নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিসিবি একাডেমি মাঠে কাল অনুশীলনে ডেভ হোয়াটমোরের সঙ্গে দেখা হতেই জড়িয়ে ধরলেন মাশরাফি বিন মর্তুজা। ১৫-১৬ বছর আগে ক্রিকেটার মাশরাফির উন্মেষকালে যাঁকে পেয়েছিলেন জাতীয় দলের কোচ হিসেবে, তাঁর প্রতি আলাদা আবেগ তো কাজ করবেই।
হোয়াটমোরের সেই ‘পাগলা’, যাঁর বিয়ের আমন্ত্রণে নড়াইলে পর্যন্ত তিনি গিয়েছিলেন—সেই মাশরাফি এখন ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে। গত পাঁচ বছরে তাঁর নামের পাশে যোগ হয়েছে রাজনৈতিক পরিচয়ও। ৪০ বছর বয়সেও মাশরাফি খেলে যাচ্ছেন সগৌরবে।
সংসদ নির্বাচন আর অসুস্থতা মিলিয়ে দীর্ঘ সময় অনুশীলন না করলেও সিলেট স্ট্রাইকার্সের হয়ে নিজেদের প্রথম ম্যাচ থেকে খেলছেন মাশরাফি। কাল এলেন নেটে ঝালিয়ে নিতে। সেখানেই হোয়াটমোরের সঙ্গে দেখা মাশরাফির। চট্টগ্রামের বিপক্ষে মাশরাফির সিলেট হারলেও ওই ম্যাচে দুই দলই পেয়েছে ১৭০-এর ওপর স্কোর। নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রামকে ১৭৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েও হারের পর সিলেট অধিনায়ক মাশরাফি উইকেট নিয়ে বলেছিলেন, ‘মিরপুরে আগেরবারও দেখেছি রান হয়েছে; বিশেষ করে রাতের ম্যাচে ১৮০-১৯০ রান হয়েছে।’
তবে সিলেট-চট্টগ্রামের মতো বাকি তিনটি ম্যাচ আর রানপ্রসবা হয়নি। বাকি তিনটিতে মিরপুরে লো স্কোরিং ম্যাচই দেখা গেছে। এখন পর্যন্ত যে ৮টি দলীয় স্কোর দেখা গেছে, বেশির ভাগই ১৩০-১৪০ রানের মধ্যে সীমাবদ্ধ। ২০২৪ বিপিএলে ঢাকার প্রথম পর্বে ইনিংসপ্রতি গড়ে রান উঠেছে ১৪৫।
মিরপুরের উইকেট নিয়ে আলোচনা-সমালোচনা হয় সব সময়। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ভারতের রানপ্রসবা উইকেটে বাংলাদেশের ধারাবাহিক ব্যাটিং-ব্যর্থতায় মিরপুরের উইকেট ভালো করার দাবি আবার জোরালো হয়েছে। বিপিএল আয়োজকেরাও জানিয়েছিলেন, এবার মিরপুরে ভালো উইকেটের দেখা মিলবে। এখন পর্যন্ত উইকেট নিয়ে বিশেষ কোনো অভিযোগ নেই। বরং গত পরশু রংপুর রাইডার্সের বিপক্ষে জয়ের পর বরিশাল অধিনায়ক তামিম ইকবালের কণ্ঠে প্রশংসাই ঝরেছে মিরপুরের উইকেট নিয়ে। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘যখন আমি ব্যাটিং করেছি, খুব ভালো উইকেট। পেস বল সুন্দর ব্যাটে আসছিল। আহামরি তেমন কিছু হয়নি। আমার মনে হয়, এটা ভালো উইকেট। এমনকি সকালেও আমরা যতটা ভালো বল করিনি, ওরা (রংপুর) ততটা ভুল শট খেলেছে। প্রথম খেলায় সবারই একটু স্নায়ুচাপ থাকে। পরে ঠিক হয়ে যাবে।’
তামিমের যুক্তিটাই আপাতত গ্রহণযোগ্য হিসেবে ধরে নেওয়া যায়। মাত্র টুর্নামেন্টের শুরু। শুরুতে বেশির ভাগ খেলোয়াড় স্নায়ুচাপে ভুগতে পারেন। জড়টা কাটিয়ে উঠতেও সময় লাগে। শুরুর এই জড়তা আর স্নায়ুচাপ দ্রুত কাটিয়ে ব্যাটে-বলে সব ঠিক রাখতে পারলেই বিপিএলে দেখা যেতে পারে কাঙ্ক্ষিত রান উৎসব।

বিসিবি একাডেমি মাঠে কাল অনুশীলনে ডেভ হোয়াটমোরের সঙ্গে দেখা হতেই জড়িয়ে ধরলেন মাশরাফি বিন মর্তুজা। ১৫-১৬ বছর আগে ক্রিকেটার মাশরাফির উন্মেষকালে যাঁকে পেয়েছিলেন জাতীয় দলের কোচ হিসেবে, তাঁর প্রতি আলাদা আবেগ তো কাজ করবেই।
হোয়াটমোরের সেই ‘পাগলা’, যাঁর বিয়ের আমন্ত্রণে নড়াইলে পর্যন্ত তিনি গিয়েছিলেন—সেই মাশরাফি এখন ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে। গত পাঁচ বছরে তাঁর নামের পাশে যোগ হয়েছে রাজনৈতিক পরিচয়ও। ৪০ বছর বয়সেও মাশরাফি খেলে যাচ্ছেন সগৌরবে।
সংসদ নির্বাচন আর অসুস্থতা মিলিয়ে দীর্ঘ সময় অনুশীলন না করলেও সিলেট স্ট্রাইকার্সের হয়ে নিজেদের প্রথম ম্যাচ থেকে খেলছেন মাশরাফি। কাল এলেন নেটে ঝালিয়ে নিতে। সেখানেই হোয়াটমোরের সঙ্গে দেখা মাশরাফির। চট্টগ্রামের বিপক্ষে মাশরাফির সিলেট হারলেও ওই ম্যাচে দুই দলই পেয়েছে ১৭০-এর ওপর স্কোর। নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রামকে ১৭৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েও হারের পর সিলেট অধিনায়ক মাশরাফি উইকেট নিয়ে বলেছিলেন, ‘মিরপুরে আগেরবারও দেখেছি রান হয়েছে; বিশেষ করে রাতের ম্যাচে ১৮০-১৯০ রান হয়েছে।’
তবে সিলেট-চট্টগ্রামের মতো বাকি তিনটি ম্যাচ আর রানপ্রসবা হয়নি। বাকি তিনটিতে মিরপুরে লো স্কোরিং ম্যাচই দেখা গেছে। এখন পর্যন্ত যে ৮টি দলীয় স্কোর দেখা গেছে, বেশির ভাগই ১৩০-১৪০ রানের মধ্যে সীমাবদ্ধ। ২০২৪ বিপিএলে ঢাকার প্রথম পর্বে ইনিংসপ্রতি গড়ে রান উঠেছে ১৪৫।
মিরপুরের উইকেট নিয়ে আলোচনা-সমালোচনা হয় সব সময়। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ভারতের রানপ্রসবা উইকেটে বাংলাদেশের ধারাবাহিক ব্যাটিং-ব্যর্থতায় মিরপুরের উইকেট ভালো করার দাবি আবার জোরালো হয়েছে। বিপিএল আয়োজকেরাও জানিয়েছিলেন, এবার মিরপুরে ভালো উইকেটের দেখা মিলবে। এখন পর্যন্ত উইকেট নিয়ে বিশেষ কোনো অভিযোগ নেই। বরং গত পরশু রংপুর রাইডার্সের বিপক্ষে জয়ের পর বরিশাল অধিনায়ক তামিম ইকবালের কণ্ঠে প্রশংসাই ঝরেছে মিরপুরের উইকেট নিয়ে। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘যখন আমি ব্যাটিং করেছি, খুব ভালো উইকেট। পেস বল সুন্দর ব্যাটে আসছিল। আহামরি তেমন কিছু হয়নি। আমার মনে হয়, এটা ভালো উইকেট। এমনকি সকালেও আমরা যতটা ভালো বল করিনি, ওরা (রংপুর) ততটা ভুল শট খেলেছে। প্রথম খেলায় সবারই একটু স্নায়ুচাপ থাকে। পরে ঠিক হয়ে যাবে।’
তামিমের যুক্তিটাই আপাতত গ্রহণযোগ্য হিসেবে ধরে নেওয়া যায়। মাত্র টুর্নামেন্টের শুরু। শুরুতে বেশির ভাগ খেলোয়াড় স্নায়ুচাপে ভুগতে পারেন। জড়টা কাটিয়ে উঠতেও সময় লাগে। শুরুর এই জড়তা আর স্নায়ুচাপ দ্রুত কাটিয়ে ব্যাটে-বলে সব ঠিক রাখতে পারলেই বিপিএলে দেখা যেতে পারে কাঙ্ক্ষিত রান উৎসব।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫