নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সার্জেন্ট মহুয়া হাজংয়ের বাবা মনোরঞ্জন হাজংয়ের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। ডান পা কেটে ফেলার পর তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন। শারীরিক অবস্থা খারাপ হলেও এরই মধ্যে বাম পা কেটে ফেলতে হবে তাঁর। না হলে সে পায়ের পচন বাড়তে থাকবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বর্তমানে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন মনোরঞ্জন।
এদিকে ব্যাপক সমালোচনার মধ্যে গ্রহণ করা নারী সার্জেন্ট মহুয়া হাজং-এর করা মামলার তদন্ত করছে বনানী থানা-পুলিশ। তদন্তকারী কর্মকর্তারা বলছেন, প্রাথমিকভাবে ওই দুর্ঘটনায় দুই পক্ষেরই দোষ খুঁজে দেখছেন তাঁরা। সিসিটিভি ক্যামেরা ফুটেজ, ঘটনার প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, বাদী ও বিবাদীর বক্তব্যের মাধ্যমে প্রকৃত ঘটনা খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে নারী সার্জেন্ট মহুয়া হাজং বলছেন, তদন্তে ভুল—সঠিক যেটাই হোক না কেন, তদন্ত প্রতিবেদন
হাতে চান তিনি।
গত ২ ডিসেম্বর মধ্যরাতে রাজধানীর বিমানবন্দর সড়কে একটি বিএমডব্লিউ গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন মনোরঞ্জন হাজং। দুই দফা অস্ত্রোপচারে তাঁর ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়। মনোরঞ্জনের একমাত্র মেয়ে মহুয়া হাজং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সার্জেন্ট। তিনি অভিযোগ করেন, ঘটনার পরে লাল রঙের বিএমডব্লিউ গাড়িটির চালক সাঈদ হাসানের বিরুদ্ধে মামলা করতে গেলে বনানী থানা তাঁকে ফিরিয়ে দেয়। পরে অবশ্য মামলা নেওয়া হয়। তারও পরে জানা যায়, এই মামলার দুই দিন আগেই ওই গাড়ির চালক বিচারপতি পুত্র সাঈদ হাসানের একটি সাধারণ ডায়েরি গ্রহণ করে পুলিশ। পুলিশ দুটি ঘটনায় তদন্ত করছে।
নাম প্রকাশের অনিচ্ছুক তদন্তকারী এক পুলিশ কর্মকর্তা বলেন, সেই রাতে ইউলুপে উল্টো পথ দিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন মনোরঞ্জন হাজং। ঠিক তখনই গতিতে আসতে থাকা ওই বিএমডব্লিউ প্রাইভেট কারটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মারাত্মক আহত হন মনোরঞ্জন। পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে কোনো পক্ষকেই দোষ দেওয়ার সুযোগ নেই। বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে।

সার্জেন্ট মহুয়া হাজংয়ের বাবা মনোরঞ্জন হাজংয়ের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। ডান পা কেটে ফেলার পর তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন। শারীরিক অবস্থা খারাপ হলেও এরই মধ্যে বাম পা কেটে ফেলতে হবে তাঁর। না হলে সে পায়ের পচন বাড়তে থাকবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বর্তমানে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন মনোরঞ্জন।
এদিকে ব্যাপক সমালোচনার মধ্যে গ্রহণ করা নারী সার্জেন্ট মহুয়া হাজং-এর করা মামলার তদন্ত করছে বনানী থানা-পুলিশ। তদন্তকারী কর্মকর্তারা বলছেন, প্রাথমিকভাবে ওই দুর্ঘটনায় দুই পক্ষেরই দোষ খুঁজে দেখছেন তাঁরা। সিসিটিভি ক্যামেরা ফুটেজ, ঘটনার প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, বাদী ও বিবাদীর বক্তব্যের মাধ্যমে প্রকৃত ঘটনা খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে নারী সার্জেন্ট মহুয়া হাজং বলছেন, তদন্তে ভুল—সঠিক যেটাই হোক না কেন, তদন্ত প্রতিবেদন
হাতে চান তিনি।
গত ২ ডিসেম্বর মধ্যরাতে রাজধানীর বিমানবন্দর সড়কে একটি বিএমডব্লিউ গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন মনোরঞ্জন হাজং। দুই দফা অস্ত্রোপচারে তাঁর ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়। মনোরঞ্জনের একমাত্র মেয়ে মহুয়া হাজং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সার্জেন্ট। তিনি অভিযোগ করেন, ঘটনার পরে লাল রঙের বিএমডব্লিউ গাড়িটির চালক সাঈদ হাসানের বিরুদ্ধে মামলা করতে গেলে বনানী থানা তাঁকে ফিরিয়ে দেয়। পরে অবশ্য মামলা নেওয়া হয়। তারও পরে জানা যায়, এই মামলার দুই দিন আগেই ওই গাড়ির চালক বিচারপতি পুত্র সাঈদ হাসানের একটি সাধারণ ডায়েরি গ্রহণ করে পুলিশ। পুলিশ দুটি ঘটনায় তদন্ত করছে।
নাম প্রকাশের অনিচ্ছুক তদন্তকারী এক পুলিশ কর্মকর্তা বলেন, সেই রাতে ইউলুপে উল্টো পথ দিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন মনোরঞ্জন হাজং। ঠিক তখনই গতিতে আসতে থাকা ওই বিএমডব্লিউ প্রাইভেট কারটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মারাত্মক আহত হন মনোরঞ্জন। পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে কোনো পক্ষকেই দোষ দেওয়ার সুযোগ নেই। বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫