে দলে টেনেছে তারা। আগামী মৌসুমে নুনেজ, দিয়েগো জোতা এবং লুইস দিয়াজের সঙ্গে মোহামেদ সালাহকে নিয়ে গড়া আক্রমণভাগকে দারুণ কার্যকরও মনে হচ্ছিল। নতুন খবর হচ্ছে, বেতন নিয়ে সালাহর সঙ্গে ক্লাব কর্তৃপক্ষের বনিবনা হচ্ছে না। এমনকি ৬০ মিলিয়ন পাউন্ডের আশপাশে প্রস্তাব পেলে সালাহকে নাকি ছেড়ে দিতে চায় লিভারপুল। সে ক্ষেত্রে সালাহর সম্ভাব্য গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের নাম। যদি এটি শেষ পর্যন্ত সত্যি হয়, এবারের দলবদলে এটা বড় ঘটনাই হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫